/indian-express-bangla/media/media_files/2025/07/30/ind-vs-eng-5th-test-weather-report-2025-07-30-19-48-32.jpg)
কেমন থাকবে পঞ্চম টেস্ট ম্য়াচের ওয়েদার, জেনে নিন এখনই
IND vs ENG: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শুরু হচ্ছে পঞ্চম টেস্ট ম্য়াচ। এই ম্য়াচটি লন্ডনের দ্য ওভালে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে চলতি সিরিজের চারটে টেস্ট ম্য়াচ খেলা হয়ে গিয়েছে। এরমধ্যে ২ টেস্ট ম্য়াচে জয়লাভ করেছে ইংল্যান্ড। আর ভারত (Indian Cricket Team) জিতেছে মাত্র একটি ম্য়াচে। ম্য়ানচেস্টারে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচটি ড্র হয়ে যায়। টিম ইন্ডিয়ার কাছে এমনিতেই সিরিজ জয় করার কোনও রাস্তা আর খোলা নেই। কিন্তু, যদি তারা এই সিরিজ ড্র করতে চায়, তাহলে ওভাল টেস্টে শুভমানদের যে কোনও মূল্যে জয়লাভ করতেই হবে।
IND vs ENG 5th Test: চরম দুঃসংবাদে ছারখার ইংল্যান্ড শিবির, চোটের কারণে ছিটকে গেলেন সেরার সেরা তারকা
কেমন থাকবে আবহাওয়ার মেজাজ?
ওভাল টেস্ট ম্যাচ চলাকালীন যথেষ্ট বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই ম্য়াচের প্রথম দিন ২০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মনে করা হচ্ছে, সারাদিনই আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। প্রথম দিন এই খারাপ আবহাওয়ার কারণে বোলাররা অতিরিক্ত সুবিধা পেতে পারেন। তবে ম্য়াচের দ্বিতীয় এবং তৃতীয় দিন আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। ম্যাচের চতুর্থ দিনও আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে পঞ্চম দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ICC Rankings: টেস্টে সেরার সেরা জাডেজা-ই, ওভালে নয়া ইতিহাস লিখবেন টিম ইন্ডিয়ার তারকা!
কেমন হবে ওভালের উইকেট?
ওভালে সাধারণত পাটা উইকেট দেখতেই আমরা অভ্যস্ত। শুরুর দিকে বোলাররা এই উইকেট থেকে সামান্য ফায়দা তুলতে পারে। কিন্তু, ম্য়াচ যত সামনের দিকে এগোবে, ততই উইকেটে ফাটল দেখা যাবে। সেক্ষেত্রে স্পিন বোলাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, ওভালের গড় স্কোর ৩৫০-৪০০। এই মাঠে যে দল প্রথমে ব্যাট করতে নামে, তারা অতিরিক্ত সুবিধা পায়। শুরুর দিকে রান করা অনেকটাই সহজ হয়। এই মাঠে এখনও পর্যন্ত মোট ১৭ টেস্ট ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে যে দল প্রথমে ব্যাট করেছে, তারা ৮ ম্য়াচে জিতেছে। আর যারা প্রথমে বল করেছে, তারা জিতেছে ৬ ম্য়াচে। এছাড়া বাকি তিনটে ম্য়াচ ড্র হয়েছে।