India vs England, 3rd ODI at Narendra Modi Stadium Ahmedabad: বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় জস বাটলারের ইংল্যান্ড। কটকে দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা দুর্দান্ত ১১৯ রান করে ফর্মে ফিরেছিলেন। কিন্তু, এই ম্যাচে তিনি আবার যে কার সেই। শুরুতেই মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
তবে রোহিত ব্যর্থ হলেও এই ম্যাচে রান পেয়েছেন বিরাট কোহলি। আদিল রশিদের বলে ফিল সল্টের হাতে তিনি ধরা পড়েন। তার আগে ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ করেন ৫২ রান। এদিন ১০২ বলে ১৪টি চার এবং ৩টি ছয়-সহ ১১২ রান করেন অন্যতম ওপেনার শুভমান গিল। তিনি আদিল রশিদের বলেই বোল্ড হন। শ্রেয়স আইয়ার ৬৪ বলে ৮টি চার এবং ২টি ছয়-সহ ৭৮ রান করেন।
আদিল রশিদের বলে বোল্ড হন হার্দিক পান্ডিয়া। তিনি ৯ বলে ২টি ছয়-সহ ১৭ রান করেছেন। জো রুটের বলে টম ব্যান্টনের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ১২ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন অক্ষর। সাকিব মেহমুদের বলে এলবিডব্লিউ হন কেএল রাহুল। তিনি ২৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪০ রান করেছেন। সাকিব মেহমুদের বলে এলবিডব্লিউ হন কেএল রাহুল। তিনি ২৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪০ রান করেছেন।
ওয়াশিংটন সুন্দর মার্ক উডের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়েন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৪ রান করেছেন। অর্শদীপ সিং ২ বলে ২ রান করার পর ফিল সল্ট তাঁকে রান আউট করেন। কুলদীপ যাদব ১ বলে ১ রান করে অপরাজিত থেকে যান। সব মিলিয়ে ভারত ১০ উইকেটে ৫০ ওভারে তোলে ৩৫৬ রান।
এই বিপুল রান তাড়া করতে নেমে অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট। অর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৪টি চার-সহ ২৩ রান করেছেন সল্ট। কুলদীপ যাদবের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন টম ব্যান্টন। ৪১ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ ব্যান্টন ৩৮ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়েছেন জো রুট। তিনি ২৯ বলে ২টি চার-সহ ২৪ রান করেছেন।
আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ ৩-০, ভারত ৩য় ম্যাচে ১৪২ রানে জয়ী
হর্ষিত রানার বলেই বোল্ড হন ইংল্যান্ডের অধিনায়ক জোশ বাটলার। তিনি ৯ বলে ৬ রান করেছেন। হর্ষিত রানার বলে বোল্ড হয়েছেন হ্যারি ব্রুক। তিনি ২৬ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। ওয়াশিংটন সুন্দরের বলে লিয়াম লিভিংস্টোনকে স্টাম্পড করলেন কেএল রাহুল। লিভিংস্টোন ২৩ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হন আদিল রশিদ। তিনি ৫ বল খেলে বিনা রানে আউট হয়েছেন। হার্দিক পান্ডিয়ার বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়লেন মার্ক উড। তিনি ৭ বলে ২টি চার-সহ ৯ রান করেছেন। অ্যাটকিনসনকে বোল্ড করেছেন অক্ষর প্যাটেল। গাস অ্যাটকিনসন ১৯ বলে ৬টি চার এবং ১টি ছয়-সহ ৩৮ রান করেছেন। সাকিব মেহমুদ ৪ বলে ২ রান করে অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত ইংল্যান্ড ১০ উইকেটে ৩৪.২ ওভারে তোলে ২১৪ রান। ফলে ভারত ১৪২ রানে জয়ী হয়েছে।
একনজরে দুই দলের একাদশ
ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।
ইংল্যান্ড একাদশ: ফিলিপ সল্ট (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), টম ব্যান্টন, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মেহমুদ।