IND vs ENG 5th Test: ওভালে ব্রিটিশদের বুকে ছুরি! সিরাজ-কৃষ্ণের আগুনে বোলিংয়ে রুদ্ধশ্বাস জয় ভারতের

IND vs ENG 5th Test Day 5 Highlights: ওভালে স্বপ্নপূরণ টিম ইন্ডিয়ার। সিরাজ-কৃষ্ণদের হার না মানা লড়াইয়ে ব্রিটিশ বধ ভারতের। অবিশ্বাস্য ম্যাচ জেতানো বোলিং মহম্মদ সিরাজ-প্রসিদ্ধ কৃষ্ণের।

IND vs ENG 5th Test Day 5 Highlights: ওভালে স্বপ্নপূরণ টিম ইন্ডিয়ার। সিরাজ-কৃষ্ণদের হার না মানা লড়াইয়ে ব্রিটিশ বধ ভারতের। অবিশ্বাস্য ম্যাচ জেতানো বোলিং মহম্মদ সিরাজ-প্রসিদ্ধ কৃষ্ণের।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 5th Test Day 5: ওভাল টেস্টের শেষদিন অবিশ্বাস্য ম্যাচ জেতানো বোলিং মহম্মদ সিরাজের

IND vs ENG 5th Test Day 5: ওভাল টেস্টের শেষদিন অবিশ্বাস্য ম্যাচ জেতানো বোলিং মহম্মদ সিরাজের

IND vs ENG 5th Test Day 5 Highlights: ওভালে স্বপ্নপূরণ টিম ইন্ডিয়ার। সিরাজ-কৃষ্ণদের হার না মানা লড়াইয়ে ব্রিটিশ বধ ভারতের। অবিশ্বাস্য ম্যাচ জেতানো বোলিং মহম্মদ সিরাজ-প্রসিদ্ধ কৃষ্ণের। আর তাঁর এই বোলিংয়ের জোরেই পঞ্চম দিনে ইংরেজদের নাস্তানাবুদ করে ছাড়ল টিম ইন্ডিয়া। ওভাল টেস্ট জিতে সিরিজ ২-২ শেষ করল ভারত। সিরিজ ড্র হলেও অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ঘরেই রাখল ইংল্যান্ড। কিন্তু ভারতের বোলারদের অনবদ্য লড়াই দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট দুনিয়া।

Advertisment

পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন সিরাজ। জেমি স্মিথকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন সিরাজ। এরপরে ওভার্টনকেও এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। জশ টংকে ক্লিন বোল্ড করেন প্রসিদ্ধ কৃষ্ণ। শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন গাস অ্যাটকিনসন। কিন্তু তিনিও শেষপর্যন্ত আগুনে বোলিংয়ের সামনে উইকেট দিয়ে বসেন। ওভাল টেস্টে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সব জারিজুরি শেষ করে দেন টিম ইন্ডিয়ার মিয়াঁ ভাই।

আরও পড়ুন ৭০ বছরের রেকর্ড ভাঙল ভারত-ইংল্যান্ড! এক টেস্ট সিরিজে সেঞ্চুরির বন্যা, ইতিহাস টিম ইন্ডিয়ার

Advertisment

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রথম উইকেট নিয়েছিলেন সিরাজ। জ্যাক ক্রলিকে বোকা বানিয়ে ক্লিন বোল্ড করেছিলেন। আর শেষ উইকেটও ফেললেন সিরাজ। গাস অ্যাটকিনসনকে ক্লিন বোল্ড করে। এই জয়ের সঙ্গে ওভালে নয়া ইতিহাস লিখল টিম ইন্ডিয়া। প্রায় হেরে বসা একটা টেস্ট ম্যাচকে জেতার ক্ষমতা আর কটা টিম রাখে। কিন্তু সিরাজ-কৃষ্ণদের উপর ভরসা রেখেছিলেন ক্যাপ্টেন শুভমান গিল। তাঁরা দুজনেই সেই ভরসার দাম দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে সিরাজ নিয়েছেন ৫ উইকেট এবং কৃষ্ণ নিয়েছেন ৪ উইকেট।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। ওভালের মাটিতে ইংল্যান্ডকে ৩৭৪ রানের বিশাল টার্গেট দেয় ভারত। শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান, আর ভারতের দরকার ছিল ৪টি উইকেট। কিন্তু এখানেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মহম্মদ সিরাজ। মাত্র ৫ উইকেট নয়, একেবারে ম্যাচ ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার।

সিরাজের পাশাপাশি ঝলকে ওঠেন আরেক পেসার, প্রসিদ্ধ কৃষ্ণ। তিনিও দুই ইনিংস মিলিয়ে তুলে নেন ৮ উইকেট, প্রতিটি ইনিংসেই ৪টি করে।

সিরিজ শেষ হল ২-২ ব্যবধানে

এই সিরিজে দু’দলই দেখিয়েছে রোমাঞ্চ আর লড়াইয়ের অনন্য উদাহরণ।

  • লিডসে খেলা প্রথম টেস্টে ইংল্যান্ড ৫ উইকেটে জয় পায়।

  • এরপর এজবাস্টনে ৩৩৬ রানের বিশাল জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত।

  • লর্ডসের ঐতিহাসিক টেস্টে ইংল্যান্ড ২২ রানে জিতে আবার সিরিজে এগিয়ে যায়।

  • ম্যানচেস্টার টেস্ট ভারত ড্র করে সিরিজে সমতা ফেরায়।

  • শেষ টেস্টে ভারত জয় তুলে নিয়ে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করতে সফল হয়।

যদিও ট্রফি থেকে যাবে ইংল্যান্ডের ঘরে (কারণ ইংল্যান্ড ছিল বর্তমান ট্রফি হোল্ডার), তবে সিরিজের শেষ ম্যাচে ভারতের এই দুর্দান্ত কামব্যাক এবং বোলারদের অনবদ্য লড়াই বহুদিন মনে রাখবে ক্রিকেটবিশ্ব।

 

India vs England IND vs ENG