IND vs ENG 3rd Test Day 1: টসে জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড, লর্ডস টেস্ট ভারতের প্রথম একাদশে কারা, জেনে নিন

IND vs ENG 3rd Test Day 1: ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত তাদের একাদশে একটি পরিবর্তন করেছে। দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ, আর বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

IND vs ENG 3rd Test Day 1: ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত তাদের একাদশে একটি পরিবর্তন করেছে। দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ, আর বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs England (1)

IND vs ENG 3rd Test Day 1: দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ, আর বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ

IND vs ENG 3rd Test Day 1 Updates: ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ (IND vs ENG 3rd Test Match) আজ থেকে শুরু হচ্ছে। লিডসে খেলা প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড জিতেছিল, আর বার্মিংহামে দ্বিতীয় টেস্টে জিতে ভারত সিরিজে ১-১ সমতা ফেরায়। এবার লর্ডসে দু’দলই এগিয়ে যেতে মরিয়া। ভারতের অধিনায়ক শুভমান গিল দুর্দান্ত ফর্মে আছেন এবং তা ধরে রাখতে চাইবেন। অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও ব্যাটে ছন্দ ফেরাতে নামবেন।

Advertisment

টস জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড 

ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত তাদের একাদশে একটি পরিবর্তন করেছে। দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ, আর বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

Advertisment

আরও পড়ুন লর্ডসে সেরা অস্ত্রকে নামাচ্ছে ইংল্যান্ড, 'আসতে দাও মজা হবে', হুঙ্কার ঋষভ পন্থের

ভারত (প্লেয়িং ইলেভেন): যশস্বী জয়সোয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ড (প্লেয়িং ইলেভেন): জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রায়ডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশির।

আরও পড়ুন এক 'দীপে' ইংল্যান্ডের রক্ষে নেই! বেঞ্চে বসে আরও ২ 'দীপ', গম্ভীর-শুভমান কি তিনজনকেই লর্ডসে নামাবেন?

এই ম্যাচের ফলাফল অনেকাংশেই সিরিজের চিত্র ঠিক করে দিতে পারে। লিডসে ইংল্যান্ড ৩৭১ রান তাড়া করে ৫ উইকেটে জিতেছিল। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে শুভমান গিল প্রথম ইনিংসে ২৬৯ রান আর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে ইংল্যান্ডকে ৬০৮ রানের বিশাল টার্গেট দেন। দ্বিতীয় ইনিংসে আকাশদীপের দাপটে ইংল্যান্ড উড়ে যায়, এক ইনিংসে ৬টি উইকেট নিয়ে পুরো ম্যাচে ১০ উইকেট শিকার করেন তিনি। শেষ পর্যন্ত ভারত ৩৩৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায়।

লর্ডসে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট রেকর্ড 

মোট ম্যাচ- ১৯

ইংল্যান্ড জিতেছে- ১২ 

ভারত জিতেছে- ৩ 

ড্র- ৪

India vs England IND vs ENG 3rd Test Match