Advertisment

IND vs ENG 5th Test Match Playing 11: সিরিজ ফয়সালা আগেই, তবু শেষ নয় টিম ইন্ডিয়ার চমক! জোড়া বদল ধর্মশালা টেস্টে

India vs England predicted 11: জিতলে ভারতের ঝুলিতে বেশ কিছু পয়েন্ট ঢুকবে। আর, সেসব মাথায় রেখেই ধর্মশালায় বৃহস্পতিবার থেকে টেস্ট খেলতে নামছে রোহিত বাহিনী। ইতিমধ্যেই দলে ফিরে আসছেন বুমরাহ।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 5th Test Weather Report, IND-ENG Dharamsala, Dharamsala Weather Forecast

IND vs ENG 5th Test Weather Report: কনকনে ঠান্ডায় পঞ্চম টেস্টে খেলবে দুই দল (টুইটার)

India vs England test series: বৃহস্পতিবার থেকে হিমাচল প্রদেশের ধর্মশালায় শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। তার আগে সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে চলছে ব্যাপক জল্পনা। তার মধ্যেই প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রথম একাদশে অন্ততপক্ষে দুটি পরিবর্তন করতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

Advertisment

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারত ইতিমধ্যেই ৩-১-এ জিতে গিয়েছে। তারপরও ধর্মশালার পঞ্চম ম্যাচ ভারত হালকা ভাবে নিতে নারাজ। কারণ, আইসিসি বিশ্ব টেস্ট ব়্যাঙ্কিংয়ে এই জয়পরাজয়ের বিরাট মূল্য আছে। জিতলে ভারতের ঝুলিতে বেশ কিছু পয়েন্ট ঢুকবে। আর, সেসব মাথায় রেখেই ধর্মশালায় বৃহস্পতিবার থেকে টেস্ট খেলতে নামছে রোহিত বাহিনী। ইতিমধ্যেই দলে ফিরে আসছেন বুমরাহ।

ধর্মশালার আবহাওয়ায় বল সুইং করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি, ফাস্ট উইকেট। সেই জন্য বুমরাহর গতিময় বোলিং ভারতের কাজে আসতে পারে। সেই কারণে তাঁকে প্রথম একাদশে রাখা হবে। গাভাসকারের মত বিশেষজ্ঞরা ইতিমধ্যেই রোহিত বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ধর্মশালার ম্যাচটা কিন্তু, অন্যরকম হতে পারে। কারণ, হিমাচলপ্রদেশের এই অঞ্চলের আবহাওয়া এক্কেবারে ইংল্যান্ডের মত। এখনও বৃষ্টি আর বরফ পড়া চলছে। ফলে বেশ ঠান্ডা। আর, ম্যাচে সেটা রীতিমতো ভোগাতে পারে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় অভ্যস্ত ভারতীয় খেলোয়াড়দের।

এই পরিস্থিতিত বুমরাহ দলে ঢুকলে, তাঁর সঙ্গেই সুযোগ পেতে পারেন আকাশদীপ অথবা কুলদীপের মধ্যে কোনও একজন। তবে, এক্ষেত্রে কুলদীপের সম্ভাবনাই বেশি। কারণ, ধর্মশালার এই মাঠে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। ওই ম্যাচে কুলদীপের পারফরম্যান্সও ভালো ছিল। তবে, কুলদীপরা দলে ঢুকলেও রজত পাতিদার প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন। কারণ, পরপর টেস্টগুলোয় রজত তেমন কিছুই করে দেখাতে পারেননি। তাই, তাঁর জায়গায় দেবদত্ত পারিক্কলকে একবার পরখ করে দেখে নিতে পারেন নির্বাচকরা। এই ম্যাচেই আবার তাঁর শততম টেস্ট পূর্ণ করবেন অশ্বিন।

তবে, শুধু ভারতই নয়, পঞ্চম টেস্ট ম্যাচে ইংল্যান্ডও দলে বদল আনতে পারে। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন, বোলারদের অদলবদল করতে পারে বেন স্টোকসের দল। সেক্ষেত্র ওলি রবিনসনের জায়গায় মার্ক বুই দলে জায়গা পেতে পারেন। তার মধ্যেই ইংল্যান্ড দলের কাছে সুখবর, জনি বেয়ারস্টো এই ম্যাচেই অশ্বিনের মত তাঁর শততম টেস্ট খেলবেন।

আরও পড়ুন- ভয়ানক জালিয়াতির শিকার সরফরাজের বাবা! কেলেঙ্কারি ফাঁস করে ফুঁসে উঠলেন নওশাদ

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, দেবদত্ত পারিক্কল/রজত পাতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জ্যাক ক্রলি, বেন ডকেট, অলি পোপ, জোট রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফকস (উইকেটরক্ষক), টম হার্টলে, শোয়েব বশির, মার্ক বুড, জেমস অ্যান্ডারসন।

England Cricket Team Indian Cricket Team Test cricket
Advertisment