Ravi Shastri vs Ravindra Jadeja: রের মাঠে টানা দুটো টেস্টে শতরান করলেন জাদেজা। রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বিপদের মুখে ভারতের ত্রাতা হয়ে দাঁড়িয়ে কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরান করে গেলেন টিম ইন্ডিয়ার জাড্ডু। তৃতীয় টেস্টে ভারত একসময় ৩৩/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে ২০৪ রানের পার্টনারশিপে ভারতকে উদ্ধার করলেন তারকা অলরাউন্ডার।
হায়দরাবাদেও প্ৰথম ইনিংসে ৮৭ রানের কার্যকরী ইনিংস খেলে গিয়েছিলেন। যদিও সেই টেস্ট হেরে যায় ভারত। ভাইজ্যাগ টেস্টে আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে খেলতেই পারেননি। আর ঘরের মাঠে নেমেই চেনা মেজাজে তারকা।
৩৫ বছরের তারকা ব্যাট করতে নেমে জেমস আন্ডারসন, মার্ক উডের বিষাক্ত পেস-সুইং সামলে ৯৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন। দুরন্ত জুটির পর রোহিত মার্ক উডকে পুল করতে।গিয়ে আউট হয়ে যান। তবে জাদেজা অভিষেককারী সরফরাজ খানের সঙ্গে আরও একটা প্রভাব ফেলার মত পার্টনারশিপে নিজের শতরান পূরণ করেন।
তবে ৯০-এর কোটা থেকে একশো-য় পৌঁছতে জাদেজা লাগিয়ে দেন ১২ ওভারেরও বেশি। সাত চার, দুই ছক্কায় শেষমেশ শতরান পূরণ করেন ১৯৮ ডেলিভারিতে। টেস্টে জাদেজা এর আগে সেঞ্চুরি করেছিলেন এই ইংল্যান্ডের বিপক্ষেই ২০২২-এ। বার্মিংহাম টেস্টে। ঘরের মাঠে জাদেজার এর আগে টেস্টে শতরান এসেছিল এই রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১৮-য়।
আরও পড়ুন: কারোর বেয়াড়াপনা সহ্য করবে না BCCI! ঈশানকে প্রকাশ্যেই এবার ‘চাবুক মারলেন’ জয় শাহ
আর জাদেজার ভারতকে মুখ রক্ষা করার এই শতরান এল রবি শাস্ত্রীকে জবাব দিয়ে। প্ৰথম সেশনে শুরুর কয়েক ওভারের মধ্যেই মার্ক উড এবং টম হার্টলের সামনে শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, রজত পাতিদাররা আউট হয়ে যাওয়ার পর নবাগত সরফরাজকে না নামিয়ে অভিজ্ঞ জাদেজার ওপর ভরসা রেখেছিল টিম ইন্ডিয়া। এতে ডান হাতি রোহিতের সঙ্গে বাঁ হাতি জাদেজার কম্বিনেশনের বিষয়টিও ছিল।
সরফরাজের আগে ব্যাটিংয়ে প্রমোট করা হয় জাদেজাকে। টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্ত নিয়েই প্ৰশ্ন তুলেছিলেন রবি শাস্ত্রী। ধারাভাষ্য দেওয়ার সময় ভারতের প্রাক্তন কোচ বলে দেন, জাদেজা নয়, সরফরাজকে পাঠালেই ভালো করত ভারত। কমেন্ট্রি করার সময় শাস্ত্রী বলেন, "সমস্ত অপশন বিবেচনা করেই বলছি, আমি হলে সরফরাজকে নামাতাম। ভালো ব্যাটিং কন্ডিশন, স্পিন খেলায় ও দক্ষ। জাদেজাকে নামানোর একটাই যুক্তি হতে পারে বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন। হ্যাঁ, জাদেজা শতরান হাঁকাতেই পারে। তবে যে প্ৰথম টেস্ট খেলছে, তাঁর ওপর টিম ম্যানেজমেন্টের আরও আস্থা রাখা উচিত, ভরসা দেখানো উচিত। টেস্ট ক্রিকেট কেমন সেই পরীক্ষায় ওঁকে ফেলা হোক। দেখা যাক, ও উত্তীর্ণ হতে পারে কিনা! এতে সরফরাজেরই ভালো হবে।"
