IND vs ENG Highlights Cricket Score, 2nd ODI: কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ী ভারত, জিতল সিরিজও

India vs England 2nd ODI Match Highlights Cricket Score Online Today Match: ২য় একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলেছিল ৩০৪ রান। জবাবে ভারত ৬ উইকেটে তুলেছে ৩০৮ রান।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs England 2nd ODI: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ

India vs England 2nd ODI: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ।

England vs India, 2nd ODI Score card Updates from Barabati, Cuttack:কটকে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ী হল টিম ইন্ডিয়া। ৪ উইকেটে ৩৩ বল বাকি থাকতেই জয়ী হল ভারত। অক্ষর প্যাটেল ৪৩ বলে ৪টি চার-সহ ৪১ রান করে এবং রবীন্দ্র জাদেজা ৭ বলে ২টি চার-সহ ১১ রানে অপরাজিত থাকলেন। গাস আটকিনসনের বলে জেমি ওভারটনের হাতে ধরা পড়লেন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে ২টি চারের সাহায্যে করেছেন ১০ রান। জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন কেএল রাহুল। তিনি ১৪ বলে ১টি চার-সহ করেছেন ১০ রান।

Advertisment

শ্রেয়স আইয়ারকে রান আউট করলেন জস বাটলার। শ্রেয়স ৪৭ বলে ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে করেছেন ৪৪ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা লিয়াম লিভিংস্টোনের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন। ৯০ বলে ১২টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ১১৯ রান করেছেন রোহিত। তাঁর আগে আউট হন বিরাট কোহলি। ৮ বল খেলে একটি চার মেরে ব্যক্তিগত ৫ রানের মাথায় তিনি আউট হন। আদিল রশিদের বলে বিরাট ধরা পড়েন ফিল সল্টের হাতে। বিরাটের আগে ওপেনার শুভমান গিল ৫২ বলে ৯টি চার এবং ১টি ছয়-সহ ৬০ রান করে জেমি ওভারটনের বলে বোল্ড হন।চার এবং ১টি ছয়-সহ ৬০ রান করে জেমি ওভারটনের বলে বোল্ড হন।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১০ উইকেটে ৪৯.৫ ওভারে তুলেছে ৩০৪ রান। পরপর রান আউট হন ইংল্যান্ডের শেষ তিন ব্যাটসম্যান। মার্ক উডকে রান আউট করেন কেএল রাহুল। উড কোনও রান করতে পারেননি। লিয়াম লিভিংস্টোনকে রান আউট করেন শ্রেয়স আইয়ার। লিভিংস্টোন ৩২ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৪১ রান করেছেন। হর্ষিত রানা আদিল রশিদকে রান আউট করেন। ৫ বলে ৩টি চারের সাহায্যে রশিদ ১৪ রান করেছেন। তাঁর আগে মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন গাস আটকিনসন। তিনি ৭ বলে ৩ রান করেন। রবীন্দ্র জাদেজার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন জেমি ওভারটন। তিনি ১০ বলে ৬ রান করেছেন। 

জাদেজার বলেই বিরাট কোহলির হাতে ধরা পড়েন জো রুট। তিনি ৭২ বলে ৬টি চার-সহ ৬৯ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি ৩৫ বলে ২টি চার-সহ ৩৪ রান করেছেন। হর্ষিত রানার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৫২ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩১ রান। এর আগে আউট হয়েছেন বেন ডাকেট। তিনি রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ডাকেট ৫৬ বলে ১০টি চার-সহ করেছেন ৬৫ রান। বরুণ চক্রবর্তীর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ২৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন। সাকিব মেহমুদ বিনা রানে অপরাজিত থেকে যান।

Advertisment

দুই দলের একাদশ

ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ড একাদশ
ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।

  • Feb 09, 2025 21:47 IST

    India vs England LIVE Cricket Score: দ্বিতীয় একদিনের ম্যাচ ৪ উইকেটে ৩৩ বল বাকি থাকতেই জয়ী ভারত

