Advertisment

Sunil Gavaskar on Kanpur Test win: গম্ভীরের পা চাটা বন্ধ করো, জয়ের জন্য ও কী করেছে! কোচ গৌতমকে আগুন মেজাজে আক্রমণ গাভাসকারের

Sunil Gavaskar on Rohit Sharma: কানপুর টেস্টে ভারতের রোহমর্ষক জয়ের জন্য কোচ গম্ভীর নন, ক্যাপ্টেন রোহিতকেই কৃতিত্ব দিতে চাইছেন সুনীল গাভাসকার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunil Gavaskar, Rohit Sharma, সুনীল গাভাসকার, রোহিত শর্মা,

Sunil Gavaskar-Rohit Sharma: গম্ভীরের কোচিংয়ে রোহিতের অধিনায়কত্বে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দুটো টেস্ট ম্যাচই জিতেছে। (ছবি- টুইটার)

Reason behind Sunil Gavaskar Praises Rohit Sharma Instead Gautam Gambhir: বাংলাদেশের বিরুদ্ধে ভারত সিরিজের দুটো টেস্ট ম্যাচের দুটোতেই জিতেছে। তার মধ্যে দ্বিতীয় ম্যাচে ভারতের দুর্দান্ত জয় গোটা বিশ্বের নজর কেড়েছে। কানপুরের ওই ম্যাচে বৃষ্টির জন্য দুটো দিন খেলা হয়নি। তারপরও ভারত মাত্র দু'দিনে ম্যাচটা জিতে নিয়েছে। এবার, ভারতীয় দলের সেই ম্যাচ জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার। যা টিম ইন্ডিয়ার শান্তির সংসারে অশান্তি ডেকে আনার জন্য যথেষ্ট। 

Advertisment

গাভাসকার দাবি করেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব শুধু রোহিত শর্মার। কানপুরের ম্যাচ তিন দিন বৃষ্টির পাশাপাশি ভেজা আউটফিল্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও রোহিত অ্যান্ড কো ম্যাচটা বের করে নিয়ে এসেছেন। ভারতীয় বোলাররা অসাধারণ খেলেছেন। মাত্র দুই দিনে দু'বার বাংলাদেশকে আউট করেছেন। ব্যাটাররা একদিনেই পাঁচটার মত রেকর্ড ভেঙেছেন। আর, এই প্রসঙ্গ টেনেই গাভাসকার বলেছেন, বাজবলের কৃতিত্ব ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামকে দেওয়া হয়। তার সঙ্গে তুলনা টেনে 'গ্যামবল' শব্দ চালুর কোনও দরকার নেই। কারণ ম্যাচটা গম্ভীর না, রোহিতের অসাধারণ অধিনায়কত্বই জিতিয়েছে।

গাভাসকার তাঁর কলামে লিখেছেন, 'জয়ের এই আগ্রাসী মনোভাব একটা দুটো ম্যাচে কাজে দেয়। সব সময় কিন্তু, কাজে আসে না। কানপুর টেস্ট-এ তা কাজে এসেছে। তবে কিছু সংবাদমাধ্যম কানপুরের জয়কে বসবল বলেছে। কারণ, বস রোহিত ম্যাচটা জিতেয়েছেন। আবার অনেকে কানপুরের জয়কে গ্যামবল বলেছেন। কারণ, তাঁরা মনে করেছেন ম্যাচটা গম্ভীরের অসাধারণ কোচিংয়ের ফল। এটা ঠিক যে, বেন স্টোকস এবং ম্যাককালামের জমানায় ইংল্যান্ডের ব্যাটিং পদ্ধতিটা অনেক বদলেছে। কিন্তু, সেটা আমরা বেশ কয়েকবছর ধরে রোহিতকেও করতে দেখেছি। গম্ভীর তো এই সেদিন ভারতীয় দলের কোচ হলেন। রোহিত কিন্তু, তার অনেক আগে থেকেই এভাবে অধিনায়কত্ব করে যাচ্ছে। গম্ভীরকে কোনওদিনই ম্যাককালামের কায়দায় ব্যাটিং করতে দেখিনি। তাই, কানপুরে জয়ের কৃতিত্ব গম্ভীরকে দিলে, সেটা পা চাটা ছাড়া কিছুই না। কারণ, এই কৃতিত্ব একমাত্র রোহিতেরই। অন্য, কারও না।'

আরও পড়ুন- ভারত-বাংলাদেশ পুরোপুরি মিসম্যাচ! টাইগারদের খিল্লি উড়িয়ে একের পর এক বিদ্রুপ তারকা ভারতীয়র

তবে ভারতীয় দলের এই অননুকরণীয় পদ্ধতিতে ম্যাচ জেতার কায়দাকে কী নাম দেওয়া যেতে পারে? গম্ভীরের প্রতি সৌজন্য বজায় রেখে সেটাও বাতলেছেন গাভাসকার। তিনি বলেছেন, 'একে বাজবলের কায়দায় নাম না দিয়ে বরং গোহিত বলা যেতে পারে।'

Gautam Gambhir Rohit Sharma Sunil Gavaskar Indian Cricket Team
Advertisment