Old Trafford Test Record: লর্ডস টেস্টে পরাজয়ের পর টিম ইন্ডিয়া (Indian Cricket Team) আপাতত চলতি সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) শত চেষ্টা করলেও, তৃতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া (India vs England) শেষপর্যন্ত জিততে পারেনি। এবার সিরিজের চতুর্থ ম্য়াচটি (IND vs ENG 4th Test Match) ওল্ড ট্রাফোর্ডে আয়োজন করা হবে। এটা হল ইংল্যান্ডের সেই ক্রিকেট স্টেডিয়াম, যেখানে দিনের বেলাও টিম ইন্ডিয়াও কার্যত দুঃস্বপ্ন দেখে। মোদ্দা কথা, এই মাঠে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পারেনি। ওল্ড ট্রাফোর্ডের এই লজ্জাজনক রেকর্ডই ভারতীয় ক্রিকেট সমর্থকদের আতঙ্কিত করছে। কারণ, চতুর্থ টেস্ট ম্য়াচে হেরে গেলেই সিরিজটা ভারতের হাতছাড়া হয়ে যাবে।
ওল্ড ট্রাফোর্ডে টিম ইন্ডিয়ার লজ্জার রেকর্ড
ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ৯ টেস্ট ম্য়াচ খেলেছে। এই ৯ ম্যাচের মধ্যে চারটেতেই হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। বাকি ৫ ম্যাচ ড্র হয়েছে। এই মাঠে একটাও ম্য়াচ টিম ইন্ডিয়া জিততে পারেনি। অর্থাৎ, শুভমান গিলের তরুণ ব্রিগেড যদি এই সিরিজে সমতা ফেরাতে চায়, তাহলে এজবাস্টনের পারফরম্য়ান্সের আরও একবার ওল্ড ট্রাফোর্ডে করে দেখাতে হবে। ভারতীয় ক্রিকেট দলকে জেতাতে হলে সিংহভাগ দায়িত্ব গ্রহণ করতে হবে শুভমানকেই। লর্ডসে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচে শুভমান গিলের ব্যাট একেবারে নীরবই ছিল।
IND vs ENG: সিরাজের আউটে বুক ফেটে চৌচির ব্রিটিশ রাজার, শুভমানের কাছে আবেগ চাপতে পারলেন না চার্লস
তীরে এসেও ডুবেছে তরী
ভারতীয় ক্রিকেট দল লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল। কিন্তু, শেষপর্যন্ত তাদের ২২ রানে হারতে হয়। জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজকে সঙ্গী করে রবীন্দ্র জাদেজা ভারতকে জেতানোর যথেষ্ট চেষ্টা করেছিলেন। কিন্তু, দলের পরাজয় তিনি আটকাতে পারেননি। জাদেজা এই ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ১৮১ বল করে অপরাজিক ৬১ রান করেন। অন্যদিকে বুমরাহ ৫৪ বলে এবং মহম্মদ সিরাজ ৩০ বল খেলেন। ইতিপূর্বে টিম ইন্ডিয়া এজবাস্টনে ইংল্যান্ডকে ৩৩৬ রানে পরাস্ত করেছিল। যদিও লিড টেস্টে ইংল্যান্ড ৫ উইকেটে জয়লাভ করে।