    কটকে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ী হল টিম ইন্ডিয়া। ৪ উইকেটে ৩৩ বল বাকি থাকতেই জয়ী হল ভারত। অক্ষর প্যাটেল ৪৩ বলে ৪টি চার-সহ ৪১ রান করে এবং রবীন্দ্র জাদেজা ৭ বলে ২টি চার-সহ ১১ রানে অপরাজিত থাকলেন। গাস আটকিনসনের বলে জেমি ওভারটনের হাতে ধরা পড়লেন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে ২টি চারের সাহায্যে করেছেন ১০ রান। জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন কেএল রাহুল। তিনি ১৪ বলে ১টি চার-সহ করেছেন ১০ রান। শ্রেয়স আইয়ারকে রান আউট করলেন জস বাটলার। শ্রেয়স ৪৭ বলে ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে করেছেন ৪৪ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা লিয়াম লিভিংস্টোনের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন। ৯০ বলে ১২টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ১১৯ রান করেছেন রোহিত। তাঁর আগে আউট হন বিরাট কোহলি। ৮ বল খেলে একটি চার মেরে ব্যক্তিগত ৫ রানের মাথায় তিনি আউট হন। আদিল রশিদের বলে বিরাট ধরা পড়েন ফিল সল্টের হাতে। বিরাটের আগে ওপেনার শুভমান গিল ৫২ বলে ৯টি চার এবং ১টি ছয়-সহ ৬০ রান করে জেমি ওভারটনের বলে বোল্ড হন।



  • Feb 09, 2025 21:37 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ৬ষ্ঠ উইকেটের পতন, ফিরলেন হার্দিক পান্ডিয়া

    গাস আটকিনসনের বলে জেমি ওভারটনের হাতে ধরা পড়লেন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে ২টি চারের সাহায্যে করেছেন ১০ রান। জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন কেএল রাহুল। তিনি ১৪ বলে ১টি চার-সহ করেছেন ১০ রান। শ্রেয়স আইয়ারকে রান আউট করলেন জস বাটলার। শ্রেয়স ৪৭ বলে ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে করেছেন ৪৪ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা লিয়াম লিভিংস্টোনের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন। ৯০ বলে ১২টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ১১৯ রান করেছেন রোহিত। তাঁর আগে আউট হন বিরাট কোহলি। ৮ বল খেলে একটি চার মেরে ব্যক্তিগত ৫ রানের মাথায় তিনি আউট হন। আদিল রশিদের বলে বিরাট ধরা পড়েন ফিল সল্টের হাতে। বিরাটের আগে ওপেনার শুভমান গিল ৫২ বলে ৯টি চার এবং ১টি ছয়-সহ ৬০ রান করে জেমি ওভারটনের বলে বোল্ড হন।



  • Feb 09, 2025 21:33 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ৫ম উইকেটের পতন, ফিরলেন কেএল রাহুল

    জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন কেএল রাহুল। তিনি ১৪ বলে ১টি চার-সহ করেছেন ১০ রান। শ্রেয়স আইয়ারকে রান আউট করলেন জস বাটলার। শ্রেয়স ৪৭ বলে ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে করেছেন ৪৪ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা লিয়াম লিভিংস্টোনের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন। ৯০ বলে ১২টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ১১৯ রান করেছেন রোহিত। তাঁর আগে আউট হন বিরাট কোহলি। ৮ বল খেলে একটি চার মেরে ব্যক্তিগত ৫ রানের মাথায় তিনি আউট হন। আদিল রশিদের বলে বিরাট ধরা পড়েন ফিল সল্টের হাতে। বিরাটের আগে ওপেনার শুভমান গিল ৫২ বলে ৯টি চার এবং ১টি ছয়-সহ ৬০ রান করে জেমি ওভারটনের বলে বোল্ড হন।



  • Feb 09, 2025 21:10 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ৪র্থ উইকেটের পতন, আউট শ্রেয়স আইয়ার

    শ্রেয়স আইয়ারকে রান আউট করলেন জস বাটলার। শ্রেয়স ৪৭ বলে ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে করেছেন ৪৪ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা লিয়াম লিভিংস্টোনের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন। ৯০ বলে ১২টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ১১৯ রান করেছেন রোহিত। তাঁর আগে আউট হন বিরাট কোহলি। ৮ বল খেলে একটি চার মেরে ব্যক্তিগত ৫ রানের মাথায় তিনি আউট হন। আদিল রশিদের বলে বিরাট ধরা পড়েন ফিল সল্টের হাতে। বিরাটের আগে ওপেনার শুভমান গিল ৫২ বলে ৯টি চার এবং ১টি ছয়-সহ ৬০ রান করে জেমি ওভারটনের বলে বোল্ড হন।



