Ben Foakes: অন্যায়ভাবে বুমরাকে আউটের চেষ্টা হায়দরাবাদে! বিতর্কের আগুন উস্কে ঝড় ভারত-ইংল্যান্ড টেস্টে
India vs England Test: সময়ের হেরফের হওয়ায় বুমরাহ বেঁচে যান। কিন্তু, বেন ফোকসের রবিবারের এই কাজ জনি বেয়ারস্টোকে করা অ্যালেক্স কেরির সফল স্টাম্পিংয়ের স্মৃতি ফিরিয়ে আনল। কেরির ওই কাণ্ড ২০২৩ অ্যাসেজ চলাকালীন আলোড়ন তৈরি করেছিল।
Spirit of Cricket: ভারত-ইংল্যান্ড প্রথম ম্যাচে, জসপ্রিত বুমরাহকে বেন ফোকসের স্টাম্পিং করার চেষ্টা, ক্রিকেটীয় আইন এবং স্পিরিট ইস্যুতে তোলা বহু বছরের পুরোনো বিতর্ককে জিইয়ে তুলল। হায়দরাবাদে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট-এ ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শেষে ইংল্যান্ড ২৩১ রানে এগিয়ে ছিল। খেলার নির্ধারিত সময় পাঁচটার আগে আটটি ভারতীয় উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অতিরিক্ত আধঘণ্টা সময় দাবি করেন আম্পায়ারদের কাছে।
Advertisment
'অতিরিক্ত সময়' দুই বলে, এই ম্যাচেই ইংল্যান্ড দলের হয়ে অভিষেক হওয়া টম হার্টলি ভারতের ১৭৭ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিনকে আউট করে দেন। তারপরই ভারতীয় প্রথম একাদশের ১১ নম্বরে থাকা মহম্মদ সিরাজ মাঠে নামেন। তিনি ১০ নম্বরে থাকা জসপ্রিত বুমরাহর সঙ্গে যোগ দেন। হার্টলি সিরাজকে বোল্ড করার আগে এই জুটি ১১ রান যোগ করে। তার মধ্যেই ঘটে যায় কিছু উদ্বেগজনক মুহুর্ত। র মধ্য দিয়ে দেখেছিল। একটা বাইরের বল বুমরাহকে পরাস্ত করে। বুমরাহ একটা অদ্ভূত স্ট্রোকের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু, যথারীতি পারেননি।
সেই অবস্থান থেকে সরার চেষ্টায় বুমরাহ লাফ দিয়ে বাতাসে ব্যাট ঘোরান। উইকেটের পিছনে বেন ফোকস যেন প্রায় নিশ্চিতই ছিলেন যে, বুমরাহ এমনই কিছু করবেন। বুমরাহ যখন তাঁর দুই পায়ে লাফিয়ে ওঠেন, ফোকস সেই সুযোগে বল হাতে উইকেটের বেল তুলে নেন। আর, স্টাম্পিংয়ের আবেদন জানান। কারণ, বুমরাহ বলটি মারতে পারেননি।
কিন্তু, সময়ের হেরফের হওয়ায় বুমরাহ বেঁচে যান। কিন্তু, বেন ফোকসের রবিবারের এই কাজ জনি বেয়ারস্টোকে করা অ্যালেক্স কেরির সফল স্টাম্পিংয়ের স্মৃতি ফিরিয়ে আনল। কেরির ওই কাণ্ড ২০২৩ অ্যাসেজ চলাকালীন আলোড়ন তৈরি করেছিল।
অবশ্য বুমরাহ বাঁচলেও সিরাজ বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। হার্টলি এবং ফোকস মিলে সিরাজের স্টাম্পিং সম্পূর্ণ করেন। যা ম্যাচ শেষ করে দেয়। ইংল্যান্ড এই টেস্ট ম্যাচ জিতেছে ২৮ রানে। যার জেরে বলা যায়, ভারত ঘরের মাঠে তার শেষ তিনটি টেস্ট ম্যাচের দুটিতে হারল।