/indian-express-bangla/media/media_files/2025/07/02/shubman-gill-century-2025-07-02-22-57-19.jpg)
শতরান করার পর শুভমান গিলের উল্লাস
Shubman Gill Century: ভারতীয় ক্রিকেট দলের (India vs England) নেতৃত্ব শুভমান গিলের কাঁধে তুলে দিয়ে নির্বাচকরা যে কোনও ভুল করেননি, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার। হেডিংলের পর এজবাস্টনেও তিনি দুর্দান্ত শতরান করলেন। এই সেঞ্চুরি যে ভারতীয় ক্রিকেট দলকে যে অনেকটা স্বস্তিতে রাখল, তা বলার অপেক্ষা রাখে না। গত তিনটে ইনিংসে শুভমানের ব্যাট থেকে জোড়া শতরান বেরিয়ে এসেছে। রোহিতের উত্তরসূরী হিসেবে শুভমান যে ইতিমধ্যেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। প্রথম দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ৩১০ রান করেছেন। ১১৪ রানে অপরাজিত থাকলেন শুভমান।
কথা দিয়ে কথা রাখলেন শুভমান
ইংল্যান্ডে আসার আগে শুভমান নিজেই জানিয়েছিলেন যে তিনি চার নম্বরে ব্যাট করতে চান। বিরাট কোহলির জায়গায় ব্যাট করতে নামবেন বলে ঘোষণার পর, শুভমানের দিকে অনেকেই বাঁকা চোখে তাকিয়েছিলেন। তবে টিম ইন্ডিয়ার এই তরুণ অধিনায়কের বক্তব্য একেবারে স্পষ্ট ছিল। পাঁচ ম্য়াচের এই সিরিজে তিনি সর্বাধিক রান করতে চান। শুভমান এই মন্তব্যের পর অনেকের মুখেই তির্যক হাসি দেখতে পাওয়া গিয়েছিল। তাঁরা যে আপাতত নিজেদের মুখ লুকোবেন, তা বলা যেতেই পারে।
IND vs ENG 2nd Test Updates: ভারত-ইংল্যান্ড ম্যাচে 'ধুন্ধুমার', আর একটু হলেই...
শুভমান গিল যখন ব্যাট করতে নেমেছিলেন, সেই সময় টিম ইন্ডিয়ার পরিস্থিতি খুব একটা সহজ ছিল না। ৯৫ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। এরপর যশস্বী জয়সওয়ালের সঙ্গে তিনি ৬৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ৮৭ রান করে যশস্বী প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, শুভমান নিজের লক্ষ্যে একেবারে অবিচল ছিলেন। সহ অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে তিনি ৪৭ রানের একটা ছোট পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। তবে দিনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে রবীন্দ্র জাদেজার সঙ্গে। ৯৯ রানে অপরাজিত থাকে ষষ্ঠ উইকেটের যুগলবন্দি। জাদেজা ৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিরাট কোহলি একটি রেকর্ড এই শতরান করার পাশাপাশি স্পর্শ করলেন শুভমান গিল। ভারতীয় টেস্ট ক্রিকেট অধিনায়কদের মধ্যে শুভমান গিল ছাড়া একমাত্র বিরাট কোহলিই (২০১৮) এজবাস্টনে শতরান করেন। উল্লেখ্য, মাত্র ২৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে শুভমান গিল ১৬ শতরান করে ফেলেছেন। তবে তাঁর সামনে এখনও অনেকটা রাস্তা বাকি। আগামীর দীর্ঘ যাত্রাপথে শুভমান ভারতীয় ক্রিকেট ইতিহাসকে কতটা মণি-মানিক্যয় সাজাতে পারেন, সেটাই আপাতত দেখার।