  • Feb 09, 2025 20:42 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ৩য় উইকেটের পতন, আউট রোহিত শর্মা

    ভারত অধিনায়ক রোহিত শর্মা লিয়াম লিভিংস্টোনের বলে আদিল রশিদের হাতে ধরা পড়লেন। ৯০ বলে ১২টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ১১৯ রান করেছেন রোহিত। এর আগে আউট হন বিরাট কোহলি। ৮ বল খেলে একটি চার মেরে ব্যক্তিগত ৫ রানের মাথায় তিনি আউট হন। আদিল রশিদের বলে ধরা পড়েন ফিল সল্টের হাতে। তাঁর আগে ওপেনার শুভমান গিল ৫২ বলে ৯টি চার এবং ১টি ছয়-সহ ৬০ রান করে জেমি ওভারটনের বলে বোল্ড হন।



  • Feb 09, 2025 20:22 IST

    India vs England LIVE Cricket Score: ছয় হাঁকিয়ে সেঞ্চুরি রোহিতের, ৭৬ বলে ১০২

    ছয় হাঁকিয়ে রবিবার ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিতে পৌঁছলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ৭৯ বলে ১০টি চার এবং ৭টি ছয়ের সৌজন্যে তিনি সেঞ্চুরি করেন।



  • Feb 09, 2025 19:57 IST

    India vs England LIVE Cricket Score: পারলেন না কোহলি, ২য় ম্যাচেও ব্যর্থ কিংবদন্তি ব্যাটার

    অস্ট্রেলিয়া সফরে পার্থের টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকলেও বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ বজায় ছিল। সেই সন্দেহ যে অমূলক নয়, তা কোহলির পরবর্তী ম্যাচগুলোয় বারবার ব্যর্থতাতেই বোঝা গিয়েছে। চলতি ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে তিনি ছিলেন না। দ্বিতীয় ম্যাচে তিনি কেমন খেলেন, সেদিকে সকলের নজর ছিল। কিন্তু, দেখা গেল দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলেন কিংবদন্তি ব্যাটার। ৮ বল খেলে একটি চার মেরে ব্যক্তিগত ৫ রানের মাথায় তিনি আউট হলেন। আদিল রশিদের বলে ধরা পড়লেন ফিল সল্টের হাতে।



  • Feb 09, 2025 19:43 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ১ম উইকেটের পতন, ফিরলেন শুভমান গিল

    অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে অনবদ্য ইনিংস খেলে রবিবার আউট হলেন ভারতের অন্যতম ওপেনার শুভমান গিল। সিরিজের প্রথম ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু, তিনি তিনি ভালো খেলতে পারেননি। এই ম্যাচে যশস্বীর জায়গায় দলে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। আর, যশস্বীর জায়গায় ওপেন করেছেন গিল। এদিন গিল যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে রয়েছে ৫২ বলে ৯টি চার এবং ১টি ছয়-সহ ৬০ রান। জেমি ওভারটনের বলে তিনি বোল্ড হন।



  • Feb 09, 2025 19:13 IST

    India vs England LIVE Cricket Score: রোহিতের অনবদ্য অর্ধশতক, গোটা স্টেডিয়াম মাতল ভারত অধিনায়কের বন্দনায়

    বারাবতী স্টেডিয়ামের অন্ধকার দূর করে ফ্লাডলাইটগুলো ফের কার্যকর হওয়ার পর পুনরায় বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। ৩০ বলে অর্ধশতক পূর্ণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৩৪ বলে করেছেন ৫৪ রান। মেরেছেন ৪টি চার এবং ৪টি ছয়। তাঁর ওপেনিং পার্টনার শুভমান গিলও দুর্দান্ত খেলছেন। ৩৪ বলে ৪টি চার এবং ১টি ছয়-সহ শুভমান আপাতত করেছেন ৩৪ রান। 



  • Feb 09, 2025 18:49 IST

    India vs England LIVE Cricket Score: মন্দ আলোতে বন্ধ খেলা, কটকে বিড়ম্বনায় ২য় একদিনের ম্যাচ