জাদেজার ব্যাটিংয়ে এভাবে অনাস্থার জবাব দিলেন ব্যাট হাতেই। দুর্ধর্ষ শতরান করে।
ঘরের মাঠে ব্যাট হাতে জাদেজা বরাবর অপ্রতিরোধ্য। এই মাঠে জাদেজার প্ৰথম শ্রেণির ক্রিকেটে গড় ১০০-এর বেশি। ১৫০০-এর বেশি ফার্স্ট ক্লাস রান রয়েছে। ২০১২/১৩ সিজনে রঞ্জি ট্রফিতে জাদেজা সৌরাষ্ট্রের জার্সিতে সর্বোচ্চ ৩৩১ রান করেছিলেন। ২০১৬-য় অভিষেক টেস্ট ম্যাচে এই রাজকোটেই ইংল্যান্ডের বিপক্ষে জাদেজা দ্বিতীয় ইনিংসে ৩২ করে দলকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন।
টেস্টে আন্তর্জাতিক স্তরে জাদেজার সর্বোচ্চ ব্যক্তিগত রান ২০২২-এ মোহালিতে করা শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৫। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এই নিয়ে জাদেজার ৭০০০ রান পূর্ণ হয়ে গেল। এই ফরম্যাটে ৫০০ উইকেট দখল করা থেকে তিনি মাত্র এক শিকার দূরে।
Ravindra Jadeja century: শাস্ত্রীর মুখে ঝামা ঘষলেন জাদেজা, জবাব দিলেন দুর্ধর্ষ শতরানে
Ravindra Jadeja century reply to Ravi Shastri: হায়দরাবাদেও প্ৰথম ইনিংসে ৮৭ রানের কার্যকরী ইনিংস খেলে গিয়েছিলেন। যদিও সেই টেস্ট হেরে যায় ভারত। ভাইজ্যাগ টেস্টে আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে খেলতেই পারেননি। আর ঘরের মাঠে নেমেই চেনা মেজাজে জাদেজা।
Follow Us
Ravi Shastri vs Ravindra Jadeja: রের মাঠে টানা দুটো টেস্টে শতরান করলেন জাদেজা। রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বিপদের মুখে ভারতের ত্রাতা হয়ে দাঁড়িয়ে কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরান করে গেলেন টিম ইন্ডিয়ার জাড্ডু। তৃতীয় টেস্টে ভারত একসময় ৩৩/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে ২০৪ রানের পার্টনারশিপে ভারতকে উদ্ধার করলেন তারকা অলরাউন্ডার।
হায়দরাবাদেও প্ৰথম ইনিংসে ৮৭ রানের কার্যকরী ইনিংস খেলে গিয়েছিলেন। যদিও সেই টেস্ট হেরে যায় ভারত। ভাইজ্যাগ টেস্টে আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে খেলতেই পারেননি। আর ঘরের মাঠে নেমেই চেনা মেজাজে তারকা।
৩৫ বছরের তারকা ব্যাট করতে নেমে জেমস আন্ডারসন, মার্ক উডের বিষাক্ত পেস-সুইং সামলে ৯৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন। দুরন্ত জুটির পর রোহিত মার্ক উডকে পুল করতে।গিয়ে আউট হয়ে যান। তবে জাদেজা অভিষেককারী সরফরাজ খানের সঙ্গে আরও একটা প্রভাব ফেলার মত পার্টনারশিপে নিজের শতরান পূরণ করেন।
