IND vs ENG 4th Test Day 1 Lunch: ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test Match) মরণবাঁচন লড়াই ভারতের। আর প্রথম দিনের প্রথম সেশনের শেষে দুর্দান্ত না হলেও মোটামুটি ভাল জায়গায় রয়েছে ভারত। মধ্যাহ্নভোজের বিরতির আগে বিনা উইকেটে ভারতের স্কোর ৭৮। দুই ওপেনার কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ভাল শুরুয়াত দিয়েছেন টিম ইন্ডিয়াকে। ২৬ ওভার শেষে ভারতের স্কোর ৭৮-০। ক্রিজে রয়েছেন রাহুল ৪০ এবং যশস্বী ৩৬ রানে অপরাজিত রয়েছেন।
তবে তাৎপর্যপূর্ণ বিষয় ভারতের দুই ওপেনার একটি বিরল নজির গড়েছেন প্রথম সেশনে। ম্যানচেস্টারে ১৯৪৬ সালের পর প্রথম কোনও ভারতীয় ওপেনিং পার্টনারশিপ ৫০ রান পার করল। এই ম্যানচেস্টারে গত ৭৮ বছরে ভারতের কোনও ওপেনিং পার্টনারশিপ হাফসেঞ্চুরি পেরোয়নি। এতদিন বাদে নয়া ইতিহাস গড়লেন রাহুল-যশস্বী।
আরও পড়ুন চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ায় ৩ বদল, অভিষেক তরুণ ক্রিকেটারের, বাদ পড়লেন কারা?
ভারতের প্লেয়িং ইলেভেন
এদিন ভারতীয় দলের একাদশে একাধিক পরিবর্তন হয়েছে। বাদ পড়েছেন করুণ নায়ার। তাঁর বদলে দলে ফিরেছেন সাই সুদর্শন। লিডসে প্রথম টেস্টে খেলেছিলেন সাই সুদর্শন। তার পর আবার সুযোগ পেলেন ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে। তাঁর মতোই একাদশে ফিরেছেন শার্দূল ঠাকুর। তিনিও লিডসে খেলার পর ম্যানচেস্টারে সুযোগ পেলেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলে, টিম ইন্ডিয়ার হয়ে টেস্টে অভিষেক হয়েছে ২৪ বছরের অংশুল কাম্বোজের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ভারতের স্কোয়াডে তাঁকে রাখা হয়। আকাশদীপের চোটের কারণে তাঁর বদলে একাদশে সুযোগ পেয়েছেন কাম্বোজ।
ম্যানচেস্টারে ভারতের রেকর্ড
বার্মিংহ্যামের মতোই ম্যানচেস্টারেও ভারতের রেকর্ড খুবই খারাপ। ওল্ড ট্রাফোর্ড গ্রাউন্ডে ভারত এখনও পর্যন্ত খেলেছে ৯টি টেস্ট ম্যাচ। একটিও তারা জিততে পারেনি। ৪টি ম্যাচ হেরেছে এবং ৫টি ড্র করেছে। তাই খুব একটা পয়া মাঠ নয় ভারতের জন্য। তবে এই টেস্ট ভারতের জন্য ডু-অর-ডাই ম্যাচ। এই টেস্টে হারলে সিরিজ ইংল্যান্ড পকেটে পুরবে। সেইসঙ্গে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি উঠবে বেন স্টোকসদের হাতে। এই ম্যাচ ড্র হলেও ইংল্যান্ডের সুবিধা। তখন তারা শেষ ম্যাচ ওভালে হারলেও সিরিজ ড্র হবে। ভারত যদি এই ম্যাচে জেতে তাহলে সিরিজে কামব্যাক করবে তারা। তখন ওভালে হবে সিরিজের ফয়সালা।