IND vs ENG Highlights Cricket Score, 5th T20I: ৯৭-এ অলআউট ইংল্যান্ড, ভারতের জয় রেকর্ড ১৫০ রানে

India vs England 5th T20I Match Highlights Cricket Score Online Today Match: ওয়াংখেড়েতে টস জিতে বোলিং নেয় ইংল্যান্ড। ভারত ২০ ওভার ৯ উইকেটে তুলেছে ২৪৭ রান। ইংল্যান্ড ১০.৩ ওভারে ১০ উইকেটে করেছে ৯৭ রান।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India-England, ভারত বনাম ইংল্যান্ড

India vs England 5th t20 Highlights: ওয়াংখেড়েতে পঞ্চম টি২০-তে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি (গ্রাফিক্স: সন্দীপন দে)

England vs India, 5th T20I Score card Updates from Wankhede Stadium, Mumbai: ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজের ৫ম তথা শেষ ম্যাচ টিম ইন্ডিয়া ১৫০ রানে জিতল। ইংল্যান্ড ১০.৩ ওভারে ১০ উইকেটে করেছে ৯৭ রান। এই জয়ের ফলে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল সূর্যকুমার যাদবের দল। 

Advertisment

মহম্মদ শামির বলে বিনা রানে আউট হন মার্ক উড। শামি মোট ৩ উইকেট নিলেন। এর আগে মহম্মদ শামির বলে আউট হন আদিল রশিদ। তিনি ৬ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন। শিবম দুবের বলে বোল্ড হন জ্যাকব বেথেল। তিনি ৭ বলে ১টি ছয়-সহ ১০ রান করেছেন। অভিষেক শর্মার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন জেমি ওভারটন। তিনি ৩ বলে ১ রান করেছেন। অভিষেক শর্মার বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন ব্রাইডন কার্স। তিনি ৪ বলে ২ রান করেছেন। ওপেনার ফিল সল্ট শিবম দুবের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে আউট হন। তিনি ২৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ করেছেন ৫৫ রান। লিয়াম লিভিংস্টোন ৫ বলে ২টি চার-সহ ৯ রান করে বরুণ চক্রবর্তীর বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন। রবি বিষ্ণোইয়ের বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৪ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এর আগে মহম্মদ শামির বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি বিনা রানেই ফিরে যান।

ভারত ভারত ২০ ওভার ৯ উইকেটে তুলেছে ২৪৭ রান। শেষ বলে রবি বিষ্ণোইকে আউট করেন জেমি ওভারটন। বিষ্ণোই বিনা রানে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন। মহম্মদ শামি অপরাজিত থেকে যান। ২০ ওভার হয়ে যাওয়ায় বরুণ চক্রবর্তীকে আর ব্যাট করতে মাঠে নামতে হয়নি।

ইনিংসের ১ বল বাকি থাকতে রান আউট হন অক্ষর প্যাটেল। লিয়াম লিভিংস্টোন তাঁকে রান আউট করেন। অক্ষর ২টি চার-সহ ১১ বলে ১৫ রান করেছেন। আদিল রশিদের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন অভিষেক শর্মা। তিনি ৫৪ বলে ৭টি চার এবং ১৩টি ছয়ের সাহায্যে ১৩৫ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে এলবিডব্লিউ হন রিংকু সিং। তিনি ৬ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। মার্ক উডের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে ১টি ছয়-সহ ৯ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন শিবম দুবে। তিনি ১৩ বলে ৩টি চার এবং ২টি ছয়-সহ ৩০ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৩ বলে ২ রান করেছেন। 

Advertisment

অভিষেক শর্মা ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। ইনিংসে আছে ১০টি ছয় এবং ৫টি চার। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন তিলক ভার্মাও। তিনি ১৫ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করেছেন। এর আগে অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করে টিম ইন্ডিয়া। দুই ব্যাটার মিলে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন। অভিষেক শর্মা ২৮ বলে করেছেন ৮৫ রান। আর, তিলক ভার্মা করেছেন ১২ বলে ২৩ রান। অভিষেক ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। 

এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।

সিরিজের এই ৫ম ও শেষ টি২০ ম্যাচে টস জেতেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। এর আগে পুনেতেও টস জিতেছিল ইংল্যান্ড। সেখানেও প্রথমে বোলিং নিয়েছিল। পুনেতে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে ভারত সিরিজ জিতে নিয়েছে। এই ম্যাচে শামিকে প্রথম একাদশে ফিরিয়ে অর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ছক্কার ঝড়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, ইংল্যান্ডকে চিড়েখুঁড়ে খেল অভিষেকের ব্যাট

ভারতীয় একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ড একাদশ: ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

  • Feb 02, 2025 21:59 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ভারত ১৫০ রানে ইংল্যান্ডকে হারাল

    ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজের ৫ম তথা শেষ ম্যাচ টিম ইন্ডিয়া ১৫০ রানে জিতল। রবিবার ৯৭ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। এই জয়ের ফলে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল সূর্যকুমার যাদবের দল। মহম্মদ শামির বলে বিনা রানে আউট হন মার্ক উড। শামি মোট ৩ উইকেট নিলেন। এর আগে মহম্মদ শামির বলে আউট হন আদিল রশিদ। তিনি ৬ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন। শিবম দুবের বলে বোল্ড হন জ্যাকব বেথেল। তিনি ৭ বলে ১টি ছয়-সহ ১০ রান করেছেন। অভিষেক শর্মার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন জেমি ওভারটন। তিনি ৩ বলে ১ রান করেছেন। অভিষেক শর্মার বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন ব্রাইডন কার্স। তিনি ৪ বলে ২ রান করেছেন। ওপেনার ফিল সল্ট শিবম দুবের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে আউট হন। তিনি ২৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ করেছেন ৫৫ রান। লিয়াম লিভিংস্টোন ৫ বলে ২টি চার-সহ ৯ রান করে বরুণ চক্রবর্তীর বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন। রবি বিষ্ণোইয়ের বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৪ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এর আগে মহম্মদ শামির বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি বিনা রানেই ফিরে যান।



  • Feb 02, 2025 21:54 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ইংল্যান্ডের ৯ম উইকেটের পতন, ফিরলেন আদিল রশিদ

    মহম্মদ শামির বলে আউট হলেন আদিল রশিদ। তিনি ৬ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন। শিবম দুবের বলে বোল্ড হন জ্যাকব বেথেল। তিনি ৭ বলে ১টি ছয়-সহ ১০ রান করেছেন। অভিষেক শর্মার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন জেমি ওভারটন। তিনি ৩ বলে ১ রান করেছেন। অভিষেক শর্মার বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন ব্রাইডন কার্স। তিনি ৪ বলে ২ রান করেছেন। ওপেনার ফিল সল্ট শিবম দুবের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে আউট হন। তিনি ২৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ করেছেন ৫৫ রান। লিয়াম লিভিংস্টোন ৫ বলে ২টি চার-সহ ৯ রান করে বরুণ চক্রবর্তীর বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন। রবি বিষ্ণোইয়ের বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৪ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এর আগে মহম্মদ শামির বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি বিনা রানেই ফিরে যান।



  • Feb 02, 2025 21:50 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ইংল্যান্ডের ৮ম উইকেটের পতন, ফিরলেন জ্যাকব বেথেল

    শিবম দুবের বলে বোল্ড হলেন জ্যাকব বেথেল। তিনি ৭ বলে ১টি ছয়-সহ ১০ রান করেছেন। অভিষেক শর্মার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েছেন জেমি ওভারটন। তিনি ৩ বলে ১ রান করেছেন। অভিষেক শর্মার বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েছেন ব্রাইডন কার্স। তিনি ৪ বলে ২ রান করেছেন। ওপেনার ফিল সল্ট শিবম দুবের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তিনি ২৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ করেছেন ৫৫ রান। লিয়াম লিভিংস্টোন ৫ বলে ২টি চার-সহ ৯ রান করে বরুণ চক্রবর্তীর বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন। রবি বিষ্ণোইয়ের বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৪ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এর আগে মহম্মদ শামির বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি বিনা রানেই ফিরে যান।



