/indian-express-bangla/media/media_files/2025/07/07/babar-azam-and-shubman-gill-2025-07-07-17-35-38.jpg)
বাবর আজম এবং শুভমান গিল
India vs England: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কাছে ৬ জুলাই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবার জয়লাভ করল। ব্যাটিং হোক কিংবা বোলিং, এই ম্য়াচে টিম ইন্ডিয়া কার্যত লেটার মার্কস নিয়ে পাস করেছে। আর সেকারণেই ইংল্যান্ড ক্রিকেট দল একেবারে ব্যাকফুটে চলে যায়। এই জয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল একদিকে চলতি টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে এনেছে, ঠিক তেমনই একটি বিশেষ তালিকায় পাকিস্তানকে দিয়েছে টেক্কা।
SENA দেশে সর্বাধিক টেস্ট ম্য়াচ জিতেছে টিম ইন্ডিয়া
গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। বিশ্ব ক্রিকেটে এই চারটে দেশকে একসঙ্গে SENA বলা হয়। এই দেশগুলোর বিরুদ্ধে এশিয়ান ক্রিকেট দলগুলোর পারফরম্য়ান্স একেবারেই নজরকাড়া নয়। এবার এই এশিয়ান দেশগুলোর মধ্যেই টিম ইন্ডিয়া SENA দেশের সর্বাধিক টেস্ট ম্য়াচে জয়লাভ করেছে। আর এই তালিকায় পাকিস্তানকেও টেক্কা দিয়েছে ভারত। SENA দেশগুলোর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ৩০ টেস্ট ম্য়াচে জয়লাভ করেছে। আর পাকিস্তান জিতেছে ২৯ ম্য়াচে।
IND vs ENG: কাটতে চলেছে শনির দশা, এই বিশেষ সংখ্যাই ভাগ্য ফেরাচ্ছে শুভমানের
টেস্ট ক্রিকেটে SENA দেশের বিরুদ্ধে সর্বাধিক ম্য়াচজয়ী এশিয়ান দল
- ভারত - ৩০ জয় (১৭৮ ম্য়াচ)
- পাকিস্তান - ২৯ জয় (১৪৮ ম্য়াচ)
- শ্রীলঙ্কা - ৯ জয় (৭৬ ম্য়াচ)
- বাংলাদেশ - ১ জয় (২৫ ম্য়াচ)
IND vs ENG: তৃতীয় টেস্টেই ফিরছেন রোহিত-বিরাট? আনন্দে আত্মহারা ভারতীয় ক্রিকেট সমর্থকরা
এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে টিম ইন্ডিয়া
বিশ্ব ক্রিকেটে আলাদা-আলাদা ক্রিকেট স্টেডিয়ামে সর্বাধিক টেস্ট ম্য়াচ খেলার ব্যাপারে ভারতীয় ক্রিকেট দল শীর্ষস্থান বজায় রাখতে পেরেছে। এজবাস্টন ছিল ৬০ নম্বর ভেন্যু, যেখানে ভারতীয় ক্রিকেট দল টেস্ট ম্য়াচে জয়লাভ করল। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ৫৭ আলাদা-আলাদা ক্রিকেট ভেন্যুতে টেস্ট ম্য়াচে জয়লাভ করেছে।