IND vs ENG 2nd ODI: ফর্মে ফিরলেন অধিনায়ক রোহিত, কটকে ২-০ এ সিরিজ জয়ী ভারত

IND vs ENG Cricket Match: টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। রোহিত শর্মা ৯০ বলে ১২টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে করেছেন ১১৯ রান।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma-2nd ODI: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি করার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma-2nd ODI: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি করার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা।(ছবি- বিসিসিআই)

IND vs ENG 2nd ODI Match Report: এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। শুরুটা দুর্দান্ত করে ইংল্যান্ড। ভারতীয় পেসারদের পিটিয়ে ছত্রখান করে দেন ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট। শেষ পর্যন্ত সল্ট, বরুণ চক্রবর্তীর বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন। তিনি ২৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেন। বেন ডাকেট, রবীন্দ্র জাদেজার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন। ডাকেট ৫৬ বলে ১০টি চার-সহ করেছেন ৬৫ রান। হর্ষিত রানার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৫২ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ করেন ৩১ রান। হার্দিক পান্ডিয়ার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি ৩৫ বলে ২টি চার-সহ ৩৪ রান করেছেন।

Advertisment

জাদেজার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন জো রুট। তিনি ৭২ বলে ৬টি চার-সহ ৬৯ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে শুভমান গিলের হাতে ধরা পড়েন জেমি ওভারটন। তিনি ১০ বলে ৬ রান করেছেন। মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন গাস আটকিনসন। তিনি ৭ বলে ৩ রান করেন। হর্ষিত রানা আদিল রশিদকে রান আউট করেন। ৫ বলে ৩টি চারের সাহায্যে রশিদ ১৪ রান করেছেন। লিয়াম লিভিংস্টোনকে রান আউট করেন শ্রেয়স আইয়ার। লিভিংস্টোন ৩২ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৪১ রান করেছেন। মার্ক উডকে রান আউট করেন কেএল রাহুল। উড কোনও রান করতে পারেননি। সব মিলিয়ে ইংল্যান্ড ১০ উইকেটে ৪৯.৫ ওভারে তোলে ৩০৪ রান।

ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারতও। অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল চালিয়ে খেলতে শুরু করেন। শুভমান ৫২ বলে ৯টি চার এবং ১টি ছয়-সহ ৬০ রান করে জেমি ওভারটনের বলে বোল্ড হন। বিরাট কোহলি ৮ বল খেলে একটি চার মেরে ব্যক্তিগত ৫ রানের মাথায় আউট হন। আদিল রশিদের বলে বিরাট ধরা পড়েন ফিল সল্টের হাতে। ভারত অধিনায়ক রোহিত শর্মা লিয়াম লিভিংস্টোনের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন। ৯০ বলে ১২টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ১১৯ রান করেছেন রোহিত।

আরও পড়ুন- কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ী ভারত, জিতল সিরিজও

Advertisment

শ্রেয়স আইয়ারকে রান আউট করেন জস বাটলার। শ্রেয়স ৪৭ বলে ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে করেছেন ৪৪ রান। জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন কেএল রাহুল। তিনি ১৪ বলে ১টি চার-সহ করেন ১০ রান। গাস আটকিনসনের বলে জেমি ওভারটনের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে ২টি চারের সাহায্যে করেন ১০ রান। অক্ষর প্যাটেল ৪৩ বলে ৪টি চার-সহ ৪১ রান করে এবং রবীন্দ্র জাদেজা ৭ বলে ২টি চার-সহ ১১ রানে অপরাজিত থাকেন। ভারত ৪৪.৩ ওভারে ৬ উইকেটে তোলে ৩০৮ রান     

cricket ODI Cricket News Indian Cricket Team England Cricket Team Team-India Team India