    মন্দ আলোর জন্য কটকের বারাবতী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ বন্ধ হল। স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট জ্বলছে। ফলে, খেলোয়াড়দের দেখতে সমস্যা হচ্ছে।  এই বিরতিতে সুবিধা পেল ইংল্যান্ড। কারণ, ভারত অত্যন্ত দ্রুতগতিতে এগোচ্ছিল। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচে কার্যত নিজের ফর্ম খুঁজে পেয়েছেন। তিনি ১৮ বলে ১টি চার এবং ৩টি ছয়ের সৌজন্যে ২৯ রান করেছেন। আর, অন্য ওপেনার শুভমান গিল ১৯ বলে ৩টি চার-সহ করেছেন ১৭ রান। এরপরই আলো কম থাকায় আম্পায়ারদের সঙ্গে পরামর্শের পর খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান।



  • Feb 09, 2025 17:21 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ড ১০ উইকেটে ৪৯.৫ ওভারে ৩০৪

    কটকের বারাবতী স্টেডিয়ামে ২য় একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১০ উইকেটে ৪৯.৫ ওভারে তুলল ৩০৪ রান। পরপর রান আউট হন ইংল্যান্ডের শেষ তিন ব্যাটসম্যান। মার্ক উডকে রান আউট করেন কেএল রাহুল। উড কোনও রান করতে পারেননি। লিয়াম লিভিংস্টোনকে রান আউট করেন শ্রেয়স আইয়ার। লিভিংস্টোন ৩২ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৪১ রান করেছেন। হর্ষিত রানা আদিল রশিদকে রান আউট করলেন। ৫ বলে ৩টি চারের সাহায্যে রশিদ ১৪ রান করেছেন। তাঁর আগে মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন গাস আটকিনসন। তিনি ৭ বলে ৩ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন জেমি ওভারটন। তিনি ১০ বলে ৬ রান করেছেন। জাদেজার বলেই বিরাট কোহলির হাতে ধরা পড়েন জো রুট। তিনি ৭২ বলে ৬টি চার-সহ ৬৯ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি ৩৫ বলে ২টি চার-সহ ৩৪ রান করেছেন। হর্ষিত রানার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৫২ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩১ রান। এর আগে আউট হয়েছেন বেন ডাকেট। তিনি রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ডাকেট ৫৬ বলে ১০টি চার-সহ করেছেন ৬৫ রান। বরুণ চক্রবর্তীর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ২৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন। সাকিব মেহমুদ বিনা রানে অপরাজিত থেকে যান।



  • Feb 09, 2025 17:14 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৮ম উইকেটের পতন, রান আউট আদিল রশিদ

    হর্ষিত রানা আদিল রশিদকে রান আউট করলেন। ৫ বলে ৩টি চারের সাহায্যে রশিদ ১৪ রান করেছেন। তাঁর আগে মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন গাস আটকিনসন। তিনি ৭ বলে ৩ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন জেমি ওভারটন। তিনি ১০ বলে ৬ রান করেছেন। জাদেজার বলেই বিরাট কোহলির হাতে ধরা পড়েন জো রুট। তিনি ৭২ বলে ৬টি চার-সহ ৬৯ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি ৩৫ বলে ২টি চার-সহ ৩৪ রান করেছেন। হর্ষিত রানার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৫২ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩১ রান। এর আগে আউট হয়েছেন বেন ডাকেট। তিনি রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ডাকেট ৫৬ বলে ১০টি চার-সহ করেছেন ৬৫ রান। বরুণ চক্রবর্তীর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ২৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন।



  • Feb 09, 2025 17:00 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৭ম উইকেটের পতন, গাস আটকিনসনকে ফেরালেন মহম্মদ শামি

    মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়লেন গাস আটকিনসন। তিনি ৭ বলে ৩ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন জেমি ওভারটন। তিনি ১০ বলে ৬ রান করেছেন। জাদেজার বলেই বিরাট কোহলির হাতে ধরা পড়েন জো রুট। তিনি ৭২ বলে ৬টি চার-সহ ৬৯ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি ৩৫ বলে ২টি চার-সহ ৩৪ রান করেছেন। হর্ষিত রানার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৫২ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩১ রান। এর আগে আউট হয়েছেন বেন ডাকেট। তিনি রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ডাকেট ৫৬ বলে ১০টি চার-সহ করেছেন ৬৫ রান। বরুণ চক্রবর্তীর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ২৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন।



