India Cricket Team Full Squad, Players List: ঈশান কিষানকে (Ishan Kishan) সাফ বার্তা দেওয়া হল। দক্ষিণ আফ্রিকায় মানসিক অবসাদের কারণে ছুটি নেওয়া ঈশানকে দলে জায়গা করে নেওয়ার জন্য এবার ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম যে দুই টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তাতে উপেক্ষিত রাখা হয়েছে ঈশানকে। প্ৰথমবার জাতীয় দলের স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ২২ বছরের কিপার ব্যাটার ধ্রুব জুরেলকে।
মহম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণ:
মহম্মদ শামিকে নিয়ে টিম ম্যানেজমেন্ট তাড়াহুড়ো করতে চায় না। জানা যাচ্ছে, সিরিজের শেষ দিকের টেস্টে শামিকে ফেরানো হতে পারে তারকাকে। জায়গা পাননি প্রসিদ্ধ কৃষ্ণও। কেন? দক্ষিণ আফ্রিকায় অভিষেক ঘটানো তারকাকে নাকি বাদ দেওয়া হয়নি। জানা যাচ্ছে, রঞ্জিতে কর্ণাটকের হয়ে গুজরাটের বিপক্ষে আহমেদাবাদে খেলার সময় কোয়াড্রিসেপস মাসলে চোট পেয়েছেন। ১৪.৫ ওভার বোলিং করেই মাঠ ছাড়েন তিনি।
ঈশান কিষান কেন বাদ?
আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজ চলছে। এরপরেই ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু হয়ে যাচ্ছে পাঁচ টেস্টের সিরিজ। দক্ষিণ আফ্রিকায় মিশ্র ফলাফল হলেও দলে ব্যাপক রদবদলের সম্ভবনা কম ছিল। একমাত্র দেখার বিষয় ছিল উইকেটকিপার হিসাবে কাকে নেওয়া হয়। কেএল রাহুল দক্ষিণ আফ্রিকায় টেস্টে কিপিং করেছেন। তবে ঘরের মাঠে টার্নিং ট্র্যাকে জাদেজা-অশ্বিন-কুলদীপ-অক্ষরদের সামলানোর জন্য তাঁর অনভ্যস্ত গ্লাভসে টিম ইন্ডিয়া ভরসা রাখে কিনা, সেটা ছিল দেখার।
আরও পড়ুন- আর আদেশ মানা নয়, জয় শাহের বোর্ডের সঙ্গে বিদ্রোহের পথেই ঈশান! বিরাট আপডেট সরাসরি
টিম ম্যানেজমেন্টের একাংশ এই কারণেই ঈশানকে ফিরিয়ে নেওয়ার পক্ষপাতী ছিলেন। তাছাড়া বাঁ হাতি ব্যাটার হিসাবে তিনি দলে নতুনত্ব আমদানি করতে পারবেন, এমনটাই ছিল চালু ধারণা। তবে আপাতত ঈশানকে অপেক্ষা করতে হবে। লোয়ার অর্ডারে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার মত দুই বাঁ হাতি থাকায় ঈশানকে নির্বাচকরা নিতে চাননি।
কেএল রাহুল-ই একনম্বর কিপার:
ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, কেএল রাহুলকেই দলের একনম্বর কিপার হিসাবে ভাবা হচ্ছে। তবে প্ৰথম টেস্টের আগে অনুশীলনে কেমন পারফর্ম করছেন তিনি, সেদিকে কড়া নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের। ৩১ বছরের তারকা সীমিত ওভারের ফরম্যাটে বেশ কয়েক বছর ধরেই কিপিং করছেন। তবে দেশের মাঠে স্পিনিং ট্র্যাকে রাহুলের উইকেটকিপিং দক্ষতা পরীক্ষিত নয়। সবথেকে খারাপতম সিচুয়েশনে ফেরত যাওয়া হবে কেএস ভরতের কাছে। তবে রাহুলের কিপিংয়ের অর্থ দলের ব্যাটিং আরও শক্তিশালী হবে।
কে এই ধ্রুব জুরেল?
