Advertisment

IND vs ENG: টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন এই তারকারা! সিরিজ জিতেই প্রকাশ্যে হুঁশিয়ারি ক্যাপ্টেন রোহিতের

Rohit Sharma after Team India series win: বছর ৩৬-এর রোহিত শর্মা সম্প্রতি টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান পূর্ণ করেছেন। তিনি বলেছেন, ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট টেস্ট ক্রিকেটে খেলা কোনও সহজ ব্যাপার না। এখানে ধারাবাহিকভাবে সাফল্যের স্বাদ পেতে প্রত্যেককে নিজের কাজের প্রতি অবিচল থাকতে হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Yashasvi Jaiswal, Rohit Sharma

Yashasvi Jaiswal-Rohit Sharma: সাংবাদিক বৈঠকে রোহিত! (ছবি- টুইটার)

Message of captain Rohit Sharma for team mates: সফল হওয়ার জন্য খিদে চাই। যাঁর খিদে নেই, সে সফল হতে পারে না। আর তাই, ভারতীয় দলে জায়গা পেতে হলে খিদে থাকতে হবে। যে খেলোয়াড়রা জাতীয় দলে সুযোগ পেতে চাইছেন, তাঁদের প্রতি এমনই বার্তা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।

Advertisment

সোমবারই রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ভারত। আর, এই জয়ের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ভারত। জিতে নিল সিরিজ। এখন ইংল্যান্ড যদি হিমাচলপ্রদেশের ধর্মশালায় ৭ মার্চ থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্ট জিতেও যায়, তাতেও সিরিজ ভারতেরই থাকবে। জয়ের ব্যবধান শুধু কমতে পারে মাত্র। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২৮ রানে হায়দরাবাদে পরাজিত হয়েছিল ভারতীয় দল। ইংল্যান্ড যখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে, তখনই ঘুরে দাঁড়ায় ভারত। একের পর এক রাজকোট, বিশাখাপত্তনম এবং রাঁচি টেস্ট জিতে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া।

এই সাফল্যের জন্য ভারতীয় দলের সদস্যদের জয়ের খিদেকেই কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই জয় অনায়াসে আসেনি। এর জন্য ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। মাঠে ঘাম ঝরাতে হয়েছে। রোহিত বলেন, 'দল বাছাইয়ের ক্ষেত্রে, যাঁরা খেলতে চান, পারফর্ম করার খিদে আছে, কঠিন কন্ডিশনে খেলতে রাজি, তাঁদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। যদি খিদে না থাকে, তাহলে বাকি গুণগুলো থেকে কোনও লাভ নেই। যাঁদের খিদে নেই এমন কেউ সুযোগ কাজে লাগাতে পারে না। সেক্ষেত্রে সুযোগগুলো নষ্ট হয়। আর, যাঁদের খিদে আছে, তাঁরাই ভালো পারফর্ম করেন। দলকে জিততে সাহায্য করেন।'

বছর ৩৬-এর রোহিত শর্মা সম্প্রতি টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান পূর্ণ করেছেন। তিনি বলেছেন, ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট টেস্ট ক্রিকেটে খেলা কোনও সহজ ব্যাপার না। এখানে ধারাবাহিকভাবে সাফল্যের স্বাদ পেতে প্রত্যেককে নিজের কাজের প্রতি অবিচল থাকতে হয়। নিজেদের সাফল্যের প্রতি ক্ষুধার্ত থাকতে হবে।

আরও পড়ুন- নেতৃত্ব থেকে ধাক্কা খাওয়ার পর ছেড়ে দিলেন দল-ই! টিম ইন্ডিয়ার ‘বাতিল’ তারকা বোমা ফাটালেন প্রকাশ্যে

সিরিজ জয় প্রসঙ্গে রোহিত বলেন, 'আমাদের জয়টাও সহজে আসেনি। আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। ব্যাটারদের দীর্ঘক্ষণ ক্রিজে কাটাতে হয়েছে। বোলারদেরও টানা বল করে যেতে হয়েছে। টেস্ট ক্রিকেট কঠোর পরিশ্রমের জায়গা। কোনও কঠিন ফরম্যাটে সাফল্য পেলে হলে, আপনাকে নিজেকে মেলে ধরতে হবে। আপনি যদি নিজেকে মেলে ধরতে চান, আপনার মধ্যে খিদে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কেবল তাদেরকেই সুযোগ দেব, যাদের মধ্যে সেই খিদেটা আছে। যাঁরা সুযোগ পাবে না, বুঝবেন তাদের খিদে কম।'

Indian Cricket Team Indian Team Test cricket Rohit Sharma
Advertisment