Mohammed Siraj Fined for breaching ICC code of conduct: যেটার আশঙ্কা ছিল, সেটাই হল। আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগে শাস্তি পেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। লর্ডস টেস্টের চতুর্থ দিনে (IND vs ENG 3rd Test Match) ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেটকে (Ben Duckett) আউট করার পর হিংস্র উল্লাস করেছিলেন। তার পরই ডাকেটের কাঁধে ধাক্কা মারেন সিরাজ। সেই ধাক্কা ইচ্ছাকৃত ছিল না কি হেঁটে যাওয়ার সময় ধাক্কা লেগে যায় তা বোঝা যায়নি। কিন্তু আম্পায়ার সিরাজকে সতর্ক করেন। মনে করা হচ্ছিল, সিরাজ বিপাকে পড়তে পারেন। সেটাই হল শেষপর্যন্ত।
জানা গিয়েছে, আইসিসির আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য সিরাজের ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এর পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। সিরাজের এই আচরণে যারপরনাই ক্ষুব্ধ আইসিসি। ম্যাচ রেফারি এই ঘটনার রিপোর্ট দেন আইসিসি-কে। ঘটনার পরদিনই সিরাজের উপর শাস্তির খাঁড়া নেমে এল।
রবিবার (১৩ জুলাই) অর্থাৎ এই ম্য়াচের চতুর্থ দিন মহম্মদ সিরাজ ভারতকে প্রথম সাফল্য দেন। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করে ফেরান সাজঘরে। আগের দিন শুভমান গিল এবং জ্যাক ক্রলির উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে বেশ তেঁতে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তারই বহিঃপ্রকাশ হয় রবিবার। সিরাজ ডাকেটকে আউট করার পরই অতিরিক্ত আগ্রাসন দেখিয়ে ফেলেন। ছুটে চলে আসেন ডাকেটের মুখের কাছে। বন্য উল্লাস করতে থাকেন। সেই সময় ধাক্কা লেগে যায় ডাকেটের কাঁধে।
আরও পড়ুন বড়সড় শাস্তির মুখে পড়বেন মহম্মদ সিরাজ! কী বলছে ICC-র নিয়ম?
আইসিসির নিয়ম কী বলছে?
ক্রিকেট সংবিধানের ২.৫ অনুচ্ছেদ অনুসারে সিরাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আইসিসি। এই নিয়ম অনুযায়ী, যদি কোনও বোলার তাঁর আগ্রাসনের মাধ্যমে উল্টোদিকের ব্যাটারকে আক্রমণাত্মক করে তোলে, তাহলে সেই বোলারের বিরুদ্ধে জরিমানা কিংবা শাস্তি দেওয়া হবে। সিরাজের আচরণও অনেকটা এইরকমই ছিল। সেকারণেই তাঁকে শাস্তির কোপে পড়তে হল। এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর ১৫ শতাংশ ম্য়াচ ফি কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।