উত্তরপ্রদেশের ২২ বছরের কিপার-ব্যাটার ধ্রুব জুরেল দক্ষিণ আফ্রিকায় এ দলের সফরের অংশ ছিলেন। এছাড়াও ঘরের মাঠে ইংল্যান্ড লায়ন্স দলের বিপক্ষেও খেলবেন তিনি ভারতীয়-এ দলের হয়ে। প্ৰথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচে যথেষ্ট প্রভাব ফেলার মত গড় রয়েছে তাঁর- ৪৬.৪৭। টেকনিক্যালি বেশ জমাটি ব্যাটার ধরা হয় ধ্রুবকে।
সীমিত ওভারের ক্রিকেটে বারবার ভারতের ব্যাটিং হোঁচট খেলেও টেস্টে ব্যাটিং ভারতের বরাবরের শক্তি। টার্নিং ট্র্যাকে ভারত তিন স্পিনার- অক্ষর, জাদেজা, অশ্বিনকে নিয়ে দল সাজায়। এতে নয় নম্বর পর্যন্ত ভারতের ব্যাটিংয়ের শক্তি বজায় থাকে। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচেও লোয়ার অর্ডার বারবার ব্যাট হাতে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে।
আবারও রিজার্ভ বেঞ্চে কুলদীপ?
ভারত যে দেশের মাটিতে স্পিন অধ্যুষিত আক্রমণ সাজাবে, সেটা প্রত্যাশিত-ই। সেই কারণেই ১৬ জনের স্কোয়াডে চারজন স্পিনারকে রাখা হয়েছে। সীমিত ওভারের ফরম্যাটে গত ১৪ মাস ধরে সর্বাধিক উইকেট পাওয়া কুলদীপকে ডেকে নেওয়া হয়েছে পুনরায় টেস্টে। তবে তিনি সম্ভবত রিজার্ভ বেঞ্চ গরম করবেন। ২০২২-এ বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দুরন্ত পারফর্ম করলেও তারপর আর টেস্টে ডাক পাননি তারকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুরো বর্ডার-গাভাসকার ট্রফিই বেঞ্চে কাটিয়েছিলেন। এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটার সমূহ সম্ভবনা রয়েছে।
গিলের দিকে থাকছে কড়া নজর:
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবর বলছে, শুভমান গিলের টেস্ট কেরিয়ার নিয়ে টিম ম্যানেজমেন্ট রীতিমতো উদ্বিগ্ন। সীমিত ওভারের ফরম্যাটে নিজের জায়গা পাকা করে ফেললেও গিলের টেস্ট কেরিয়ার এখনও উড়ানের অপেক্ষায়। বোলাররা গিলের একাধিক দুর্বলতা বের করে ফেলেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদে টেস্ট শতরান করার পর গিল নয় টেস্ট ইনিংসে একবার মাত্র ৩০ ছুঁয়েছেন।ইংল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম দুই টেস্টেও ব্যর্থ হলে শুভমান গিল সম্ভবত বাদ পড়তে পড়বেন সিরিজের শেষ তিন টেস্টে। অপেক্ষায় থাকা রজত পতিদার কিংবা অভিমন্যু ঈশ্বরণকে ডেকে নেওয়া হবে। শ্রেয়স আইয়ারকে নিয়েও উদ্বেগের প্রহর রয়েছে টিম ম্যানেজমেন্টের। তবে ঘরের মাঠে স্পিন-নির্ভর পরিবেশে শ্রেয়সের রেকর্ড যথেষ্ট ভালো। মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাটিং ট্রাম্প কার্ড হবে, এমনটাই ধরা হচ্ছে।
ভারতীয় ব্যাটিং এই মুহূর্তে পূজারা-রাহানেদের বাতিল করে এক রূপান্তর পর্বের মধ্যে রয়েছে। তাই টিম ম্যানেজমেন্ট তরুণদের ওপর আস্থা রাখায় পক্ষপাতী। সেই আস্থার মর্যাদা কি ভারতের তরুণ ব্রিগেড দিতে পারবে প্ৰথম দুই টেস্টে, সেটাই আপাতত দেখার।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেএস ভরত, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা, আবেশ খান