New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/08/DFSsrwBrlJFPbvnAqDCg.jpg)
India vs England: ভারত বনাম ইংল্যান্ড। (ছবি- ফেসবুক)
India vs England: ভারত বনাম ইংল্যান্ড। (ছবি- ফেসবুক)
IND vs ENG 2nd ODI Schedule, Live Streaming, Date, Head to Head, Playing XI Prediction, Pitch Report, Weather: তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নাগপুরে প্রথম ম্যাচে ইনিংসের শুরুতে ব্যাটিং এবং বোলিংয়ে তেমন কিছু করতে পারেনি টিম ইন্ডিয়া। তবে বল হাতে ইংল্যান্ডকে শেষ পর্যন্ত বড় স্কোর তৈরি করতে দেননি ভারতীয় দলের বোলাররা। শুধু তাই নয়, ব্যাটারদের ক্যারিশমায় ১১ ওভারেরও বেশি বাকি থাকতেই টিম ইন্ডিয়া ম্যাচ জিতে নিয়েছে নাগপুরে। কিন্তু, সেটা না হয় একটা ম্যাচে হয়েছে। কটকের বারাবতী স্টেডিয়ামেও কি তেমনটাই হবে? সেটাই এখন টিম ইন্ডিয়ার অনুরাগীদের সবচেয়ে বড় প্রশ্ন। বর্তমান সফরে ইংল্যান্ডকে সেই টি২০ সিরিজ থেকেই স্পিনারদের কঠিন আক্রমণের মুখে পড়তে হচ্ছে। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে রান করার কোনও রাস্তাই ইংল্যান্ডের ব্যাটাররা খুঁজে পাচ্ছেন না।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, মহম্মদ শামি।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
যে খেলোয়াড়দের দিকে নজর থাকবে: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা ফের ব্যর্থ হয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি যেভাবে আউট হয়েছেন, তা উদ্বেগজনক। যা দেখে স্পষ্ট বোঝা গেছে যে টিম ইন্ডিয়ার অধিনায়ক অফ ফর্মে আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অধিনায়কের এই পারফরম্যান্স থাকলে দলকে বিপদে পড়তে হতে পারে। রোহিতকে এখন আত্মবিশ্বাস ফেরাতে তাই রান করতে হবে। তিনি সেটা করতে পারেন কি না, সেদিকে নজর থাকবে বিশেষজ্ঞদের। ইংল্যান্ডের ক্ষেত্রে সবার নজর থাকবে জো রুটের ওপর। নাগপুরে ক্রিজে অল্প সময়ের জন্য ব্যাট করেছেন রুট। তবে, তাঁকে বেশ সাবলীল দেখাচ্ছিল। যদিও তিনি আউট হয়ে গিয়েছেন। কিন্তু, কটকে তাঁর বড় রান করার সম্ভাবনা থাকছেই।
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা।
ইংল্যান্ড স্কোয়াড: হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট, জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, জস বাটলার, জেমি স্মিথ, ফিলিপ সল্ট, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।
দু'দল মুখোমুখি হয়েছে ১০৮ ম্যাচে, ভারত জিতেছে ৫৯ ম্যাচে, ইংল্যান্ড জিতেছে ৪৪ ম্যাচে।
পিচ রিপোর্ট: নাগপুরের মত কটকের পিচও স্পিনারদের সাহায্য করবে। কটকে আবার বাউন্সও কম। তাই ইংল্যান্ডের ব্যাটিং করাটা সহজ হবে না। রবীন্দ্র জাদেজার মত বোলাররা এই পিচে ইংরেজ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন।
আবহাওয়া রিপোর্ট: ভারত-ইংল্যান্ড ম্যাচে রবিবার দিনের তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড। সন্ধ্যায় তা ১৯ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসবে। অতীতে কটকের খেলাগুলোর সময় মাঠে প্রচুর শিশির পড়েছে। তাই টসজয়ী দল প্রথমে বোলিং করার চেষ্টা করবে। প্রথম ইনিংসে পিচ থাকবে ধীরগতির। শিশির পড়ার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় ইনিংসে পিচ গতিশীল হবে। ফলে, পরের দিকে ব্যাটিং করলে বেশি রান ওঠার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- গতি মন্থরতায় ভুগবে দ্বিতীয় ওয়ানডে, টসে জিতলেই বড় সিদ্ধান্ত নেবে টিম ইন্ডিয়া
ভারত-ইংল্যান্ড ম্যাচে লাইভ স্ট্রিমিং: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে। ম্যাচটি ডিজনি+ হটস্টারেও সম্প্রচারিত হবে সরাসরি।