IND vs BNG, Champions Trophy 2025: বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অক্ষর প্যাটেল টানা দুই বলে তানজিদ হাসান ও মুশফিকুর রহিমের উইকেট নেন। অক্ষর হ্যাটট্রিকই করে ফেলতেন। কিন্তু টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা নিজেই স্লিপে ছিলেন। তিনি সেই সময় তৌহিদ হৃদয়ের ক্যাচটা ফেলে দেন। তার ফলে অক্ষরের হ্যাটট্রিকটা হয়নি। বৃহস্পতিবার, এরপরই দেখা যায় এক অদ্ভুত কাণ্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠে টিম ইন্ডিয়ার অধিনায়ক তাঁর এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সকলের সামনেই হাতজোড় করে অক্ষর প্যাটেলের কাছে ক্ষমা চেয়ে নেন।
মাঠে রোহিতকে বরাবরই বেশ সাবলীল ভূমিকায় দেখা যায়। প্রতিটি ম্যাচেই তিনি ম্যাচ চলাকালীন সহ খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা বলেন। তাঁরা ভুল করলে, সকলের সামনে মাঠের মধ্যেই সতীর্থদের বকাবকিও করেন। রোহিতের সেই সব বকাবকির কায়দা ভাইরালও হয়েছে নেট দুনিয়ায়। এবার, দেখা গেল যে অধিনায়ক হিসেবে তিনি শুধু বকাবকিই করেন না। ভুল করলে প্রয়োজনে ক্ষমা চাইতেও তিনি দ্বিধা করেন না। আর, সেটাও সকলের সামনেই। অক্ষর প্যাটেলের ঘটনাতেই যা স্পষ্ট হয়ে গেল।
ঘটনাটি ঘটে ম্যাচের নবম ওভারে। এই ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে তানজিদ হাসান ও মুশফিকুর রহিম অক্ষরের বলে খোঁচা দিয়ে কার্যত উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দেন। এরপরই চতুর্থ বলে জাকির আলিও অক্ষরের বলে খোঁচা দেন। আর, সেই বল চলে যায় স্লিপে ভারত অধিনায়কের কাছে। কিন্ত, রোহিত সেই সহজ ক্যাচটাই ধরতে পারেননি। বল, তাঁর হাত থেকে মাটিতে পড়ে যায়। জাকির শেষ পর্যন্ত এই ম্যাচে ১১৪ বলে ৪টি চার-সহ ৬৮ রান করেন। রোহিত ওই সময় বলটা হাত থেকে ফেলে দেওয়ার পরই বুঝে ফেলেন যে হাত থেকে সোনা ফেলে দিয়েছেন। তিনি নিজের এই ব্যর্থতার জন্য কার্যত নিজেকেই দায়ী করে মাটিতে চাপড় মারেন। অক্ষরের কাছে হাতজোড় করে ক্ষমা চান।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশকে লজ্জা থেকে বাঁচালেন তৌহিদ হৃদয়, জাকির আলি
রোহিত যখন ওই ক্যাচটা ফেলেন, তখন বাংলাদেশ রীতিমতো বেকায়দায়। ৫ উইকেটে তাদের রান ৩৫। রোহিত ওই সহজ সুযোগটা কাজে লাগাতে পারলে তৌহিদের সঙ্গে জাকিরের জুটিটা তৈরি হত না। আর, বাংলাদেশও ১০ উইকেটে ২২৮ রান তুলতে পারত না।