Advertisment

ক্রিপ্টোর থেকেও দ্রুত গতিতে পড়ছে ভারতীয় ক্রিকেট! রোহিতদের 'চড়াম চড়াম' বোমা এবার শেওয়াগের

রোহিতকে খুল্লামখুল্লা আক্রমণ শানালেন এবার শেওয়াগরা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারতের হারের ২৪ ঘন্টা কাটল না। এর মধ্যেই টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গেল। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের কাছে ভারত সিরিজ হারতেই প্রকাশ্যে সমালোচনা করলেন এবার সুনীল গাভাসকার, বীরেন্দ্র শেওয়াগ, ভেঙ্কটেশ প্রসাদরা। দ্বিতীয় ওয়ানডেতে রোহিত একদম নিচের দিকে নামায় তুলোধনা করলেন গাভাসকার।

Advertisment

সম্প্রচারকারী সোনি স্পোর্টস নেটওয়ার্কে সানি বলে দিলেন, "রোহিতের কোয়ালিটি এবং ক্লাস সম্পর্কে সকলেই জানেন। ঘটনা হল, ভারত যখন টার্গেটের এত কাছাকাছি চলে এসেছিল, তাহলে রোহিত আর একটু আগে নামল না কেন! যদি ও নয় নম্বরে ব্যাট করার কথা ভেবে থাকে, ওঁর উচিত ছিল সাতে নামা।"

আরও পড়ুন: অনেক হয়েছে, আর নয়! বাংলাদেশের কাছে সিরিজ হারতেই কড়া শাস্তির ব্যবস্থা করছে BCCI

নখ দাঁত কামড়ানো ম্যাচে ভারত ৫ রানে হার হজম করেছে। সেকেন্ড স্লিপে ক্যাচ নিতে গিয়ে রোহিত শর্মা ম্যাচের শুরুর দিকেই আঙুলে চোট পান। এরপরে নয় নম্বরে ব্যাট করতে নেমে ভাঙা আঙুলেই ২৮ বলে ৫১ করে ভারতকে হারা ম্যাচ প্রায় জিতিয়ে দিচ্ছিলেন।

সানি দলের হার হজম করতে না পেরে বলছেন, "অক্ষর প্যাটেলকে আর একটু অন্যভাবে খেলতে পারত। ম্যাচের ওই মুহূর্তে অক্ষর হয়ত ভেবেছিল রোহিত আর ব্যাট করতে নামবে না। তাই ও ওরকম শট খেলতে যায়। ম্যাচের ওই পর্যায়ে এরকম শট নেওয়ার মানেই হয়না। এত ভালো ব্যাটিং করছিল ও। ব্যাটে বল দারুণ কানেক্ট করছিল। আর ও যদি আরও কয়েক ওভার খেলত, কে বলতে পারে, ম্যাচের ফলাফল অন্যরকম হত না! রোহিত ৯ নম্বরে নেমে ম্যাচ প্রায় ঘুরিয়ে দিয়েছিল। তাই ও যদি ৭-এ নামত, ভারতের আরও সুযোগ থাকত।"

আরও পড়ুন: বাংলাদেশের চিকিৎসায় ভরসা নেই, অবিশ্বাস্য ইনিংস খেলে মুম্বইয়েই ফিরে আসছেন রক্তাক্ত রোহিত

ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সে ক্ষুব্ধ শেওয়াগ, প্রসাদরাও। চাঁচাছোলা ভাষায় ভারতকে আক্রমণ করে প্রসাদ টুইটার লিখেছেন, "বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ভারত নিত্যনতুন কত জগৎ উদ্ভাবন করছে। আর সীমিত ওভার ক্রিকেটে আমাদের দৃষ্টিভঙ্গি একদশক পুরোনো। ২০১৫-য় প্ৰথম রাউন্ডে ছিটকে যাওয়ার পর ইংল্যান্ড কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। তারপর ওঁরা এখন দুনিয়ার অন্যতম উত্তেজক ক্রিকেট টিম। ভারতের কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে।"

আরও পড়ুন: উমরানের ভয়াবহ গতিতে ‘কেঁপে-কুঁকড়ে’ অস্থির সাকিব, হাওয়ায় উড়ল শান্তর উইকেট! দেখুন বিধ্বংসী ভিডিও

এই নিয়ে টানা দুটো ওয়ানডে সিরিজ হেরে বসল ভারত। নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশেও বিধ্বস্ত হতে হল টিম ইন্ডিয়াকে। প্রসাদ এখানেই না থেমে তাই আরও বলছেন, "আইপিএল শুরুর পরে একবারও আমরা টি২০ ওয়ার্ল্ড কাপ জিতিনি। কম গুরুত্বের কিছু দ্বিপাক্ষিক সিরিজ বাদ দিয়ে ভারতের ওয়ানডে পারফরম্যান্সও শোচনীয়। দীর্ঘদিন ধরে নিজেদের ভুল থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। সীমিত ওভারের ক্রিকেটে উত্তেজনাপূর্ণ ক্রিকেট খেলা থেকে ভারত এখন অনেক দূরে।"

শেওয়াগ নিজের ব্যাটিং স্টাইলের মতই সপাটে বলে দিয়েছেন, "ক্রিপ্টোর থেকেও দ্রুত গতিতে আমাদের পারফরম্যান্স নীচে নামছে। ঝাঁকুনি দেওয়া দরকার, ঘুম থেকে উঠতে হবে।"

শনিবার ভারত সিরিজের তৃতীয় ম্যাচে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ দখল করে নেওয়ায় শেষ ম্যাচ এখন নিয়মরক্ষার।

Virender Sehwag Rohit Sharma Sunil Gavaskar Bangladesh Cricket Indian Cricket Team
Advertisment