  • Feb 09, 2025 16:54 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৬ষ্ঠ উইকেটের পতন, জেমি ওভারটনকে ফেরালেন জাদেজা

    রবীন্দ্র জাদেজার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েছেন জেমি ওভারটন। তিনি ১০ বলে ৬ রান করেছেন। জাদেজার বলেই বিরাট কোহলির হাতে ধরা পড়েন জো রুট। তিনি ৭২ বলে ৬টি চার-সহ ৬৯ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি ৩৫ বলে ২টি চার-সহ ৩৪ রান করেছেন। হর্ষিত রানার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৫২ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩১ রান। এর আগে আউট হয়েছেন বেন ডাকেট। তিনি রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ডাকেট ৫৬ বলে ১০টি চার-সহ করেছেন ৬৫ রান। বরুণ চক্রবর্তীর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ২৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন।



  • Feb 09, 2025 16:40 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৫ম উইকেটের পতন, জো রুটকে ফেরালেন জাদেজা

    রবীন্দ্র জাদেজার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েছেন জো রুট। তিনি ৭২ বলে ৬টি চার-সহ ৬৯ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি ৩৫ বলে ২টি চার-সহ ৩৪ রান করেছেন। হর্ষিত রানার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৫২ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩১ রান। এর আগে আউট হয়েছেন বেন ডাকেট। তিনি রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ডাকেট ৫৬ বলে ১০টি চার-সহ করেছেন ৬৫ রান। বরুণ চক্রবর্তীর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ২৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন।



  • Feb 09, 2025 16:27 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৪র্থ উইকেটের পতন, বাটলারকে ফেরালেন পান্ডিয়া

    হার্দিক পান্ডিয়ার বলে শুভমান গিলের হাতে ধরা পড়লেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি ৩৫ বলে ২টি চার-সহ ৩৪ রান করেছেন। হর্ষিত রানার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৫২ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩১ রান। এর আগে আউট হয়েছেন বেন ডাকেট। তিনি রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ডাকেট ৫৬ বলে ১০টি চার-সহ করেছেন ৬৫ রান। বরুণ চক্রবর্তীর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ২৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন।



  • Feb 09, 2025 15:44 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৩য় উইকেটের পতন, ব্রুককে ফেরালেন রানা

    হর্ষিত রানার বলে শুভমান গিলের হাতে ধরা পড়লেন হ্যারি ব্রুক। তিনি ৫২ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৩১ রান। এর আগে আউট হয়েছেন বেন ডাকেট। তিনি রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ডাকেট ৫৬ বলে ১০টি চার-সহ করেছেন ৬৫ রান। বরুণ চক্রবর্তীর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ২৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন।



  • Feb 09, 2025 15:18 IST

    India vs England LIVE Cricket Score: ম্যাচের রাশ হাতে নেওয়ার চেষ্টা রুট, ব্রুকের

    সল্ট আর ডাকেটের অবর্তমানে ইংল্যান্ডের রান ওঠার গতি কমেছে। বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজাকে খেলতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইংল্যান্ডের ব্যাটাররা। তার মধ্যে জো রুট ও হ্যারি ব্রুক ম্যাচের রাশ হাতে তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। বরুণ চক্রবর্তী এখনও পর্যন্ত ৬ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। আর রবীন্দ্র জাদেজা ৫ ওভারে ১টি মেডেন ও ১ উইকেট নিয়ে, দিয়েছেন ১৫ রান। জো রুট ২৮ বলে ১টি চার- সহ আপাতত করেছেন ১৯ রান। আর, হ্যারি ব্রুক ৩৭ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ১৮ রান।



  • Feb 09, 2025 14:52 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ২য় উইকেটের পতন, ফিরলেন ডাকেট

    ইংল্যান্ডের ২য় উইকেটের পতন হল। আউট হলেন বেন ডাকেট। তিনি রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ডাকেট ৫৬ বলে ১০টি চার-সহ করেছেন ৬৫ রান। 



  • Feb 09, 2025 14:48 IST

    India vs England LIVE Cricket Score: পানীয় বিরতি পর্যন্ত ইংল্যান্ড ১৫ ওভারে ১ উইকেটে ৯৮

