/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/bumrah-bharat.jpg)
Bumrah Ben Duckett: ঘটনাবহুল মুহূর্তে মেজাজ হারালেন বুমরা (টুইটার)
India vs England 1st Test in Hyderabad: জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) সচরাচর রাগেন না। স্মিত হাসি দিয়েই মাঠে যাবতীয় প্রতিকূলতার মোকাবিলা করেন। তবে তিনি রাগলে কী হয়, টের পেলেন উইকেটকিপার কেএস ভরত (KS Bharat)। শনিবারের হায়দরাবাদ দেখিয়ে দিল অন্য চেহারার বুমরাকে।
ভারত প্রায় দুশো রানের লিড নিয়ে প্ৰথম ইনিংস খতম করার পর ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ইনিংস হারের সম্ভাবনার মঞ্চে দারুণ সূচনা উপহার দিয়েছিলেন দুই ইংরেজ ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি। এর মধ্যেই আলোচনায় উঠে আসে বুমরার ঘটনাবহুল এক স্পেল।
১৬তম ওভারে বুমরার নিখুঁত নিশানার বল আছরে পড়েছিল বেন ডাকেটের পিছনের পায়ের প্যাডে। নিশ্চিত আউটের জন্য আবেদনও করেন বুমরা সহ বাকিরা। তবে অন ফিল্ড আম্পায়ার বুমরাদের আউটের আবেদনে সাড়া দেননি। এরপরে বুমরা রিভিউয়ের পক্ষে সায় দিলেও রোহিত আলোচনা সারেন উইকেটকিপার কেএস ভরতের সঙ্গে। অন্ধ্রের হয়ে খেলা উইকেটকিপারের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করে রিভিউ না নেওয়ার পক্ষেই সায় দেন ক্যাপ্টেন রোহিত। ভাবা হয়, লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে হয়ত বেরিয়ে যাবে বল। রোহিতের সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করেন ভরত।
India missed the chance by not taking review on bumrah's ball.
It was clear out.#INDvsENGpic.twitter.com/nwszP4TMYB— Syed Mujtaba Aslam (@Syed87058181) January 27, 2024
তবে এরপরে রিপ্লেতে দেখা যায় প্লট টুইস্ট। জায়ান্ট স্ক্রিনের ভেসে ওঠা রিপ্লেতে দেখা যায়, যে ডেলিভারি ভাবা হচ্ছিল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে, সেই বল আদতে লেগ স্ট্যাম্পেই আছড়ে পড়ছে। এরপরই বুমরা রুদ্রমূর্তি ধরেন। দৃশ্যতই হতাশ বুমরা একহাত নেন ভরতকে। তাঁর সেই রাগী প্রতিক্রিয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: শাস্তি দিয়ে হোটেলে বন্দি IPL সুপারস্টার, বন্ধ খাবার! দিল্লিতে বীভৎস কাণ্ডে ছিঃছিঃকার গোটা দেশে
Bumrah's reaction after watching review replay
Frustrated 🔥#INDvsENGpic.twitter.com/UQZGRFYxSs— Syed Mujtaba Aslam (@Syed87058181) January 27, 2024
তবে বুমরা ভুল ডিআরএস-এর শাপমুক্তি ঘটান পরের ওভারেই। সেই ওভারের পঞ্চম বলের লেট সুইং ডাকেটের রক্ষণ ভেঙে চুরমার করে দেয় উইকেট।
Never in doubt!@Jaspritbumrah93 gets his man and the off-stump is out of the ground 🔥🔥
Ben Duckett departs for 47.
Follow the match ▶️ https://t.co/HGTxXf8b1E#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBankpic.twitter.com/zlPk2nVgdb— BCCI (@BCCI) January 27, 2024
যাইহোক, গতকাল অক্ষর-জাদেজা অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। জাদেজাও শতরানের ঠিক আগে ৮৭ রানে স্টোকসের বলে লেগ বিফোর হয়ে যান। অক্ষর ৪৪ করেন। জো রুট ইংরেজ বোলারদের মধ্যে সফলতম। ৪ উইকেট নেন তিনি। ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংরেজরা।