IND vs ENG 5th Test Weather Forecast: লন্ডনে সকাল থেকেই বৃষ্টি, ভেস্তে যাবে প্রথম দিনের খেলা? ওভালে আবহাওয়ার খবর কী?

IND vs ENG 5th Test Day 1: AccuWeather জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে এবং দুপুর ৩টে থেকে ৫টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

IND vs ENG 5th Test Day 1: AccuWeather জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে এবং দুপুর ৩টে থেকে ৫টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 5th Test Weather Forecast: ওভাল টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

IND vs ENG 5th Test Weather Forecast: ওভাল টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

IND vs ENG 5th Test Weather Forecast: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) শেষ টেস্টে শুরু থেকেই উত্তেজনা তুঙ্গে। মাঠে বল গড়ানোর আগেই ওভালের পিচ কিউরেটর ও ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের মধ্যে বাগ্‌বিতণ্ডা রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছে। এরই মাঝে আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট (IND vs ENG)।

অধিনায়ক স্টোকস ছাড়াই নামছে ইংল্যান্ড

Advertisment

চোটের কারণে শেষ ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস খেলছেন না। তাঁর পরিবর্তে দলের নেতৃত্বে রয়েছেন ওলি পোপ। অন্যদিকে, শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজ সমতায় আনতে মরিয়া। ইংল্যান্ড এখন ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ম্যাচ ড্র করলেই তারা ট্রফি জিতে নেবে, কিন্তু ভারত জিততে পারলে ট্রফি ভাগাভাগি হবে।

আরও পড়ুন কখন কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট? না জানলে চরম মিস

ম্যাচে প্রবল আত্মবিশ্বাসে ভারতীয় শিবির

Advertisment

চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে দুর্দান্ত লড়াই করে ম্যাচ ড্র করেছে ভারত। শেষ দিনের শুরুতে কোনও রান না করেই দুই উইকেট হারানোর পরও যে লড়াই তারা দেখিয়েছে, তা গর্ব করার মতো। সেই আত্মবিশ্বাস নিয়েই ওভালে ফাইনাল টেস্টে নামছে গিলের দল। সংবাদমাধ্যমে গিল নিজেও এই প্রত্যাবর্তনকে দারুণ বলে স্বীকার করেছেন এবং জানিয়েছেন, শেষ ম্যাচ জিতে সিরিজ সমতায় আনাই এখন প্রধান লক্ষ্য।

আরও পড়ুন বৃষ্টিতে ভেস্তে যাবে পঞ্চম টেস্ট? কপালে 'শনির দশা' টিম ইন্ডিয়ার

ওভাল টেস্টে বৃষ্টির ভ্রুকুটি

তবে প্রথম দিনের খেলায় বিঘ্ন ঘটাতে পারে আবহাওয়া (Weather Forecast)। AccuWeather জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে এবং দুপুর ৩টে থেকে ৫টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি সকালে হালকা বৃষ্টিপাতও হতে পারে, যা টসের সময় পিছিয়ে দিতে পারে।

UK Met Office জানিয়েছে, দিনের শুরু থেকে নির্ধারিত সময় পর্যন্ত ৮০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরো দিনজুড়ে বৃষ্টি চলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও দিনের শেষে আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে।

সব মিলিয়ে, বিতর্ক, দলে পরিবর্তন এবং আবহাওয়ার অনিশ্চয়তার মাঝে জমে উঠেছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির শেষ টেস্ট। এখন দেখার, মাঠে শেষ হাসি হাসে কে, শুভমান গিলের ভারত না কি ওলি পোপের ইংল্যান্ড।

Weather Forecast IND vs ENG Anderson-Tendulkar Trophy