  • Feb 02, 2025 21:44 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ইংল্যান্ডের ৭ম উইকেটের পতন, ফিরলেন জেমি ওভারটন

    অভিষেক শর্মার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েছেন জেমি ওভারটন। তিনি ৩ বলে ১ রান করেছেন। অভিষেক শর্মার বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েছেন ব্রাইডন কার্স। তিনি ৪ বলে ২ রান করেছেন। ওপেনার ফিল সল্ট শিবম দুবের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তিনি ২৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ করেছেন ৫৫ রান। লিয়াম লিভিংস্টোন ৫ বলে ২টি চার-সহ ৯ রান করে বরুণ চক্রবর্তীর বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন। রবি বিষ্ণোইয়ের বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৪ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এর আগে মহম্মদ শামির বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি বিনা রানেই ফিরে যান।



  • Feb 02, 2025 21:41 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ইংল্যান্ডের ৬ষ্ঠ উইকেটের পতন, ফিরলেন কার্স

    অভিষেক শর্মার বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েছেন ব্রাইডন কার্স। তিনি ৪ বলে ২ রান করেছেন। ওপেনার ফিল সল্ট শিবম দুবের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তিনি ২৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ করেছেন ৫৫ রান। লিয়াম লিভিংস্টোন ৫ বলে ২টি চার-সহ ৯ রান করে বরুণ চক্রবর্তীর বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন। রবি বিষ্ণোইয়ের বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। তিনি ৪ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এর আগে মহম্মদ শামির বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি বিনা রানেই ফিরে যান।



  • Feb 02, 2025 21:38 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: সল্ট গন, খতম ইংল্যান্ডের অর্ধেক ব্যাটিং

    ওপেনার ফিল সল্ট শিবম দুবের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তিনি ২৩ বলে ৭টি চার এবং ৩টি ছয়-সহ করেছেন ৫৫ রান। লিয়াম লিভিংস্টোন ৫ বলে ২টি চার-সহ ৯ রান করে বরুণ চক্রবর্তীর বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন। রবি বিষ্ণোইয়ের বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়লেন হ্যারি ব্রুক। তিনি ৪ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এর আগে মহম্মদ শামির বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি বিনা রানেই ফিরে যান।



  • Feb 02, 2025 21:27 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ইংল্যান্ডের ৩য় উইকেটের পতন, ফিরলেন হ্যারি ব্রুক

    রবি বিষ্ণোইয়ের বলে বরুণ চক্রবর্তীর হাতে ধরা পড়লেন হ্যারি ব্রুক। তিনি ৪ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এর আগে মহম্মদ শামির বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি বিনা রানেই ফিরে যান।



  • Feb 02, 2025 21:22 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: বরুণের কামাল, ইংল্যান্ডের ২য় উইকেটের পতন

    বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়লেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এর আগে মহম্মদ শামির বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন বেন ডাকেট। তিনি বিনা রানেই ফিরে যান।



  • Feb 02, 2025 21:09 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ইংল্যান্ডের ১ম উইকেটের পতন, ফিরলেন ডাকেট

    মহম্মদ শামির বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়লেন বেন ডাকেট। তিনি বিনা রানেই ফিরে গেলেন।



  • Feb 02, 2025 21:03 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ১ম ওভারে ১৭ রান দিলেন মহম্মদ শামি

    এই ম্যাচে অর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারত ২০ ওভারে ৯ উইকেটে তুলেছে ২৪৭ রান। ভারতের বোলিংয়ের সূচনা করেছেন মহম্মদ শামি। শামি তাঁর ১ম ওভারেই ১৭ রান দিয়েছেন। ফিল সল্ট বেধড়ক পিটিয়েছেন শামিকে। মেরেছেন ২টি চার এবং ১টি ছয়। 



  • Feb 02, 2025 20:49 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ভারত ২০ ওভার ৯ উইকেটে ২৪৭

    শেষ বলে রবি বিষ্ণোইকে আউট করেন জেমি ওভারটন। বিষ্ণোই বিনা রানে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন। মহম্মদ শামি অপরাজিত থেকে যান। ২০ ওভার হয়ে যাওয়ায় বরুণ চক্রবর্তীকে আর ব্যাট করতে মাঠে নামতে হয়নি।

