Jasprit Bumrah ICC rankings: ইতিহাস লিখলেন জসপ্রিত বুমরা। বুধবার প্রথম ভারতীয় পেসার হিসেবে তিনি এক নম্বর টেস্ট বোলারের স্বীকৃতি আদায় করে নিলেন। ৩০ বছর বয়সি এই ভারতীয় বোলার ভাইজাগে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। ৯ উইকেট নিয়ে ভারতকে সিরিজে সমতা আনতে সাহায্য করেছেন। যার সৌজন্যে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিনকেও ছাপিয়ে গেলেন।
গত বছরের মার্চ থেকে এই সেরা টেস্ট বোলারের আসন ছিল ভারতীয় স্পিনার অশ্বিনের দখলে। তাঁকে ছাপিয়েই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন বুমরা। তালিকায় দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। অশ্বিন পিছিয়ে গিয়ে এখন তিন নম্বর। চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। আর, পাঁচ নম্বরে আছেন অস্ট্রেলিয়ারই হ্যাজলউড।
বুধবারই টেস্ট বোলারদের ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। বুমরা এই প্রথম টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান পেলেও টি-২০ এবং একদিনের ফরম্যাটে আগেই বিশ্বসেরা হয়েছিলেন। ফলে তিন ধরনের ক্রিকেটেই কোনও না-কোনও সময় তিনি বিশ্বসেরার কৃতিত্ব অর্জন করলেন। এই কৃতিত্ব ভারত তো বটেই, বিশ্বের আর কোনও বোলারের নেই। এর পাশাপাশি, ভারতের থেকে প্রথম পেস বোলার এবং চতুর্থ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে বুধবার শীর্ষস্থানে পৌঁছলেন। তাঁর আগে ভারত থেকে বিশ্বসেরা বোলার হয়েছেন বিষেণ সিং বেদি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ইতিমধ্যেই কেরিয়ারে মোট ৪৯৯ উইকেট নিয়ে ফেলেছেন বুমরাহ।
বুমরার সঙ্গে ইতিমধ্যেই অনেকে ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা এবং উমেশ যাদবদের তুলনা টেনেছেন। এই সব বোলারদের মত নতুন বলে সুইং করানোর পাশাপাশি পুরোনো বলেও রিভার্স করাতে পারেন বুমরা। অস্ট্রেলিয়ার পেসাররাও বুমরাহর গুণমুগ্ধ। নতুন নজির গড়ায় বুমরা স্থান পেলেন সতীর্থ বিরাট কোহলির পাশে।
বিরাট কোহলিও ক্রিকেটের তিন ফরম্যাটে কোনও না-কোনও সময় বিশ্বসেরা হয়েছেন। বুমরা ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওয়ান ডে ক্রিকেটে প্রথমবার বিশ্বসেরা হয়েছিলেন। ২০২২-এর জুলাইয়ে তিনি শেষবার ওয়ান ডে ফরম্যাটে বিশ্বসেরা বোলার হন। বর্তমানে অবশ্য তাঁর ওয়ান ডে ব়্যাঙ্কিং ছয়। আবার তারও আগে ২০১৭ সালের নভেম্বরে তিনি টি২০ ফরম্যাটে বিশ্বসেরা হয়েছিলেন। বর্তমানে যদিও বুমরাহর টি-২০ ব়্যাঙ্কিং ১০০।