IND vs ENG 3rd Test Day 1: ভারতের বিরুদ্ধে নয়া ইতিহাস জো রুটের, লর্ডস টেস্টে অনন্য কীর্তি ইংরেজ তারকার

IND vs ENG 3rd Test Lords Day 1 Highlights: ভারত দারুণ শুরু করে ৪৪ রানের মধ্যে ইংল্যান্ডের দুটি উইকেট ফেলে দেয়। তবে এরপর জো রুট ও ওলি পোপ দুর্দান্ত শতরানের জুটি গড়ে ইংল্যান্ডকে সামাল দেন।

IND vs ENG 3rd Test Lords Day 1 Highlights: ভারত দারুণ শুরু করে ৪৪ রানের মধ্যে ইংল্যান্ডের দুটি উইকেট ফেলে দেয়। তবে এরপর জো রুট ও ওলি পোপ দুর্দান্ত শতরানের জুটি গড়ে ইংল্যান্ডকে সামাল দেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Joe Root Record against India: জো রুট টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্টে ৩০০০ রান পূর্ণ করেছেন

Joe Root Record against India: জো রুট টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্টে ৩০০০ রান পূর্ণ করেছেন

India vs England 3rd Test Day 1 Highlights: শচীন তেন্ডুলকরের রেকর্ডের জন্য আতঙ্ক হয়ে উঠেছেন যে জো রুট (Joe Root), তিনি এবার এমন এক ইতিহাস গড়েছেন যা হয়তো আগে কেউ ভাবতেও পারেনি। জো রুট টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্টে ৩০০০ রান পূর্ণ করেছেন। তিনি বিশ্বের প্রথম ব্যাটার, যিনি ভারতের বিরুদ্ধে এই অনন্য কৃতিত্ব অর্জন করলেন। লর্ডস টেস্টের (IND vs ENG 3rd Test Match) প্রথম দিনেই রুট এই রেকর্ডটি গড়েন। 

Advertisment

ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে লর্ডসে তৃতীয় টেস্ট চলছে। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন ইংল্যান্ড টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত দারুণ শুরু করে ৪৪ রানের মধ্যে ইংল্যান্ডের দুটি উইকেট ফেলে দেয়। তবে এরপর জো রুট ও ওলি পোপ দুর্দান্ত শতরানের জুটি গড়ে ইংল্যান্ডকে সামাল দেন। টি-ব্রেকের সময় ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১৫২ রান। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২৫১/৪। ক্রিজে ৯৯ রানে অপরাজিত রয়েছেন রুট এবং অধিনায়ক বেন স্টোকস অপরাজিত ৩৯ করেছেন। ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। তিনি ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ এবং জাডেজা।

আরও পড়ুন টসে জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড, লর্ডস টেস্ট ভারতের প্রথম একাদশে কারা, জেনে নিন

Advertisment

এই পার্টনারশিপের সময় রুট একাধিক রেকর্ড গড়েছেন। ভারতের বিরুদ্ধে টেস্টে ৩০০০ রান পূর্ণ করতে রুটকে ৩৩টি টেস্টের ৬০টি ইনিংস খেলতে হয়েছে। ভারতের বিরুদ্ধে তাঁর গড় প্রায় ৫৫। এই রেকর্ড গড়ার পথে তিনি ভারতের বিপক্ষে ১০টি সেঞ্চুরি করেছেন।

ভারতের বিরুদ্ধে ২০০০+ রান করা ব্যাটাররা 

এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ২০০০-এর বেশি রান করেছেন ৮ জন ব্যাটার। এই তালিকায় শীর্ষে জো রুট, দ্বিতীয় স্থানে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার পন্টিং ২৯টি টেস্টে ৫৪.৩৬ গড়ে ভারতের বিপক্ষে ২,৫৫৫ রান করেছিলেন। তালিকায় তৃতীয় স্থানে আছেন অ্যালিস্টার কুক (২৪৩১), চতুর্থ স্থানে স্টিভ স্মিথ (২৩৫৬) এবং পঞ্চম স্থানে ক্লাইভ লয়েড (২৩৪৪)। জাভেদ মিয়াঁদাদ (২২২৮), শিবনারায়ণ চন্দরপল (২১৭১) এবং মাইকেল ক্লার্ক (২০৪৯) ভারতের বিরুদ্ধে দুই হাজারের বেশি রান করা বাকি ব্যাটারদের মধ্যে আছেন।

Nitish Kumar Reddy India vs England IND vs ENG 3rd Test Match Joe Root