IND vs ENG: ৭০ বছরের রেকর্ড ভাঙল ভারত-ইংল্যান্ড! এক টেস্ট সিরিজে সেঞ্চুরির বন্যা, ইতিহাস টিম ইন্ডিয়ার

IND vs ENG Test Series 2025: এই সিরিজেই ১৯৫৫ সালে গড়া একটি বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছে ভারত ও ইংল্যান্ড মিলিতভাবে। ৭০ বছর আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজে ২১টি শতরান হয়েছিল।

IND vs ENG Test Series 2025: এই সিরিজেই ১৯৫৫ সালে গড়া একটি বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছে ভারত ও ইংল্যান্ড মিলিতভাবে। ৭০ বছর আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজে ২১টি শতরান হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Most Centuries IND vs ENG: এই সিরিজেই ১৯৫৫ সালে গড়া একটি বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছে ভারত ও ইংল্যান্ড

Most Centuries IND vs ENG: এই সিরিজেই ১৯৫৫ সালে গড়া একটি বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছে ভারত ও ইংল্যান্ড

Most Centuries World Record in IND vs ENG Test Series: ইংল্যান্ডের মাটিতে সাধারণত বোলারদেরই দাপট দেখা যায়। কিন্তু ভারত-ইংল্যান্ড টেস্ট (IND vs ENG) সিরিজ এক বিরল ব্যতিক্রম হয়ে থাকল। এই সিরিজে ব্যাটারদের রাজত্ব দেখা গেছে পাঁচটি ম্যাচ জুড়ে। শতরানের বন্যায় ভেসেছে দুই দলের বোলাররাই। ভারতীয় ব্যাটারদের নিখুঁত ব্যাটিং, ইংল্যান্ডের আক্রমণাত্মক মনোভাব এবং ঐতিহাসিক রেকর্ড ভেঙে দেওয়ার দৃশ্য এই সিরিজকে স্মরণীয় করে রাখবে।

Advertisment

এই সিরিজেই ১৯৫৫ সালে গড়া একটি বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England) মিলিতভাবে। ৭০ বছর আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজে ২১টি শতরান হয়েছিল। এবার সেই সংখ্যায় পৌঁছাল ভারত-ইংল্যান্ড সিরিজও।

জয়সোয়াল, ব্রুক, রুট- একের পর এক শতরানের উৎসব

Advertisment

ওভাল টেস্টের তৃতীয় দিনে যশস্বী জয়সোয়াল সিরিজের ১৯তম শতরানটি করেন। পরদিন, চতুর্থ দিনে ইংল্যান্ডের দুটি বড় ইনিংসের প্রয়োজন ছিল। আর সেই দায়িত্ব কাঁধে তুলে নেন হ্যারি ব্রুক ও জো রুট। ব্রুক সিরিজের ২০তম শতরান করেন, রুট যোগ করেন ২১তম। আর তাতেই সমান হল ১৯৫৫ সালের সেই ঐতিহাসিক রেকর্ড।

আরও পড়ুন ভারতের বিরুদ্ধে ইতিহাস গড়লেন জো রুট, এক ইনিংসে ভাঙলেন একাধিক রেকর্ড

ভারতের ১২টি শতরানের নজির

এই সিরিজে ইংল্যান্ডের ব্যাটাররা মোট ৯টি শতরান করেছেন, আর ভারতীয় ব্যাটারদের শতরান সংখ্যা ১২। সব মিলিয়ে ২১টি শতরান, যা বিশ্বের টেস্ট ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী মুহূর্ত। ২০০৩-০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সিরিজে ২০টি শতরান হয়েছিল। সেই রেকর্ডও এবার ছাপিয়ে গেল।

আরও পড়ুন ৯৩ বছর পর ইংল্যান্ডে ইতিহাস 'স্যর' জাডেজার, কিংবদন্তিকে টেক্কা দিয়ে সব রেকর্ড তছনছ

শুভমানের নেতৃত্বে গর্বিত ভারত

ভারতের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনও এক টেস্ট সিরিজে একটি দল ১২টি শতরান করেছে। বিশ্ব ক্রিকেটে এটি মাত্র চতুর্থ ঘটনা। অধিনায়ক শুভমান গিল নিজেই এই সিরিজে ৪টি শতরান করেছেন এবং একাধিক রেকর্ড নিজের নামে লিখিয়েছেন। তাঁর নেতৃত্বে ভারত এক অনন্য রেকর্ড গড়েছে। এক টেস্ট সিরিজে সর্বাধিক শতরান করা দলের তালিকায় উঠে এসেছে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার পাশে।

আরও পড়ুন ইংল্যান্ডের বিরুদ্ধে 'ইতিহাস' সিরাজ, বুমরাহের পর গড়লেন মহা রেকর্ড!

এক নজরে সেই ঐতিহাসিক সিরিজগুলো:

  • অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (১৯৫৫)- ২১ শতরান

  • পাকিস্তান বনাম ভারত (১৯৮২-৮৩)- ১২ শতরান (এক দলের)

  • দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০০৩-০৪)- ২০ শতরান

  • ভারত বনাম ইংল্যান্ড (২০২৫)- ২১ শতরান
world record India vs England IND vs ENG