IND vs ENG: সামনে থাকবেন শুধু শচীন, ম্যানচেস্টার টেস্টে ৫ মহারেকর্ডের সামনে জো রুট

IND vs ENG 4th Test: যদি রুট এই ম্যাচে সেঞ্চুরি করেন, তাহলে তিনি একাধিক রেকর্ড নিজের নামে করে নিতে পারবেন। রুট ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে ১১টি এবং টেস্ট ক্রিকেটে মোট ৩৭টি সেঞ্চুরি করে ফেলেছেন।

IND vs ENG 4th Test: যদি রুট এই ম্যাচে সেঞ্চুরি করেন, তাহলে তিনি একাধিক রেকর্ড নিজের নামে করে নিতে পারবেন। রুট ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে ১১টি এবং টেস্ট ক্রিকেটে মোট ৩৭টি সেঞ্চুরি করে ফেলেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Joe Root Record against India: জো রুট টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্টে ৩০০০ রান পূর্ণ করেছেন

Joe Root Record against India: জো রুট টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্টে ৩০০০ রান পূর্ণ করেছেন

IND vs ENG 4th Test Joe Root eyes 5 records: শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ডের পিছনে ছুটছেন জো রুট (Joe Root)। তাই ম্যানচেস্টারে অনুষ্ঠিত হতে চলা চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test Match) ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে ইংল্যান্ডের এই তারকা ব্যাটারের উপর। রুটের ভক্তরা এই ম্যাচে তাঁর কাছ থেকে একটি দুর্দান্ত সেঞ্চুরির আশা করছেন। যদি রুট এই ম্যাচে সেঞ্চুরি করেন, তাহলে তিনি একাধিক রেকর্ড নিজের নামে করে নিতে পারবেন। রুট ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে ১১টি এবং টেস্ট ক্রিকেটে মোট ৩৭টি সেঞ্চুরি করে ফেলেছেন। ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচটি শুরু হবে ২৩ জুলাই, ম্যানচেস্টারে।

Advertisment

টেস্টে সর্বাধিক রান

এখনও পর্যন্ত জো রুট ১৫৬টি টেস্ট ম্যাচে ১৩,২৫৯ রান করেছেন। বিশ্ব টেস্ট ক্রিকেটে এমন চার ব্যাটার রয়েছেন, যাঁরা রুটের চেয়ে বেশি রান করেছেন, তাঁরা হলেন শচীন তেন্ডুলকর, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস এবং রাহুল দ্রাবিড়। রুট যদি ম্যানচেস্টার টেস্টে ১২০ রান করেন, তাহলে তিনি পন্টিং (১৩,৩৭৮), ক্যালিস (১৩,২৮৯) এবং দ্রাবিড় (১৩,২৮৮)-কে পিছনে ফেলে দেবেন। তখন শুধুমাত্র শচীন (১৫,৯২১) তাঁর সামনে থাকবেন।

Advertisment

আরও পড়ুন ভারতের বিরুদ্ধে নয়া ইতিহাস জো রুটের, লর্ডস টেস্টে অনন্য কীর্তি ইংরেজ তারকার

ভারতের বিরুদ্ধে সর্বাধিক সেঞ্চুরি

রুট যদি ম্যানচেস্টারে সেঞ্চুরি করেন, তাহলে এটি হবে ভারতের বিরুদ্ধে তাঁর দ্বাদশ টেস্ট সেঞ্চুরি। এর ফলে তিনি ভারতের বিরুদ্ধে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার হয়ে উঠবেন। বর্তমানে রুট এবং স্টিভ স্মিথ দু’জনেই ভারতের বিরুদ্ধে ১১টি করে সেঞ্চুরি করেছেন। রুট এই সেঞ্চুরিগুলি করেছেন ৩৩টি ম্যাচে, আর স্মিথ ২৪টি ম্যাচে।

টেস্টে সর্বাধিক হাফসেঞ্চুরি

রুট যদি এই ম্যাচে দুটি হাফ-সেঞ্চুরি করেন, তাহলে তাঁর ফিফটির সংখ্যা দাঁড়াবে ৬৮, যা হবে টেস্ট ক্রিকেটে শচীনের সর্বোচ্চ হাফসেঞ্চুরি করার রেকর্ডের সমান। শচীন ২০০টি টেস্টে ৬৮টি হাফ-সেঞ্চুরি করেছিলেন। রুটের আছে ৬৬টি, মাত্র ১৫৬টি টেস্টে।

আরও পড়ুন মুম্বইয়ের দূষণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে! বিশ্বকাপের মঞ্চে ভারতের বদনাম করে বিস্ফোরক জো রুট

WTC সর্বাধিক রান সংগ্রাহক

জো রুট বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৬৭টি WTC ম্যাচে এখন পর্যন্ত ৫,৭৯৬ রান করেছেন। যদি তিনি ম্যানচেস্টারে ২০৪ রান করেন, তাহলে তিনি WTC-তে ৬,০০০ রান পূর্ণ করবেন।

ওল্ড ট্রাফোর্ডে সর্বোচ্চ রান

তাছাড়া, ম্যানচেস্টারে (Old Trafford) খেলা টেস্ট ম্যাচগুলিতে রুটের নামেই সর্বোচ্চ রান (৯৭৮) করার রেকর্ড আছে। তিনি যদি আগামী সপ্তাহে ২২ রান করেন, তাহলে ওল্ড ট্র্যাফোর্ডে ১,০০০ টেস্ট রান করা বিশ্বের প্রথম ব্যাটার হয়ে যাবেন।

Sachin Tendulkar Joe Root IND vs ENG IND vs ENG 4th Test Match