    পানীয় বিরতি পর্যন্ত ইংল্যান্ডের রান ১৫ ওভারে ১ উইকেটে ৯৮ ছিল। ২৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করে আউট হয়েছেন ওপেনার ফিল সল্ট। কিন্ত, বেন ডাকেট ৫৩ বলে ১০টি চার-সহ করেছেন ৬৫ রান। জো রুট ১১ বলে করেছেন ৬ রান।



  • Feb 09, 2025 14:27 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ১ম উইকেটের পতন, বরুণ ফেরালেন সল্টকে

    বরুণ চক্রবর্তীর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়লেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ২৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন।



  • Feb 09, 2025 14:21 IST

    India vs England LIVE Cricket Score: ক্যাচ ফেললেন অক্ষর

    ফিল সল্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন। যা অক্ষর প্যাটেল ফেলে দেন। হার্দিক পান্ডিয়ার একটি শর্ট বলে সল্ট আপার-কাট খেলেছিলেন। টাইমিং ঠিকমতো হয়নি। অক্ষর প্যাটেলের কাছে ক্যাচ যায়। কিন্তু, তিনি সেই সহজ ক্যাচ ফেলে দেন। ভারত এখনও পর্যন্ত এই ম্যাচে ভালো বোলিং করতে পারেনি। খুব বেশি শর্ট এবং ওয়াইড বল করেছেন টিম ইন্ডিয়ার বোলাররা। নাগপুরে তাঁরা যেমন বল করেছেন, এখানেও তেমনই করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এই পিচে নাগপুরের মত একইরকম বাউন্স নেই। বাধ্য হয়েই বরুণ চক্রবর্তীকে আক্রমণ এনেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।



  • Feb 09, 2025 13:34 IST

    India vs England LIVE Cricket Score: দীপ দাশগুপ্ত ও গ্রেইম সোয়ানের পিচ রিপোর্ট

    এই পিচে প্রচুর রান ওঠে। বাউন্ডারির দৈর্ঘ্য ৬৩ এবং ৬৪ মিটার। এই পিচে ফাটল আছে। শেষ ৩০ ওভারে বল কিছুটা ঘুরতে পারে। দ্বিতীয়ার্ধে কিছুটা শিশির পড়বে। তখন স্পিনারদের পক্ষে আরও সুবিধা হবে।



  • Feb 09, 2025 13:31 IST

    India vs England LIVE Cricket Score: টস জিতে জস বাটলার বললেন

    টস জিতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বললেন, 'আজ আমরা প্রথমে ব্যাট করতে যাচ্ছি। আমরা সঠিক রাস্তাতেই হাঁটছি। আরও বেশি সময় ধরে ভালো খেলব। আশা করি আজকের দিনটি ভালোই যাবে। পিচটা দেখতে একটু শুষ্ক, কালো মাটির পিচ। দলে তিনটি পরিবর্তন করা হয়েছে- মার্ক উড, গাস অ্যাটকিনসন এবং জেমি ওভারটন প্রথম একাদশে এসেছেন।



  • Feb 09, 2025 13:26 IST

    India vs England LIVE Cricket Score: টসের সময় রোহিত যা বললেন

    টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন, 'প্রথম ম্যাচে আমাদের পারফরম্যান্স বেশ ভালো হয়েছে। দুই উইকেট হারানোর পরও আমরা ঘুরে দাঁড়িয়েছি। শ্রেয়সের চেষ্টা আমাদের গর্বিত করেছে। শুভমান এবং অক্ষরও খুব চেষ্টা করেছে। ওঁদের অবদানও ভোলার নয়। এই পিচ কালো মাটির। বল ধীরে আসবে। এমনটাই মনে হয়। জয়সওয়ালের জায়গায় বিরাটকে নেওয়া হয়েছে। কুলদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় বরুণ খেলছেন।'



  • Feb 09, 2025 13:22 IST

    India vs England LIVE Cricket Score: দুই দলের একাদশ

    ভারতীয় একাদশ
    রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।
    ইংল্যান্ড একাদশ
    ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।



  • Feb 09, 2025 13:19 IST

    India vs England LIVE Cricket Score: কটকের বারাবতী স্টেডিয়ামে স্বাগত

    কটকের বারাবতী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচে স্বাগত। প্রথম ম্যাচে নাগপুরে জয় পেয়ে ভারত চলতি তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। 



ODI Cricket News Indian Cricket Team England Cricket Team NEWS