তবে ৯০-এর কোটা থেকে একশো-য় পৌঁছতে জাদেজা লাগিয়ে দেন ১২ ওভারেরও বেশি। সাত চার, দুই ছক্কায় শেষমেশ শতরান পূরণ করেন ১৯৮ ডেলিভারিতে। টেস্টে জাদেজা এর আগে সেঞ্চুরি করেছিলেন এই ইংল্যান্ডের বিপক্ষেই ২০২২-এ। বার্মিংহাম টেস্টে। ঘরের মাঠে জাদেজার এর আগে টেস্টে শতরান এসেছিল এই রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১৮-য়।
আরও পড়ুন: কারোর বেয়াড়াপনা সহ্য করবে না BCCI! ঈশানকে প্রকাশ্যেই এবার ‘চাবুক মারলেন’ জয় শাহ
আর জাদেজার ভারতকে মুখ রক্ষা করার এই শতরান এল রবি শাস্ত্রীকে জবাব দিয়ে। প্ৰথম সেশনে শুরুর কয়েক ওভারের মধ্যেই মার্ক উড এবং টম হার্টলের সামনে শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, রজত পাতিদাররা আউট হয়ে যাওয়ার পর নবাগত সরফরাজকে না নামিয়ে অভিজ্ঞ জাদেজার ওপর ভরসা রেখেছিল টিম ইন্ডিয়া। এতে ডান হাতি রোহিতের সঙ্গে বাঁ হাতি জাদেজার কম্বিনেশনের বিষয়টিও ছিল।
সরফরাজের আগে ব্যাটিংয়ে প্রমোট করা হয় জাদেজাকে। টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্ত নিয়েই প্ৰশ্ন তুলেছিলেন রবি শাস্ত্রী। ধারাভাষ্য দেওয়ার সময় ভারতের প্রাক্তন কোচ বলে দেন, জাদেজা নয়, সরফরাজকে পাঠালেই ভালো করত ভারত। কমেন্ট্রি করার সময় শাস্ত্রী বলেন, "সমস্ত অপশন বিবেচনা করেই বলছি, আমি হলে সরফরাজকে নামাতাম। ভালো ব্যাটিং কন্ডিশন, স্পিন খেলায় ও দক্ষ। জাদেজাকে নামানোর একটাই যুক্তি হতে পারে বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন। হ্যাঁ, জাদেজা শতরান হাঁকাতেই পারে। তবে যে প্ৰথম টেস্ট খেলছে, তাঁর ওপর টিম ম্যানেজমেন্টের আরও আস্থা রাখা উচিত, ভরসা দেখানো উচিত। টেস্ট ক্রিকেট কেমন সেই পরীক্ষায় ওঁকে ফেলা হোক। দেখা যাক, ও উত্তীর্ণ হতে পারে কিনা! এতে সরফরাজেরই ভালো হবে।"
জাদেজার ব্যাটিংয়ে এভাবে অনাস্থার জবাব দিলেন ব্যাট হাতেই। দুর্ধর্ষ শতরান করে।
ঘরের মাঠে ব্যাট হাতে জাদেজা বরাবর অপ্রতিরোধ্য। এই মাঠে জাদেজার প্ৰথম শ্রেণির ক্রিকেটে গড় ১০০-এর বেশি। ১৫০০-এর বেশি ফার্স্ট ক্লাস রান রয়েছে। ২০১২/১৩ সিজনে রঞ্জি ট্রফিতে জাদেজা সৌরাষ্ট্রের জার্সিতে সর্বোচ্চ ৩৩১ রান করেছিলেন। ২০১৬-য় অভিষেক টেস্ট ম্যাচে এই রাজকোটেই ইংল্যান্ডের বিপক্ষে জাদেজা দ্বিতীয় ইনিংসে ৩২ করে দলকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন।
টেস্টে আন্তর্জাতিক স্তরে জাদেজার সর্বোচ্চ ব্যক্তিগত রান ২০২২-এ মোহালিতে করা শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৫। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এই নিয়ে জাদেজার ৭০০০ রান পূর্ণ হয়ে গেল। এই ফরম্যাটে ৫০০ উইকেট দখল করা থেকে তিনি মাত্র এক শিকার দূরে।