Advertisment

India vs England: ফের একবার বাদ সরফরাজ-সিরাজ, দ্বিতীয় টেস্টে তিন চমক দিয়ে এগারো সাজাল ভারত

Team India playing XI against England in visakhapatnam: প্ৰথম টেস্টে মাত্র ২৮ রানে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তারপর জোড়া ধাক্কায় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলের মত নির্ভরযোগ্য দুই স্তম্ভ।

author-image
IE Bangla Sports Desk
New Update
india vs england, team india, england tour to india, ind vs eng

Indian Cricket Team: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারত (টুইটার)

IND vs ENG, Toss and Playing 11 updates: একসঙ্গে তিন বদল ভারতের একাদশে। হায়দরাবাদ টেস্টে ভারতের হারের পর একাধিক বদল হয়েছিল টিম ইন্ডিয়া এগারোর। অবশেষে বিশাখাপত্তনমে ইংরেজ বধের জন্য তিন বদল ঘটিয়ে নামল রোহিত শর্মা এন্ড কোং।

Advertisment

প্ৰথম টেস্টে মাত্র ২৮ রানে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তারপর জোড়া ধাক্কায় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলের মত দলের দুই নির্ভরযোগ্য দুই স্তম্ভ। বদলে সৌরভ কুমার, সরফরাজ খান, রজত পাতিদর এবং ওয়াশিংটন সুন্দরের অন্তর্ভুক্তি ঘটেছিল।

রজত পাতিদার নাকি সরফরাজ খান- কার ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট, তা নিয়ে জল্পনা ছিল দ্বিতীয় টেস্টের আগে। অবশেষে সরফরাজ নয়, রজত পাতিদারকেই প্ৰথম একাদশে জায়গা দিল টিম ইন্ডিয়া। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা।

আরও পড়ুন- রোহিতের জায়গায় বিরাট থাকলে, ভারত হারত না, টিম ইন্ডিয়ায় আগুন লাগানোর চেষ্টা ভনের

সরফরাজ যেমন ব্রাত্য থাকলেন প্ৰথম এগারোয়, তেমন বাইরে রাখা হল মহম্মদ সিরাজকে। প্ৰথম টেস্টে ব্যাট হাতে সেভাবে নজর কারতে পারেননি। তাই তাঁকে বসিয়ে নেওয়া হল মুকেশ কুমারকে। কুলদীপ যাদব জায়গা পেয়েছেন চোট পেয়ে বাইরে চলে যাওয়া রবীন্দ্র জাদেজার জায়গায়।

টসের সময় রোহিত শর্মা যা জানালেন: ম্যাচের শুরুর দিকে ব্যাট করার জন্য আদর্শ উইকেট মনে হচ্ছে। বোলিং করার আগে স্কোরবোর্ডে ভালো রান খাড়া করতে চাই আমরা। টেস্ট হারাটা খেলার অঙ্গ। দল ভালোভাবে কামব্যাক করবে, এই বিষয়ে আশাবাদী। রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল নেই। মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হল। মুকেশ কুমার, কুলদীপ যাদব ফিরছে। এঁদের সঙ্গে টেস্টে অভিষেক ঘটাতে চলেছেন রজত পাতিদার।

ভারতের প্ৰথম একাদশ:

রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, রজত পাতিদার (কেএল রাহুলের বদলে, অভিষেক ঘটছে), শ্রেয়স আইয়ার, কেএস ভরত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মুকেশ কুমার (মহম্মদ সিরাজের জায়গায়), জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব (রবীন্দ্র জাদেজার জায়গায়)

ইংল্যান্ড প্ৰথম একাদশ:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলে, শোয়েব বশির (টেস্ট অভিষেক, জ্যাক লিচের বদলে প্রথম একাদশ), জেমস আন্ডারসন (মার্ক উডের জায়গায় প্ৰথম একাদশে)

Indian Team England Sarfaraz Khan England Cricket Team Indian Cricket Team
Advertisment