Advertisment

Jasprit Bumrah: ইংল্যান্ডকে কাঁপিয়ে দেওয়া ভারতীয় সুপারস্টারই নেই রাঁচি টেস্টে! সুযোগের অপেক্ষায় বাংলার দুই তারকা

Replacement of Jasprit Bumrah for 4th test in Ranchi: বল হাতে টানা তিন টেস্টে ইংল্যান্ডের নাভিশ্বাস তুলে দিয়েছেন জসপ্রীত বুমরা। আপাতত তিনিই সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। আর বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য চতুর্থ টেস্টে রাঁচিতে বিশ্রাম দেওয়া হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs England 3rd Test, Team India, Rajkot Test

IND vs ENG: ভারত বনাম ইংল্যান্ড সিরিজের চতুর্থ ম্যাচ রাঁচিতে (বিসিসিআই টুইটার)

IND vs ENG 4th test at Ranchi: রাজকোটে ইংল্যান্ডকে ৪৩৪ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ এগিয়েছে টিম ইন্ডিয়া। হায়দ্রাবাদে প্ৰথম টেস্ট হারের পর ভারত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুটো টেস্ট জিতে ফেলল। আর ভারতের জয়ে দলগত পারফরম্যান্স তো বটেই ব্যক্তিগত নৈপুণ্যও ফারাক গড়ল।

Advertisment

বল হাতে টানা তিন টেস্টে ইংল্যান্ডের নাভিশ্বাস তুলে দিয়েছেন জসপ্রীত বুমরা। আপাতত তিনিই সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। আর বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য চতুর্থ টেস্টে রাঁচিতে বিশ্রাম দেওয়া হবে। ভাইজ্যাগ টেস্টে যেমন বিশ্রাম দেওয়া হয় মহম্মদ সিরাজকে।

সিরাজ না থাকায় ভাইজ্যাগ টেস্টে একাই বল হাতে ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরা। ১০৬ রানে ভারত জয় পেয়েছিল বুমরার ৯ শিকারে ভর করে। চলতি সিরিজে বুমরা ৮০.৫ ওভার বল করে ১৭ উইকেট নিয়েছেন ১৩.৬৫ গড়ে।

আরও পড়ুন- রোহিত না চাইলেও মাঠ ছাড়ছিলেন সরফরাজ-যশস্বী! মাঠেই বেনজির বিভ্রান্তিতে ফাঁসল টিম ইন্ডিয়া

আর বুমরাকে বিশ্রামে পাঠানো চূড়ান্ত হয়ে যাওয়ার পর টিম ম্যানেজমেন্টের ভাবনা পরিবর্ত হিসাবে কাকে খেলানো হবে? সিরাজকে একা সিমার হিসাবে খেলিয়ে বাড়তি একজন স্পিনার অন্তর্ভুক্ত করা নাকি সিরাজের সঙ্গী হিসেবে আরও এক পেসার নেওয়া হবে- তা ঠিক হয়ে যাবে আগামী কয়েক ঘন্টাতেই।

বুমরার জায়গায় রাঁচি টেস্টে কে খেলতে পারেন, দেখে নেওয়া যাক অপশন:

মুকেশ কুমার- ৩০ বছরের এই বাংলার পেসার তিন টেস্ট খেলে ফেলেছেন ইতিমধ্যেই। তবে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। ভাইজ্যাগ টেস্টে ওয়ানডের মেজাজে রান খরচ করেছিলেন। তারপর তৃতীয় টেস্টের জায়গা না দিয়ে তাঁকে বাংলার হয়ে খেলতে ছেড়ে দেওয়া হয় রঞ্জি ট্রফির লিগ ম্যাচ খেলার জন্য।

আর ঘরোয়া ক্রিকেটে ফিরেই আলো জ্বালিয়েছেন মুকেশ। ইডেনে ঘরের মাঠে প্ৰথমবার প্ৰথম শ্রেণির ক্রিকেট কেরিয়ারে ১০ উইকেট শিকার করেছেন। বিহারের বিপক্ষে কেরিয়ারের সেরা বোলিং ফিগার পেয়েছেন ৩২/৬। টু-পেসড ট্র্যাকে বরাবর কার্যকরী মুকেশ। তাই রাঁচিতে বুমরার জায়গায় ফের একবার জাতীয় দলে দেখা যেতে পারে তাঁকে।

আকাশ দীপ: ইংল্যান্ড সিরিজে শেষ তিন টেস্টের জন্য আকাশ দীপ জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন। বুমরার জায়গায় প্ৰথম একাদশে ঢোকার অন্যতম দাবিদার তিনিও। আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্স দলের বিপক্ষে ভারতীয়-এ দলের বিপক্ষে কিছুদিন আগেই দুই ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন। সাম্প্রতিক সময়ে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি হয়ে দাঁড়িয়েছেন তিনি। ৩০ টি প্ৰথম শ্রেণির ম্যাচে আকাশ দীপের নামের পাশে ২৩.৫৮ গড়ে ১০৪টি উইকেট।

অক্ষর প্যাটেল নাকি ওয়াশিংটন সুন্দর: রাঁচির ট্র্যাক যদি স্পিন সহায়ক হয় তাহলে রোহিত শর্মারা অতিরিক্ত স্পিনার খেলানোর পথে হাঁটতে পারেন। রাজকোটে চতুর্থদিনে নাটকীয়ভাবে ভেঙে পড়েছিল ইংল্যান্ড। আর ইংরেজ বধে অস্ত্র হয়েছিল স্থানীয় তারকা রবীন্দ্র জাদেজা। ১৩তম ৫ উইকেট শিকার করে ভেঙে চুরে দেন ইংরেজ ব্যাটিং আক্রমণকে।

আর স্পিন কম্বিনেশন জোরালো করার জন্য ভারতের স্কোয়াডে রয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের মত তারকা। প্ৰথম দুই টেস্টে অক্ষর খেললেও ভাইজ্যাগ টেস্টে তিন নম্বর স্পিনার হিসাবে রাখা হয় কুলদীপকে। বাদ পড়েন অক্ষর। অন্যদিকে, জাতীয় দলের স্কোয়াডে নিয়মিত থাকলেও ওয়াশিংটন সুন্দর তিন বছর আন্তর্জাতিক স্তরে টেস্ট খেলেননি। শেষবার ইংল্যান্ডের ভারত সফরের সময় ওয়াশিংটন সুন্দর খেলেছিলেন টিম ইন্ডিয়ার জার্সিতে।

Indian Cricket Team Indian Team Jasprit Bumrah Axar Patel
Advertisment