Advertisment

IND vs ENG Squad 5th Test: ইংল্যান্ডকে পিষে ফেলতে দল ঘোষণা ভারতের! ফের অভিষেক ঘটছে আরও এক ভারতীয় তারকার

IND vs ENG, 5th Test: জসপ্রীত বুমরাকে শেষ টেস্টের জন্য ফেরানো হল। চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তারকা বোলারকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বুমরা তো বটেই মহম্মদ সিরাজকেও রাজকোট টেস্টে রেস্ট দেওয়া হয়েছিল। তবে ধর্মশালায় পেস সহায়ক পিচে পূর্ণ শক্তির বোলিং আক্রমণ নিয়েই নামবে ভারত।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 5th Test Weather Report, IND-ENG Dharamsala, Dharamsala Weather Forecast

IND vs ENG 5th Test Weather Report: কনকনে ঠান্ডায় পঞ্চম টেস্টে খেলবে দুই দল (টুইটার)

India vs England 5th Test Squad: সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। ধর্মশালায় ৭ মার্চ থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্ট নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। সেই টেস্টের একসপ্তাহ আগেই বিসিসিআইয়ের তরফে পঞ্চম টেস্টের জন্য পরিমার্জিত স্কোয়াড ঘোষণা করে দেওয়া হল।

Advertisment

জসপ্রীত বুমরাকে শেষ টেস্টের জন্য ফেরানো হল। চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তারকা বোলারকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বুমরা তো বটেই মহম্মদ সিরাজকেও রাজকোট টেস্টে রেস্ট দেওয়া হয়েছিল। তবে ধর্মশালায় পেস সহায়ক পিচে পূর্ণ শক্তির বোলিং আক্রমণ নিয়েই নামবে ভারত। অন্তত স্কোয়াড ঘোষণা থেকে সেরকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বুমরাকে ফেরানো হয়েছে। সিরাজের সঙ্গে মুকেশ কুমার তো বটেই রাঁচি টেস্টের আবিষ্কার আকাশ দীপকে স্কোয়াডে রেখে দল সাজানো হয়েছে।

তবে কেএল রাহুলের সার্ভিস পাচ্ছে না ভারত। হায়দরাবাদ এবং ভাইজ্যাগ টেস্টে খেলা তারকা কোয়াড্রিসেপস মাসলে চোটের শিকার হয়েছিলেন। বোর্ডের তরফে রাজকোট টেস্টের আগে জানানো হয়েছিল রাহুল ৯০ শতাংশ ফিট। তবে রাহুলকে গোটা সিরিজেই আর পাবে না ভারত। শেষ টেস্টের স্কোয়াডেও নেই তিনি। মাঠে তারকা ব্যাটারকে ফেরানোর জন্য কোনওরকম তাড়াহুড়ো করতে রাজি নয় বোর্ড। জানা যাচ্ছে ইংল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছেন রাহুল।

আরও পড়ুন- বোর্ডের একের পর এক সুযোগ-সুবিধা বন্ধ! কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ে ধ্বংস হল ঈশান-শ্রেয়স ভবিষ্যৎ

বিরাটের অনুপস্থিতিতে শ্রেয়স আইয়ার নজর কাড়তে পারেননি। তাঁর জায়গায় রজত পাতিদার ছয় ইনিংস খেলে টিম ম্যানেজমেন্টকে প্রভাবিত করতে পারেননি। তাঁকে স্কোয়াডে রাখা হলেও ধর্মশালায় সম্ভবত সিরিজের পঞ্চম তারকা হিসাবে অভিষেক ঘটিয়ে ফেলতে পারেন দেবদূত পাড়িক্কল। রাহুলের জায়গায় পাঁচ নম্বর পজিশনে সরফরাজ খান টিম ইন্ডিয়াকে ভরসা জোগানোর ইঙ্গিত দিয়েছেন।

স্পিনার-অলরাউন্ডার হিসাবে স্কোয়াডে থাকা ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার থেকে রঞ্জির সেমিতে মুম্বইয়ের বিপক্ষে তামিলনাড়ুর হয়ে খেলবেন তারকা। সেই ম্যাচ শেষ হলে টিম ইন্ডিয়ার প্রয়োজন হলে তিনি যোগ দেবেন জাতীয় দলের স্কোয়াডে।

এদিকে, বিশ্বকাপের পর এখনও মাঠে নামেননি মহম্মদ শামি। তাঁর একিলিস টেন্ডনে অস্ত্রোপচার হয়েছে লন্ডনে। আপাতত তিনি এনসিএ-তে রিহ্যাব সারবেন।

পঞ্চম টেস্টে ভারতের পরিমার্জিত স্কোয়াড:
রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সরফরাজ খান, দেবদূত পাড়িক্কল, রজত পাতিদার, ধ্রুব জুরেল, কেএস ভরত, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ

Indian Cricket Team Jasprit Bumrah Indian Team England Cricket Team
Advertisment