Advertisment

IND vs ENG: মানা যায় না এই ফিল্ডিং! অশ্বিনের কাণ্ডে মেজাজ গরম রোহিত-জাদেজারও! দেখুন তুমুল ভিডিও

Ravichandran Ashwin: বর্তমানে অশ্বিনের সংগ্রহে রয়েছে ৪৯৫টি উইকেট। আর, পাঁচটি পেলেই নবম বোলার হিসেবে তিনি টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট সংগ্রাহকদের তালিকায় ঢুকে পড়বেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravichandran Ashwin, India-England 1st Test

India-England 1st Test: এই সেই মুহূর্ত (স্ক্রিনগ্র্যাব, টুইটার ভিডিও)।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিনের ফিল্ডিংয়ের জন্য রীতিমতো হতাশা প্রকাশ করতে দেখা গেল অধিনায়ক রোহিত শর্মা ও স্পিনার রবীন্দ্র জাদেজাকে। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৪৪তম ওভারে অলি পোপ জাদেজার বল ফ্লিক করে মিড উইকেটে পাঠান। মিড-অনে ফিল্ডিং করছিলেন অশ্বিন। তিনি বলের পিছু ধাওয়া করেন। কিন্তু ডাইভ দিয়েও চার আটকাতে পারেননি। অশ্বিনের এই খারাপ ফিল্ডিংয়ের জন্য রীতিমতো অখুশি দেখায় জাদেজা ও রোহিতকে।

Advertisment

ফের একই দৃশ্য দেখা যায় মাত্র আর কয়েকটা ওভার বাদেই, দ্বিতীয় ইনিংসের ৫০তম ওভারে। অলি পোপ ফের জাদেজাকে ফ্লিক করে বল মিড উইকেটে পাঠান। অশ্বিন ফের বল ধাওয়া করেন। যখন অশ্বিন বলটি ধরার চেষ্টা করছেন, সেই সময় ডিপ স্কোয়ার থেকে ছুটে আসতে দেখা যায় রজত পতিদারকে। দু'জনেই একই জায়গায় চলে আসায় অশ্বিন সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেন। ডাইভ দিতে পারেননি ফলে, বল সহজেই বাউন্ডারিতে চলে যায়। ক্যামেরা এইসময় যথারীতি রোহিত আর জাদেজার দিকে ঘুরে যায়। দু'জনকেই যথারীতি বেশ হতাশ দেখায়।

তবে, ফিল্ডিংয়ে কিছু করতে না-পারলেও, সেই ঘাটতি শনিবার বোলিংয়ে পুষিয়ে দিয়েছেন অশ্বিন। তিনি জ্যাক ক্রাওলি, বেন স্টোকসের উইকেট তুলে নেন। শুধু দ্বিতীয় ইনিংসেই নয়। অশ্বিন প্রথম ইনিংসেও ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন। ৬৮ রানে নিয়েছেন তিনটি উইকেট। এই ম্যাচে এখন পর্যন্ত পাঁচ উইকেট পাওয়ায় অশ্বিন টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট সংগ্রাহকদের ক্লাবে ঢুকে পড়ার কাছাকাছি চলে গেলেন। বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে ৪৯৫টি উইকেট। আর, পাঁচটি পেলেই নবম বোলার হিসেবে তিনি টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট সংগ্রাহকদের তালিকায় ঢুকে পড়বেন।

আরও পড়ুন- ৪৩ বছরে অস্ট্রেলিয়ায় বিশ্বজয় ভারতীয়র! বোপান্নার ব়্যাকেটে ইতিহাস, কুর্নিশ গোটা বিশ্বের

পোপ এই ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করেছেন। যার ফলে, ইংল্যান্ড ম্যাচে অত্যন্ত দুর্দান্তভাবে ফিরে আসে। তৃতীয় দিনের শেষে লিড একশোর ওপর করেছে। ইংল্যান্ড বর্তমানে ৬ উইকেটে ৩১৬। মোট ১২৬ রানে এগিয়ে আছে তিন সিংহের দল। তার মধ্যে পোপ ১৪৮ রানে অপরাজিত। যার জেরে চতুর্থ এবং পঞ্চম দিনে ম্যাচ আরও কঠিন পরিস্থিতিতে চলে যাওয়ার সম্ভাবনা। কারণ, লিড যদি ২২০-২৫০ এর মধ্যে চলে যায়, তবে ভারতের পক্ষে তার পিছু ধাওয়া করা কঠিন হয়ে পড়বে। তা সে ইংল্যান্ডের বোলাররা যতই অনভিজ্ঞ হোক না-কেন।

Test cricket Ravichandran Ashwin Rohit Sharma Ravindra Jadeja Indian Team England Cricket Team Indian Cricket Team
Advertisment