    ইনিংসের ১ বল বাকি থাকতে রান আউট হন অক্ষর প্যাটেল। লিয়াম লিভিংস্টোন তাঁকে রান আউট করেন। অক্ষর ২টি চার-সহ ১১ বলে ১৫ রান করেছেন। আদিল রশিদের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন অভিষেক শর্মা। তিনি ৫৪ বলে ৭টি চার এবং ১৩টি ছয়ের সাহায্যে ১৩৫ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে এলবিডব্লিউ হন রিংকু সিং। তিনি ৬ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। মার্ক উডের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে ১টি ছয়-সহ ৯ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন শিবম দুবে। তিনি ১৩ বলে ৩টি চার এবং ২টি ছয়-সহ ৩০ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৩ বলে ২ রান করেছেন। 

    অভিষেক শর্মা ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। ইনিংসে আছে ১০টি ছয় এবং ৫টি চার। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন তিলক ভার্মাও। তিনি ১৫ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করেছেন। এর আগে অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করে টিম ইন্ডিয়া। দুই ব্যাটার মিলে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন। অভিষেক শর্মা ২৮ বলে করেছেন ৮৫ রান। আর, তিলক ভার্মা করেছেন ১২ বলে ২৩ রান। অভিষেক ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। 

    এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 20:46 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ভারতের ৮ম উইকেটের পতন, ফিরলেন অক্ষর প্যাটেল

    ইনিংসের ১ বল বাকি থাকতে রান আউট হন অক্ষর প্যাটেল। লিয়াম লিভিংস্টোন তাঁকে রান আউট করেন। অক্ষর ২টি চার-সহ ১১ বলে ১৫ রান করেছেন। আদিল রশিদের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন অভিষেক শর্মা। তিনি ৫৪ বলে ৭টি চার এবং ১৩টি ছয়ের সাহায্যে ১৩৫ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে এলবিডব্লিউ হন রিংকু সিং। তিনি ৬ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। মার্ক উডের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে ১টি ছয়-সহ ৯ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন শিবম দুবে। তিনি ১৩ বলে ৩টি চার এবং ২টি ছয়-সহ ৩০ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৩ বলে ২ রান করেছেন। 

    অভিষেক শর্মা ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। ইনিংসে আছে ১০টি ছয় এবং ৫টি চার। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন তিলক ভার্মাও। তিনি ১৫ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করেছেন। এর আগে অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করে টিম ইন্ডিয়া। দুই ব্যাটার মিলে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন। অভিষেক শর্মা ২৮ বলে করেছেন ৮৫ রান। আর, তিলক ভার্মা করেছেন ১২ বলে ২৩ রান। অভিষেক ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। 

    এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 20:40 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ভারতের ৭ম উইকেটের পতন, ফিরলেন অভিষেক শর্মা

    আদিল রশিদের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েছেন অভিষেক শর্মা। তিনি ৫৪ বলে ৭টি চার এবং ১৩টি ছয়ের সাহায্যে ১৩৫ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে এলবিডব্লিউ হন রিংকু সিং। তিনি ৬ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। মার্ক উডের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে ১টি ছয়-সহ ৯ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন শিবম দুবে। তিনি ১৩ বলে ৩টি চার এবং ২টি ছয়-সহ ৩০ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৩ বলে ২ রান করেছেন। 

    অভিষেক শর্মা ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। ইনিংসে আছে ১০টি ছয় এবং ৫টি চার। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন তিলক ভার্মাও। তিনি ১৫ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করেছেন। এর আগে অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করে টিম ইন্ডিয়া। দুই ব্যাটার মিলে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন। অভিষেক শর্মা ২৮ বলে করেছেন ৮৫ রান। আর, তিলক ভার্মা করেছেন ১২ বলে ২৩ রান। অভিষেক ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। 

    এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 20:26 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ভারতের ৬ষ্ঠ উইকেটের পতন, ফিরলেন রিংকু সিং-ও

    জোফ্রা আর্চারের বলে এলবিডব্লিউ হলেন রিংকু সিং। তিনি ৬ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। মার্ক উডের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে ১টি ছয়-সহ ৯ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন শিবম দুবে। তিনি ১৩ বলে ৩টি চার এবং ২টি ছয়-সহ ৩০ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৩ বলে ২ রান করেছেন। 

