Virat Kohli Turns Down Handshake with Kanpur Hotel Staff: কানপুরে দ্বিতীয় টেস্টে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগেই বেশ বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি। বরাবর-ই সমর্থকদের প্রতি সহানুভূতিশীল অবতারেই দেখা যায় কিং কোহলিকে। মহাতারকার সেই ভাবমূর্তিতে যেন কিছুটা আঁচড় লাগল মঙ্গলবার।
মঙ্গলবারই কানপুরে টিম ইন্ডিয়ার সঙ্গে পা রেখেছেন কোহলি। টিম হোটেলে টিম ইন্ডিয়াকে স্বাগত জানানোর জন্য সকল হোটেলকর্মীরাই অপেক্ষায় ছিলেন। ভারতীয় দল হোটেলে পা রাখার পরেই ব্যস্ততা তুঙ্গে ওঠে। হোটেল কর্মী তো বটেই প্রচুর সমর্থকরাও টিম ইন্ডিয়া তারকাদের একঝলক দেখার জন্য অপেক্ষায় ছিলেন।
ভারতীয় দল হোটেলে পা রাখার পরেই প্রচুর উপহার এমনকি ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তারকাদের। কপালে তিলক কেটে স্বাগত জানানো হয় টিম ইন্ডিয়াকে। অপেক্ষা করে সমস্ত ক্রিকেটাররা যাবতীয় রীতিনীতি সঠিকভাবেই পালন করছিলেন।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতিয়েও সঙ্গী হয়েছিল দুর্ভাগ্য, ভারতের হয়ে আর খেলার সুযোগই জোটেনি এই দুই তারকার
হোটেল চত্ত্বরে ঢোকার পর হোটেলের এক কর্মী ফুলের তোড়া তুলে দেন কোহলির হাতে। তারপর স্বাভাবিকভাবেই কোহলির দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন। তবে কোহলি রুঢ়ভাবে একহাতে ফুলের মালা নিয়ে সেই হোটেল কর্মীকে বলে দেন, "স্যার আমার তো মাত্র দুটো হাত-ই রয়েছে।" সৌজন্য করমর্দনের আহ্বান ফিরিয়ে কোহলি গটগট করে নিজের রুমের দিকে এগিয়ে যান। কোহলি করমর্দনে অরাজি হলেও বাকি তারকাদের সকলকেই হাত মেলাতে দেখা গিয়েছে হোটেল কর্মীদের সঙ্গে।
Virat Kohli's welcome at the Team Hotel in Kanpur 🥰❤️ pic.twitter.com/cq4ku5pK3C
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) September 24, 2024
যাইহোক, কোহলি দীর্ঘদিন পর টিম ইন্ডিয়া জার্সিতে জাতীয় দলের হয়ে টেস্টে নেমেছিলেন। শেষবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লম্বা ফরম্যাটের ক্রিকেটে নেমেছিলেন। তারপর বাংলাদেশের বিরুদ্ধে নেমে মোটেই সুবিধা করতে পারেননি। চেন্নাইয়ে দুই ইনিংসেই কোহলি ৬ এবং ১৬ রানের বেশি করতে পারেননি। দীর্ঘদিন খেলার অনভ্যাস কোহলির ফুটওয়ার্ক-এ প্রকট হয়েছে। কানপুরে কোহলি রানের মধ্যে ফেরেন কিনা, সেটাই আপাতত দেখার।