India vs England test series: জসপ্রীত বুমরাকে চতুর্থ টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে একদিন আগেই। ধোনির শহর রাঁচিতে অভিষেক ঘটতে চলেছে বাংলার ২৭ বছরের পেসার আকাশ দীপের।
বোর্ডের পাঠানো প্রেস বিবৃতিতে মঙ্গলবার রাতে বলা হয়েছিল, জসপ্রীত বুমরাকে চতুর্থ টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে বুমরা যে পরিমাণ ক্রিকেট খেলেছেন এবং চলতি দীর্ঘ সিরিজের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
আরও পড়ুন: এই বিদেশি তরুণীর হৃদয়েই জমা যশস্বীর ভালোবাসা! তিন বছরের লুকোনো সম্পর্ক হঠাৎ ফাঁস
চতুর্থ টেস্টে মহম্মদ সিরাজের পেস বোলিং পার্টনার হওয়ার জন্য টিম ইন্ডিয়ার কাছে অপশন ছিল দুজন। দুজনেই বাংলার- মুকেশ কুমার এবং আকাশ দীপ। তবে দুজনের মধ্যে শিকে ছিঁড়তে পারে আকাশ দীপের। ইন্ডিয়া-এ দলের হয়ে কয়েকদিন আগেই ইংল্যান্ড লায়ন্স-এর বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছিলেন আকাশ দীপ। দুই ম্যাচে ১০ উইকেটও তুলে নিয়েছিলেন। টিম ম্যানেজমেন্ট বাংলার উঠতি তারকার বোলিংয়ে এতটাই প্রভাবিত যে বুমরার বিকল্প হিসেবে প্রথম একাদশে আকাশ দীপকেই ভাবা হচ্ছে।
ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে মুকেশ এবং আকাশ দুজনেই একসঙ্গে বোলিং করেন। ৩০ প্ৰথম শ্রেণির ম্যাচে আকাশ দীপ ২৩.৫৮ গড়ে ১০৪ উইকেট তুলে নিয়েছেন। মুকেশ ভাইজ্যাগ টেস্টে সুযোগ পেয়েও প্রভাব ফেলতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে ১২ ওভার বল পেয়েও পাটা পিচে কোনও উইকেট শিকারির অপশন হিসাবে নিজেকে জানান দিতে পারেননি। তাঁর একমাত্র উইকেট ছিল ইংরেজ ব্যাটিং লাইনআপের ১০ নম্বর ব্যাটার শোয়েব বশির।