IND vs ENG 3rd Test: বড়সড় শাস্তির মুখে পড়বেন মহম্মদ সিরাজ! কী বলছে ICC-র নিয়ম?

Mohammed Siraj Aggression: চতুর্থ দিনের ষষ্ঠ ওভারে বেন ডাকেটকে আউট করে দেন মহম্মদ সিরাজ। আউট করার পরই ভারতীয় ক্রিকেট দলের এই আগুন পেসার বেন ডাকেটের কাছে আসেন। আচমকা সিরাজ আক্রমণাত্মক হয়ে ওঠেন। ডাকেটকে দেখে হিংস্র উল্লাস করতে থাকেন।

Mohammed Siraj Aggression: চতুর্থ দিনের ষষ্ঠ ওভারে বেন ডাকেটকে আউট করে দেন মহম্মদ সিরাজ। আউট করার পরই ভারতীয় ক্রিকেট দলের এই আগুন পেসার বেন ডাকেটের কাছে আসেন। আচমকা সিরাজ আক্রমণাত্মক হয়ে ওঠেন। ডাকেটকে দেখে হিংস্র উল্লাস করতে থাকেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Siraj (1)

ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ সিরাজ

IND vs ENG 3rd Test Match: ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের তৃতীয় ম্য়াচটি ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's Cricket Ground) আয়োজন করা হচ্ছে। রবিবার (১৩ জুলাই) অর্থাৎ এই ম্য়াচের চতুর্থ দিন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। ভারতীয় ক্রিকেট দলের কাছে এটা একটা অনেক বড় সাফল্য ছিল। তবে ডাকেটকে আউট করার পর সিরাজ অত্যন্ত আগ্রাসন দেখিয়ে ফেলেন। এর পাশাপাশি টিম ইন্ডিয়ার এই পেস ব্যাটারি ইংরেজ ব্যাটারের কাছে গিয়ে হিংস্র উল্লাসও করতে থাকেন। এই ঘটনার কারণে আইসিসি-র পক্ষ থেকে সিরাজকে শাস্তি দেওয়া হতে পারে। এমনকী, তাঁর উপর ধার্য্য করা হতে পারে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও। আসুন, জেনে নেওয়া যাক কী বলছে আইসিসি-র নিয়ম?

Advertisment

সিরাজের হিংস্র উল্লাস

চতুর্থ দিনের ষষ্ঠ ওভারে বেন ডাকেটকে আউট করে দেন মহম্মদ সিরাজ। আউট করার পরই ভারতীয় ক্রিকেট দলের এই আগুন পেসার বেন ডাকেটের কাছে আসেন। সেইসময় ডাকেট প্যাভিলিয়নের দিকেই ফিরে যাচ্ছিলেন। আচমকা সিরাজ আক্রমণাত্মক হয়ে ওঠেন। ডাকেটকে দেখে হিংস্র উল্লাস করতে থাকেন। এই ঘটনার কারণে আইসিসি সিরাজকে শাস্তি দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের আর্থিক জরিমানাও করতে পারে। 

Advertisment

IND vs ENG 3rd Test: 'ভয়ঙ্কর' সুন্দরে জারিজুরি শেষ ইংরেজ ব্যাটারদের, লর্ডস টেস্ট জিততে কত রান চাই ভারতের?

জেনে নিন আইসিসি-র নিয়ম

ক্রিকেট সংবিধানের ২.৫ অনুচ্ছেদ অনুসারে সিরাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে আইসিসি। এই অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে, যদি কোনও বোলার তাঁর আগ্রাসনের মাধ্যমে উল্টোদিকের ব্যাটারকে আক্রমণাত্মক করে তোলে, তাহলে সেই বোলারের বিরুদ্ধে জরিমানা কিংবা শাস্তির নিদান দেওয়া হবে। সিরাজের আচরণও অনেকটা এইরকমই ছিল। সেকারণে তাঁকে শাস্তির কোপে পড়তে হতে পারে। যদি সিরাজ এই ঘটনায় দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর ২০ শতাংশ ম্য়াচ ফি কেটে নেওয়া হবে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হতে পারে।

IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের সিলেবাসের বাইরে সুন্দর, বিষাক্ত স্পিনে দিশেহারা স্টোকসরা

লর্ডসে জিততে ১৩৫ রান দরকার ভারতের

চতুর্থ দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল লর্ডস টেস্টে কার্যত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এই ম্য়াচে ভারতকে জেতার জন্য ৯০ ওভারে ১৩৫ রান করতে হবে। যদিও হাতে রয়েছে আর ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ভারতীয় টপ অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং রক্তচাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে সমর্থকদের। ওপেনার যশস্বী জয়সওয়াল তো রানের খাতাই খুলতে পারলেন না। একাধিক সুযোগ পেয়েও তা হাতছাড়া করলেন করুণ নায়ার (১৪)। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে একেবারে অচেনা শুভমানকে (৬) দেখতে পাওয়া গেল। প্রত্যেকটা বল খেলার সময় আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব দেখা গেল গিলের মধ্যে। আকাশদীপকে (১) নাইট ওয়াচম্যান হিসেবে পাঠানো হয়েছিল বটে, কিন্তু তিনি সাধ্যমতো চেষ্টা করে চতুর্থ দিনের তিন বল বাকি থাকতেই আউট হয়ে গেলেন। আপাতত ৩৩ রানে ব্যাট করছেন কেএল রাহুল। আজ দিনের শুরুতে আশা করা যেতে পারে ঋষভ পন্থ তাঁর সঙ্গে জুটি বাঁধবেন।

Mohammed Siraj India vs England IND vs ENG 3rd Test Match