/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/indian-cricket-team.jpg)
Indian Cricket Team: টিম ইন্ডিয়া (টুইটার)
India vs England: ইন্ডিয়ায় হঠাৎ যেন খারাপ খবরের স্রোত। কোহলির অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল। এর মধ্যেই আইসিসির কড়া শাস্তির মধ্যে পড়লেন জসপ্রীত বুমরা। হায়দরাবাদ টেস্ট চলাকালীন ইংরেজ ব্যাটার অলি পোপের সঙ্গে শারীরিক স্পর্শ করেছিলেন। সেই কারণেই আইসিসির তরফে ভর্ৎসিত হতে হল তারকা পেসারকে। এক ডিমেরিট পয়েন্ট যোগ হল তাঁর নামের পাশে।
আইসিসির আচরণ বিধি অনুযায়ী, কোনও ক্রিকেটার বিপক্ষ দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি এমনকি দর্শকদের সঙ্গেও যদি অহেতুক শারীরিক স্পৰ্শ করে, তাতে আইসিসির শৃংখলাভঙ্গ হয়।
ভারত-ইংল্যান্ড হায়দরাবাদ টেস্ট চলাকালীন চতুর্থ দিনে ঘটে এই অনভিপ্রেত ঘটনা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় বুমরা ৮১তম ওভারে বোলিং করছিলেন। সেই সময় অলি পোপের রান আটকানোর জন্য তাঁর সামনে এসে দাঁড়িয়ে পড়েছিলেন বুমরা। এতেই দুজনের শারীরিক স্পর্শ হয়।
ম্যাচের পরেই বুমরা নিজের ভুলের কথা স্বীকার করে নেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে। ফলে প্রথাগত শুনানির আর প্রয়োজন হয়নি। লেভেল ওয়ান পর্যায়ের অপরাধের জন্য বুমরার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হল। এর সঙ্গে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা হবে তারকার।
বুমরা স্পিনিং পিচেও ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে চার উইকেট দখল করেন। এর মধ্যে ১৯৬ করা অলি পোপকেও ফেরান তিনি। তবে এতে ভারতের ২৮ রানে ম্যাচ হার আটকানো যায়নি।
২৩১ রান চেজ করতে নেমে ভারত ২০২ রানে অলআউট হয়ে যায়। অভিষেককারী টম হার্টলে ৭ উইকেট দখল করে যান। ফেব্রুয়ারির ২ তারিখে দুই দল মুখোমুখি হবে দ্বিতীয় টেস্টে, বিশাখাপত্তনমে।