Advertisment

IND vs ENG  5th Test Playing 11: ধর্মশালা টেস্টেই বড় সিদ্ধান্ত! টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ছেন এই নামি তারকা, প্ৰথম ১১ প্রায় চূড়ান্ত

India vs England  5th Test Playing XI: ঘরোয়া ক্রিকেটে মধ্য চল্লিশের গড় নিয়ে আন্তর্জাতিক স্তরে নেমেছিলেন রজত পাতিদার। তবে তিন টেস্টেই সুবিধা করতে পারেননি। শাপমোচনের মোক্ষম সুযোগ পাচ্ছেন তিনি ধর্মশালায়। একইভাবে একশো টেস্টের মুখে দাঁড়িয়ে থাকা জনি বেয়ারস্টো ফর্ম হারিয়েছেন। গোটা সিরিজেই ফর্মে নেই। ভালো সূচনা করেও বড় রানে ইনিংস কনভার্ট করতে পারছেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 4th Test Match Report, India vs England 4th Test Match Report, IND vs ENG Test Match Report

India vs England 4th Test Match Report: রাঁচিতেই সিরিজের ফয়সালা করে ফেলল টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

India vs England  5th Test Playing 11 Prediction: সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। তবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দৃষ্টিভঙ্গিতে দুই দলের কাছেই ধর্মশালা টেস্ট অসীম গুরুত্ব নিয়ে হাজির হচ্ছে। তাছাড়া জনি বেয়ারস্টো এবং রবিচন্দ্রন অশ্বিন দুই তারকাই একশোতম টেস্ট খেলতে নামছেন। ব্যক্তিগত মাইফলকের দৃষ্টিকোন থেকেও ধর্মশালা স্রেফ অন্য আর পাঁচটা টেস্টের মত নয়।

Advertisment

রজত পাতিদার-ও সম্ভবত শেষ সুযোগ পেতে চলেছেন হিমাচলের দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামে। ঘরোয়া ক্রিকেটে মধ্য চল্লিশের গড় নিয়ে আন্তর্জাতিক স্তরে নেমেছিলেন রজত পাতিদার। তবে তিন টেস্টেই সুবিধা করতে পারেননি। শাপমোচনের মোক্ষম সুযোগ পাচ্ছেন তিনি ধর্মশালায়। একইভাবে একশো টেস্টের মুখে দাঁড়িয়ে থাকা জনি বেয়ারস্টো ফর্ম হারিয়েছেন। গোটা সিরিজেই ফর্মে নেই। ভালো সূচনা করেও বড় রানে ইনিংস কনভার্ট করতে পারছেন না। বাদ দেওয়ার দাবি উঠে গিয়েছে। এমন অবস্থায় নিজেকে প্রমাণের জন্য শততম টেস্টের মঞ্চ- আর ভালো কি হতে পারে ইংলিশ ব্যাটারের কাছে।

আরও পড়ুন- অপকর্মের হোতা ভারতকে বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ-ই! জুয়াড়ি ছেলেকে নিয়ে কেলেঙ্কারি এবার প্রকাশ্যে

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক:

পাতিদার ধাঁধা: রাঁচিতে মিডল অর্ডারের এই ব্যাটার আরও একবার ব্যর্থ হয়েছেন। তবে রাঁচির পিচ গোটা সিরিজের সবথেকে চ্যালেঞ্জ নিয়ে আবির্ভূত হয়েছিল। অসম বাউন্সের এজ পিচে পতিদারের ফুটওয়ার্ক সমালোচনার জন্ম দিয়েছে। এমন অবস্থায় প্ৰভাব ফেলতে ব্যর্থ হওয়া তারকাকে বাদ দিয়ে গুরুত্বহীন ম্যাচে দেবদূত পাড়িক্কলের মত নতুন মুখকে সুযোগ দেওয়া হবে, এমন সম্ভবনা ভীষণ-ই কম।

বুমরা বসছেন, বাইরে কে?
রাঁচি টেস্টে বিশ্রামে থাকা বুমরাকে ফেরানো হয়েছে ধর্মশালায়। বুমরার জায়গায় খেলতে নেমে রাঁচি টেস্টের প্ৰথম দিন মাতিয়ে দিয়েছিলেন আকাশ দীপ। প্ৰথম দিনের ময়েশ্চার ভর্তি উইকেটের পূর্ণ সুবিধা নিয়েছিলেন বাংলার পেসার। দুরন্ত সিম পজিশন নিয়ে বিব্রত করেছিলেন ইংলিশ ব্যাটিং লাইনআপকে। সম্ভবত ধর্মশালাতেও বুমরার সঙ্গী হবেন তিনি। বাইরে যাবেন মহম্মদ সিরাজ।

অশ্বিনের সেঞ্চুরি:
টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল স্পিনার হিসাবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন আর অশ্বিন। রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসের আগে অশ্বিন গোটা সিরিজেই নিজের মান অনুযায়ী কিছুটা নিষ্প্রভ ছিলেন। তবে ধোনির শহরের দ্বিতীয় ইনিংসে নিজের পুরনো ছন্দে ধরা দিয়েছেন তারকা। শেষ টেস্টে নিজের মাইলফলক টেস্টেও যেন তিনি সেই ছন্দ ধরে রাখেন, সেটাই চাইবে টিম ইন্ডিয়া।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, আর অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, আকাশ দীপ

Indian Cricket Team Jasprit Bumrah Mohammed Siraj Indian Team England Cricket Team
Advertisment