IND vs ENG 2nd Test Highlights: শুভমানের সেঞ্চুরিতে ভাঙল একাধিক রেকর্ড, বন্ধ হল নিন্দুকদের মুখ

Shubman Gill Test century Edgbaston: এজবাস্টন টেস্টে দুর্দান্ত শতরান করলেন শুভমান গিল। প্রথম দিনের শেষে তিনি ১১৪ রানে অপরাজিত রইলেন। সেইসঙ্গে ভারতকে বসালেন চালকের আসনে।

Shubman Gill Test century Edgbaston: এজবাস্টন টেস্টে দুর্দান্ত শতরান করলেন শুভমান গিল। প্রথম দিনের শেষে তিনি ১১৪ রানে অপরাজিত রইলেন। সেইসঙ্গে ভারতকে বসালেন চালকের আসনে।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gill Century (1)

এজবাস্টনে শতরান করলেন শুভমান গিল

Shubman Gill Test Century: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক হওয়ার পরই শুভমান গিলের ভোল একেবারে বদলে গিয়েছে। ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি টানা দ্বিতীয় ম্য়াচে (IND vs ENG 2nd Test Match) শতরান হাঁকালেন। চার নম্বরে ব্যাট করতে নেমে শুভমান গিল শুরুর দিকে যথেষ্টই চাপে ছিলেন। কিন্তু, এজবাস্টনে প্রথম দিনের শেষে তিনি দুর্দান্ত শতরান হাঁকালেন। আর সেইসঙ্গে টেস্ট কেরিয়ারে তিনি সপ্তম শতরান করলেন। এই শতরানের পাশাপাশি কিংবদন্তীদের তালিকায় তিনি নিজের নামটাও লিখিয়ে ফেললেন। ভারতীয় ক্রিকেট দলের চতুর্থ অধিনায়ক হিসেবে প্রথম দুটো টেস্ট ম্য়াচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। বুধবার (২ জুলাই) পরপর দুটো শতরান হাঁকিয়ে শুভমান নিজের শতরান পূরণ করলেন।

Advertisment

টানা দ্বিতীয় শতরান করলেন শুভমান

করুণ নায়ার আউট হওয়ার পর শুভমান গিল ব্যাট করতে নেমেছিলেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধে তিনি প্রথমে টিম ইন্ডিয়ার জন্য ভিতটা শক্ত করেন। গিল এবং যশস্বীর মধ্যে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। যশস্বী প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর অধিনায়ক নিজের কাঁধেই দায়িত্ব তুলে নেন। আর সেইসঙ্গে ব্রিটিশ বোলারদের 'ক্লাস' নিলেন তিনি। মাঠের চারদিকেই শুভমানের ব্যাট থেকে বাউন্ডারি বেরিয়ে আসে। একের পর এক নজরকাড়া শট হাঁকান তিনি। মাত্র ৩ রানের মধ্যে ঋষভ পন্থ এবং নীতিশ কুমার রেড্ডির উইকেট পড়ে যাওয়ার পর রবীন্দ্র জাদেজার সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। ১৯৯ বলে শেষপর্যন্ত শুভমান নিজের শতরান পূরণ করলেন। ইংল্যান্ডের মাটিতে এই নিয়ে তিনি চতুর্থ শতরান হাঁকালেন।

Shubman Gill Century IND vs ENG 2nd Test: লিডসের পর এজবাস্টন, শুভমানের শতরানে স্বস্তিতে ভারত

Advertisment

তৃতীয় অধিনায়ক হিসেবে গড়লেন রেকর্ড

ভারতীয় ক্রিকেট দলের তৃতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা দুটো ম্য়াচে জোড়া শতরান হাঁকালেন শুভমান গিল। ইতিপূর্বে বিজয় হাজারে এবং মহম্মদ আজহারউদ্দিন এই রেকর্ড কায়েম করেছিলেন। সেইসঙ্গে শুভমান ভারতীয় চতুর্থ ব্যাটার হিসেবে নাম লেখালেন যিনি অধিনায়ক হিসেবে প্রথম দুটো টেস্ট ম্য়াচেই জোড়া শতরান হাঁকালেন। গত তিন ইনিংসে তিনি দুটো শতরান করে ফেলেছেন। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে লাগাতার তিন ম্য়াচে শতরান হাঁকানোর তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন শুভমান গিল। ইতিপূর্বে, হেডিংলে টেস্টে তিনি ১৪৭ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন।

Indian Cricket Team Shubman Gill IND vs ENG 2nd Test Match