India vs England Test Series 2024: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্তমানে ১-১ ফলাফলে অমীমাংসিত। ১৫ ফেব্রুয়ারি রাজকোটে দ্বিতীয় টেস্টে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই ভারতের একাদশ নিয়ে এল বড়সড় আপডেট। চলতি সিরিজে ভারত শক্তি হারিয়ে খেলতে বাধ্য হচ্ছে একের পর এক তারকার চোট-আঘাত এবং ছুটিতে থাকায়। কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি। মহম্মদ শামি গোটা সিরিজেই নেই ইনজুরির কারণে। মহম্মদ সিরাজকেও দ্বিতীয় টেস্টে বিশ্রামে পাঠানো হয়েছিল।
বিরাট কোহলি আবার ব্যক্তিগত কারণে পুরো সিরিজ থেকেই ছুটি নিয়েছেন। এর মধ্যেই অফ-ফর্ম এবং ইনজুরির যাঁতাকলে শ্রেয়স আইয়ারকে বাকি তিন টেস্টে বাইরে পাঠানো হয়েছে। জসপ্রীত বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তৃতীয় টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। এমন আবহে দ্বিতীয় টেস্টেই অভিষেক ঘটেছিল রজত পাতিদারের। আর রাজকোটে অভিষেক ঘটতে পারে আরও এক তরুণ তুর্কির।
সবকিছু ঠিকঠাক থাকলে রাজকোট টেস্টে উইকেটের পিছনে দেখা যেতে পারে ধ্রুব জুরেলকে। আইপিএলের পরিচিত মুখ সম্ভবত সুযোগ পাবেন উইকেট-কিপার ব্যাটার হিসাবে। ঋষভ পন্থ দুর্ঘটনার পর থেকে এখনও মাঠে ফেরেননি। ঈশান কিষানকে শৃঙ্খলাজনিত কারণে নিতে নিমরাজি টিম ম্যানেজমেন্ট। জিতেশ শর্মা, সঞ্জু স্যামসনদের স্রেফ টি২০ স্পেশ্যালিস্ট হিসাবেই ভাবা হচ্ছে। ঋদ্ধিমান সাহা বহুদিন জাতীয় দলের বাইরে। ঘরের মাঠে ঘূর্ণি পিচে কেএল রাহুলকে উইকেটকিপার হিসাবে খেলিয়ে বেশি চাপে ফেলতে রাজি নয় টিম ইন্ডিয়া। এমন অবস্থায় কেএস ভরত টেস্টে একনম্বর চয়েস হয়ে উঠেছিলেন। তবে তিনি ব্যাট হাতে ঘরের মাঠেও আস্থা জোগাতে ব্যর্থ। দুই টেস্টের চার ইনিংসেই শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন অন্ধ্রের উইকেটকিপার।
আরও পড়ুন: সম্মান মিশে গিয়েছে ধুলোয়! জাদেজার বাবাকে ফের চরম আক্রমণ বউ রিভাবার, অশান্তি চরমে
৭ টেস্ট খেলে ফেললেও এখনও প্রভাব ফেলতে পারেননি তিনি। ৭ টেস্টে তাঁর রানসংখ্যা ২০.০৯ গড়ে ২২১। চলতি সিরিজে দুই টেস্টে ২৩ গড়ে করেছেন মাত্র ৯২ রান। একটাও ফিফটি করতে পারেননি এখনও। জুরেল অন্যদিকে, ১৫টি প্ৰথম শ্রেণির ম্যাচে ৭৯০ রান করেছেন ৪৬.৪৭ গড়ে। একটা সেঞ্চুরি এবং পাঁচটা হাফসেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশে। গত মাসেই ইন্ডিয়া-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্স-এর বিপক্ষে ফিফটি করেছেন। গত ডিসেম্বরে সাউথ আফ্রিকা-এ দলের বিপক্ষে প্রোটিয়াজদের মাঠেই করেছিলেন ৬৯ রান।
তাই আপাতত ধ্রুব জুরেলকে পরখ করে নিতে চাইছেন রোহিত-দ্রাবিড়রা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, "ভরতের ব্যাটিং টেকনিক মোটেই ভরসা জোগানোর মত নয়। সেই সঙ্গেই কিপার হিসাবেও প্রত্যাশিত মাত্রায় পারফর্ম করতে পারছেন না। সুযোগ পেয়েও বারবার সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন তিনি। জুরেল আবার ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিশ্রুতিমান মুখ। ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র হিসাবে ভাবা হচ্ছে তাঁকে। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশ, ইন্ডিয়া-এ এবং আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ পারফর্ম করেছেন। জুরেল যদি রাজকোটে অভিষেক ঘটান, তা মোটেই আশ্চর্যের বিষয় হবে না।"
জসপ্রীত বুমরাকে তৃতীয় অথবা চতুর্থ টেস্টের একটিতে বিশ্রামে পাঠানো হবে। যাতে সিরিজ নির্ধারণকারী পঞ্চম টেস্টে ধর্মশালায় পেস বোলিং সহায়ক পিচে তিনি তরতাজা হয়ে নামতে পারেন।
এদিকেজ আবেশ খানকে প্ৰথম দুই টেস্টে স্কোয়াডে রেখেও শেষ তিন টেস্টে ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাচকদের এই না খেলিয়ে বাতিল করার সিদ্ধান্তে সরব হয়েছে ক্রিকেট মহল। তবে নির্বাচকদের যুক্তি, টিম ইন্ডিয়ার সঙ্গে থাকলে আবেশ গেম-টাইম পাচ্ছিলেন না। তাই তাঁকে মধ্যপ্রদেশের জন্য রঞ্জি ট্রফি খেলতে পাঠানো হয়েছে। আকাশ দীপ ইন্ডিয়া-এ দলের হয়ে ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন।