IND vs ENG: নিজের পায়েই কুড়ুল মারছে ইংল্যান্ড! কালিদাস হবেন বেন স্টোকস?

IND vs ENG Lord’s Test 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ম্য়াচটি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হবে। দুই শিবির ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

IND vs ENG Lord’s Test 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ম্য়াচটি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হবে। দুই শিবির ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ben Stokes

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস

India vs England: শুভমান গিলের (Shubman Gill) অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। সম্প্রতি এজবাস্টন টেস্টে ভারত ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ১-১ ব্যবধানে ফিরিয়ে এনেছে সমতা। আগামী ১০ জুলাই থেকে এই সিরিজের তৃতীয় ম্য়াচ (IND vs ENG 3rd Test Match) আয়োজন করা হবে। তৃতীয় ম্যাচটি খেলা হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's Cricket Ground)। এজবাস্টন টেস্ট হারের পর ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস পিচ নিয়ে মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বলেন, উইকেটের কারণেই ভারত অতিরিক্ত সুবিধা পেয়েছে। আর এবার লর্ডসের উইকেট নিয়ে তারা ইতিমধ্যে বিশেষ পরিকল্পনা শুরু করে দিয়েছে।

Advertisment

গতি এবং বাউন্স দেখা যেতে পারে

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গত মাসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার পেস বোলারদের যথেষ্ট দাপট চোখে পড়েছিল। ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুসারে, ইংল্যান্ড ক্রিকেট দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ইতিমধ্যে লর্ডসের উইকেট নিয়ে পিচ কিউরেটর কার্ল ম্যাকডারমটের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে তৃতীয় টেস্ট ম্য়াচের উইকেটে আরও বেশি গতি, বাউন্স এবং সাইডওয়েজ মুভমেন্ট চান তিনি। এজবাস্টন টেস্টে পরাজয়ের পর ম্য়াককুলাম মন্তব্য করেছিলেন, পরের ম্য়াচে লড়াই আরও রোমাঞ্চকর হবে। সেক্ষেত্রে উইকেটে আরও খানিকটা প্রাণ সঞ্চার করা দরকার। সঙ্গে তিনি একথাও স্পষ্ট করে দিয়েছিলেন, আগামী ম্য়াচে জোফ্রা আর্চার খেলতে নামবেন।

Advertisment

IND vs ENG: ধুলোয় মিশল সব মান-ইজ্জত! টিম ইন্ডিয়ার জয়ে 'সার্জিক্যাল স্ট্রাইক' পাকিস্তানে

টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বুমরাহের প্রত্যাবর্তন নিশ্চিত

এজবাস্টন টেস্ট ম্য়াচে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। তবে লর্ডস টেস্টে যে তিনি খেলতে নামবেন, সেটা কার্যত নিশ্চিত হয়েই গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল আগেই এই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট দল যখন শেষবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিল, সেই ম্য়াচে টিম ইন্ডিয়া অবশ্য ইংল্যান্ডকে হারিয়ে দেয়। ২০২১ সালে আয়োজিত সেই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের হয়ে নজরকাড়া ব্যাটিং করেছিলেন কেএল রাহুল। সঙ্গে বল হাতে আগুন ঝরিয়েছিলেন মহম্মদ সিরাজ। এই ম্য়াচে তিনি মোট ৮ উইকেট শিকার করেছিলেন। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, ইংল্যান্ড হয়ত নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছে। কারণ গতিময় উইকেটে যদি বুমরাহ-সিরাজ জুটি জ্বলে ওঠে, তাহলে স্টোকসরা আর কেঁদে কূল পাবে না।

Shubman Gill India vs England IND vs ENG 3rd Test Match Lord's Cricket Ground