    অভিষেক শর্মা ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। ইনিংসে আছে ১০টি ছয় এবং ৫টি চার। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন তিলক ভার্মাও। তিনি ১৫ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করেছেন। এর আগে অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করে টিম ইন্ডিয়া। দুই ব্যাটার মিলে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন। অভিষেক শর্মা ২৮ বলে করেছেন ৮৫ রান। আর, তিলক ভার্মা করেছেন ১২ বলে ২৩ রান। অভিষেক ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। 

    এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 20:19 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ভারতের ৫ম উইকেটের পতন, ফিরলেন হার্দিক পান্ডিয়া

    মার্ক উডের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়লেন হার্দিক পান্ডিয়া। তিনি ৬ বলে ১টি ছয়-সহ ৯ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে আদিল রশিদের হাতে ধরা পড়লেন শিবম দুবে। তিনি ১৩ বলে ৩টি চার এবং ২টি ছয়-সহ ৩০ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৩ বলে ২ রান করেছেন। অভিষেক শর্মা ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। ইনিংসে আছে ১০টি ছয় এবং ৫টি চার। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন তিলক ভার্মাও। তিনি ১৫ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করেছেন। এর আগে অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করে টিম ইন্ডিয়া। দুই ব্যাটার মিলে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন। অভিষেক শর্মা ২৮ বলে করেছেন ৮৫ রান। আর, তিলক ভার্মা করেছেন ১২ বলে ২৩ রান। অভিষেক ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 20:15 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ভারতের ৪র্থ উইকেটের পতন, ফিরলেন শিবম দুবে

    ব্রাইডন কার্সের বলে আদিল রশিদের হাতে ধরা পড়লেন শিবম দুবে। তিনি ১৩ বলে ৩টি চার এবং ২টি ছয়-সহ ৩০ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৩ বলে ২ রান করেছেন। অভিষেক শর্মা ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। ইনিংসে আছে ১০টি ছয় এবং ৫টি চার। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন তিলক ভার্মাও। তিনি ১৫ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করেছেন। এর আগে অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করে টিম ইন্ডিয়া। দুই ব্যাটার মিলে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন। অভিষেক শর্মা ২৮ বলে করেছেন ৮৫ রান। আর, তিলক ভার্মা করেছেন ১২ বলে ২৩ রান। অভিষেক ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 19:58 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: অভিষেকের সেঞ্চুরির আনন্দের মধ্যেই সূর্যের পতন

    ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৩ বলে ২ রান করেছেন। অভিষেক শর্মা ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। ইনিংসে আছে ১০টি ছয় এবং ৫টি চার। ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন তিলক ভার্মাও। তিনি ১৫ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করেছেন। এর আগে অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করে টিম ইন্ডিয়া। দুই ব্যাটার মিলে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন। অভিষেক শর্মা ২৮ বলে করেছেন ৮৫ রান। আর, তিলক ভার্মা করেছেন ১২ বলে ২৩ রান। অভিষেক ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 19:56 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ১০ ছক্কায় সেঞ্চুরি অভিষেকের, রোহিতের রেকর্ড অক্ষতই

    অভিষেক শর্মা ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। ইনিংসে আছে ১০টি ছয় এবং ৫টি চার। এর আগে ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন তিলক ভার্মা। তিনি ১৫ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করেছেন। এর আগে অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করে টিম ইন্ডিয়া। দুই ব্যাটার মিলে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন। অভিষেক শর্মা ২৮ বলে করেছেন ৮৫ রান। আর, তিলক ভার্মা করেছেন ১২ বলে ২৩ রান। অভিষেক ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 19:47 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ভারতের ২য় উইকেটের পতন

    ব্রাইডন কার্সের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন তিলক ভার্মা। তিনি ১৫ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করেছেন। এর আগে অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করে টিম ইন্ডিয়া। দুই ব্যাটার মিলে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন। অভিষেক শর্মা ২৮ বলে করেছেন ৮৫ রান। আর, তিলক ভার্মা করেছেন ১২ বলে ২৩ রান। অভিষেক ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন। এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 19:42 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: পার্টনারশিপেও সেঞ্চুরি অভিষেক-ভার্মার

    অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করল টিম ইন্ডিয়া। দুই ব্যাটার মিলে ইতিমধ্যে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন। অভিষেক শর্মা ২৮ বলে করেছেন ৮৫ রান। আর, তিলক ভার্মা করেছেন ১২ বলে ২৩ রান। সঞ্জু স্যামসন ফিরলেও ভারত ওয়াংখেড়েতে চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছে। সৌজন্যে অপর ওপেনার অভিষেক শর্মা। তিনি ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেছেন। এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 19:40 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: দ্রুততম একশো ভারতের, ঝলসে যাচ্ছে ইংল্যান্ড

    অভিষেক শর্মা ও তিলক ভার্মার সৌজন্যে মাত্র ৩৯ বলে ১০০ রান করল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসন ফিরলেও ভারত ওয়াংখেড়েতে চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছে। সৌজন্যে অপর ওপেনার অভিষেক শর্মা। তিনি ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেছেন। এর আগে মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 19:26 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: অর্ধশতক অভিষেকের

    সঞ্জু স্যামসন ফিরলেও ভারত ওয়াংখেড়েতে চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছে। সৌজন্যে অপর ওপেনার অভিষেক শর্মা। তিনি ১৭ বলে ৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে অর্ধশতক পূর্ণ করলেন।



  • Feb 02, 2025 19:14 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ভারতের ১ম উইকেটের পতন, ফিরলেন স্যামসন

    মার্ক উডের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়লেন ভারতের উইকেটরক্ষক ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৬ রান করেছেন। তার মধ্যে ১৬ রান নিয়েছেন ম্যাচের প্রথম ওভারে জোফ্রা আর্চারের বলে।



  • Feb 02, 2025 19:11 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: ১ ওভারেই ১৬ রান দিলেন জোফ্রা আর্চার

    ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করে ১ম ওভারেই ১৬ রান দিলেন পেসার জোফ্রা আর্চার। তাঁকে বেধড়ক পেটালেন সঞ্জু স্যামসন। ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে সঞ্জু ১৬ রান করেন।



  • Feb 02, 2025 19:03 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: পিচ রিপোর্ট

    নিক নাইট পিচের রিপোর্ট দিতে গিয়ে বলেছেন, এখানে প্রচুর বাউন্ডারি হয়। লাল মাটির পিচ। কিছু জায়গায় ফাটল আছে। খুব বেশি ঘাস নেই। কিছু জায়গায় আছে। সেটুকুই পেসারদের কাজে লাগাতে হবে। খুব বেশি শিশির পড়েনি। তাই প্রথমে যে দল বোলিং করবে, তারা বেশি সুবিধা পেতে পারে।



  • Feb 02, 2025 18:56 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: দুই দলের একাদশ

    ভারতীয় একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

    ইংল্যান্ড একাদশ: ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।



  • Feb 02, 2025 18:48 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: টস জিতে বোলিং নিয়েছে ইংল্যান্ড

    পুনের মত ওয়াংখেড়েতেও টস জিতেছে ইংল্যান্ড। আর, প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সিরিজ আগের ম্যাচগুলোয় টস জিতেছিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনিও টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন।



  • Feb 02, 2025 18:42 IST

    IND vs ENG 5th T20 Live Cricket Score: নমস্কার! ওয়াংখেড়েতে স্বাগত

    ভারত-ইংল্যান্ড ৫ম তথা সিরিজের শেষ টি২০ ম্যাচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গত চারটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ ইডেনে জিতেছে ভারত। চেন্নাইয়ে দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়াই জিতেছে। ৩য় ম্যাচ রাজকোটে হারলেও পুনেতে ৪র্থ ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ফলে ওয়াংখেড়ের ৫ম তথা সিরিজের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার ম্যাচ। সিরিজের ফল আপাতত ৩-১। অর্থাৎ, সিরিজ বর্তমানে ভারতের পকেটে। 



England Indian Cricket Team Indian Team England Cricket Team India Cricket Team Team-India Team India Team India