IND vs ENG: সিরাজের আউটে বুক ফেটে চৌচির ব্রিটিশ রাজার, শুভমানের কাছে আবেগ চাপতে পারলেন না চার্লস

IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ম্য়াচটি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২২ রানে হেরে যায়।

IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ম্য়াচটি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২২ রানে হেরে যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
King Charles III met Shubman Gill

ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দেখা করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

Indian Cricket Team: ভারতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস (King Charles III)। মঙ্গলবার (১৫ জুলাই) ক্লিয়ারেন্স হাউজের বাগানে এই সাক্ষাৎ পর্ব সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন ব্রিটেনের ভারতীয় হাই-কমিশনার বিক্রম দোরাইস্বামী, ডেপুটি হাই কমিশনার সুজিত ঘোষ, কংগ্রেস রাজ্যসভা সাংসদ তথা বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সচিব দেবজিৎ শইকিয়া। 

Advertisment

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কী কথাবার্তা হয়েছে, সেটা এই সাক্ষাতের পর ভারতীয় ক্রিকেটাররা জানিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের থেকে চার্লস তাঁদের খেলাধুলো সম্পর্কে জানতে চান। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে ৩-২ ব্যবধানে জয়লাভ করেছে ভারত। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়া এই প্রথমবার টি-২০ সিরিজে জয়লাভ করেছে। এটা ভারতীয় ক্রিকেটের কাছে অবশ্যই একটি গর্বের মুহূর্ত। এবার তাঁরা ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

Harmanpreet Kaur Record: ঐতিহাসিক 'কারনামা' হরমনপ্রীতের, ভাঙলেন মিতালি রাজের রেকর্ড

Advertisment

অন্যদিকে, ভারতের পুরুষ ক্রিকেট দল আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে। শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া যে যথেষ্ট লড়াই করছে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। লর্ডসে আয়োজিত মহাকাব্যিক তৃতীয় টেস্ট ম্য়াচের পর ভারত আপাতত এই সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে।

IND vs ENG 3rd Test: কেন বসিয়ে রাখা হচ্ছে অভিমন্যুকে! কী দোষ করলেন বাংলার এই ক্রিকেটার?

সিরাজের আউট নিয়ে আক্ষেপ রাজা তৃতীয় চার্লসের

রাজা তৃতীয় চার্লস কী বললেন, তা এই সাক্ষাতের পর খোলসা করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। শুভমানের কথায়, লর্ডস টেস্টের পঞ্চম দিন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) যেভাবে আউট হয়েছেন, তা নিয়ে বেশ খানিকটা আক্ষেপ প্রকাশ করেছেন চার্লস। উল্লেখ্য, সিরাজ যখন আউট হন সেইসময় ভারতের জয়ের জন্য় দরকার ছিল মাত্র ২২ রান। এই পরিস্থিতিতে শোয়েব বশীরের একটি বল তিনি ব্যাকফুটে ডিফেন্স করতে গিয়েছিলেন। বলটা সিরাজের ব্যাটের ঠিক মাঝামাঝি জায়গাতেও লেগেছিল। কিন্তু, আচমকা সেটা পিছন দিকে গিয়ে উইকেট ভেঙে দেয়।

Mohammed Siraj Crying: বাঁধ মানল না চোখের জল, ড্রেসিংরুমে ফেরার পথেই কেঁদে ভাসালেন সিরাজ

গিল বললেন, 'উনি (রাজা তৃতীয় চার্লস) আমাদের বললেন, যেভাবে টিম ইন্ডিয়ার শেষ ব্যাটার আউট হয়েছে, তা অত্যন্ত দূর্ভাগ্যজনক। বলটা পিছন দিকে রোল হয়ে স্টাম্পে আঘাত করে। এমনকী, উনি আমাদের জিজ্ঞাসা করেন যে এই ব্যাপারটাকে আমরা কীভাবে দেখছি। আমরা জানিয়েছি, এটা আমাদের কাছে একটা দূর্ভাগ্যজনক ম্য়াচ ছিল। তবে আশা করছি, আগামী ২ ম্য়াচে আমরা ভাগ্যের চাকা ঘোরাতে পারব।'

IND W vs ENG W: অস্তমিত ব্রিটিশ সূর্য, ল্যাজে-গোবরে ইংরেজরা! ইতিহাস গড়ল ভারত

অন্যদিকে, এই প্রথমবার এমন রাজকীয় সাক্ষাতের সাক্ষী হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি বললেন, 'এটা আমার কাছে একটি অভাবনীয় অভিজ্ঞতা। ইতিপূর্বে আমরা বেশ কয়েকবার ইংল্যান্ডে এসেছি। কিন্তু, এই প্রথমবার ব্রিটিশ রাজার সঙ্গে দেখা করার সুযোগ এল। উনি যথেষ্ট বন্ধুত্বপূর্ণ আচরণ করলেন। এখানে আমাদের কোনও অসুবিধে হচ্ছে কি না, সেটাও জানতে চাইলেন।'

Indian Cricket Team Mohammed Siraj Shubman Gill India vs England King Charles III