Advertisment

IND vs ENG 2nd Test Playing 11: বাদ পড়ছেন সিরাজ, অভিষেকের মুখে সুপারস্টার! দ্বিতীয় টেস্টে ভারতের এগারো চমকে দেওয়ার মত

India vs England 2nd Test Playing XI: হায়দরাবাদ টেস্ট ম্যাচে মহম্মদ সিরাজের খুব বেশি ভূমিকা ছিল না। তাই দ্বিতীয় টেস্ট ম্যাচে আমরা তাঁর জায়গায় কুলদীপ যাদবকে দলে আসতে দেখা যেতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG Playing 11, India vs England  Playing XI, India vs England

World Cup India vs England 2nd Test Playing 11: দ্বিতীয় টেস্ট জয়ের জন্য মরিয়া টিম ইন্ডিয়া।(ছবি-টুইটার)

India vs England 2nd Test Playing 11 Prediction: প্রথম টেস্ট হারার পর ভারত শুক্রবার থেকে বিশাখাপত্তনমের ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা আনতে চাইছে। এর আগে হায়দরাবাদের প্রথম টেস্ট ম্যাচে ভারত প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েছিল। কিন্তু, অলি পোপের দুর্দান্ত ১৯৬ রানের সৌজন্যে টিম ইন্ডিয়াকে শেষ পর্যন্ত পরাজয় বরণ করে নিতে হয়।

Advertisment

ভারত শুধু প্রথম টেস্ট ম্যাচ হেরেছে তাই নয়। গোদের ওপর বিষফোঁড়ার মত, ভারতের দুই প্রধান খেলোয়াড় রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুল চোট পেয়েছেন। ফলে, তাঁদের দ্বিতীয় টেস্ট থেকে বাদ দিতে হয়েছে। ইংল্যান্ডের আবার প্রথম টেস্ট ম্যাচে চোট নিয়ে খেলা জ্যাক লিচও বাদ পড়েছেন। তাই তাদেরকেও ফের জয় পাওয়ার জন্য কম্বিনেশন নিয়ে অঙ্ক কষতে হচ্ছে। উভয় পক্ষের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক।

পতিদার আত্মপ্রকাশ করতে প্রস্তুত

মধ্যপ্রদেশের মিডল অর্ডার ব্যাটার কেএল রাহুলের জায়গায় খেলতে চলেছেন রজত পতিদার। তাঁকে বাছা হয়েছে, কারণ রজত পতিদার প্রতিভাধর। সময় নিয়ে লম্বা ইনিংসও খেলতে পারেন। পতিদারকে খেলার আগে অনুশীলন সেশনে অক্ষর প্যাটেল এবং রবি অশ্বিনের মতো সুইপ করতেও দেখা গেছে। ২৯ বছর বয়সি পতিদারের প্রথম-শ্রেণির ক্রিকেটে ১২টি সেঞ্চুরি এবং ২২টি হাফ সেঞ্চুরি আছে। গড় ৪৫.৯৭। রান করেছেন ৪,০০০-এর ওপর।

রবীন্দ্র জাদেজার পরিবর্তে ওয়াশিংটন সুন্দর

জাদেজার শূন্যস্থান পূরণ করা ভারতীয় দলের পক্ষে কঠিন হবে। তবে টিম ইন্ডিয়ার কাছে সুন্দরের বিকল্প আছে। এমন বিকল্প যিনি ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই দক্ষ। তিনি হলেন ওয়াশিংটন সুন্দর। শার্দুল ঠাকুরের সঙ্গে একটি মূল্যবান অংশীদারিত্বের মাধ্যমে গাব্বাতে তাঁর ৬২ রানের ইনিংস ইঙ্গিত দেয় যে তাঁর টেকনিকই শুধু ভালো নয়। ব্যাটার হিসেবে মেজাজটাও রীতিমতো রাজকীয়। ২০২১ সালে শেষ ভারত বনাম ইংল্যান্ড সিরিজে চেন্নাইয়ের প্রথম টেস্টেও সুন্দর ৮৫ রান করেছিলেন।

সিরাজ ও কুলদীপের মধ্যে একজন

হায়দরাবাদ টেস্ট ম্যাচে মহম্মদ সিরাজের খুব বেশি ভূমিকা ছিল না। তাই দ্বিতীয় টেস্ট ম্যাচে আমরা তাঁর জায়গায় কুলদীপ যাদবকে দলে আসতে দেখা যেতে পারে। বোলিং অস্ত্রাগারে কুলদীপের বাঁহাতি-কব্জির স্পিন টিম ইন্ডিয়ার স্পিরিটে অতিরিক্ত মাত্রা যোগ করতে পারে। ২৯ বছর বয়সি এই তারকা স্পিনারকে খেলতে রীতিমতো বেগ পেতে হতে পারে ইংল্যান্ডের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। বিশেষ করে সুইপিং এবং রিভার্স সুইপিং-এর ক্ষেত্রে কুলদীপের স্পিন রীতিমতো রাতের ঘুম কাড়তে পারে ইংল্যান্ডের।

আরও পড়ুন- রোহিতের জায়গায় বিরাট থাকলে, ভারত হারত না, টিম ইন্ডিয়ায় আগুন লাগানোর চেষ্টা ভনের

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রজত পতিদার, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, কেএস ভারত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:

জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।

England Cricket Team Indian Cricket Team Test cricket
Advertisment