/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/team-india-1_347cee.jpg)
World Cup India vs England 2nd Test Playing 11: দ্বিতীয় টেস্ট জয়ের জন্য মরিয়া টিম ইন্ডিয়া।(ছবি-টুইটার)
India vs England 2nd test: প্ৰথম টেস্ট হারের ক্ষত ২৪ ঘন্টাও কাটেনি। রবীন্দ্র জাদেজা হায়দরাবাদ টেস্টে দ্বিতীয় ইনিংসেই ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কবলে পড়েছিলেন। তিনি তো বটেই বিশাখাপত্তনম টেস্টে খেলতে পারবেন না কেএল রাহুল-ও। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে শুরু হতে চলা টেস্টে জাদেজা, রাহুল কেউ থাকছেন না।
জাদেজা ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ের চোটের শিকার হন। বোর্ডের তরফে দুই তারকার ছিটকে যাওয়ার কথা ঘোষণা করে জানানো হল, কেএল রাহুলের কোয়াড্রিসেপস মাসলে ইনজুরি হয়েছে। দুই তারকাকে পর্যবেক্ষণ-এ রেখেছে বোর্ডের মেডিক্যাল টিম।
এমনিতেই হায়দরাবাদে ২৮ রানের হার হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় বিরাট কোহলির অভাব প্রকট হয়েছে। কোহলি প্ৰথম দুই টেস্টে খেলছেন না।
আরও পড়ুন: আচমকাই থুতু দিয়েছিলেন কোহলি! বিরাটের বদনাম করে বিস্ফোরক অভিযোগ কিংবদন্তি তারকার
সঙ্কটের মুহূর্তে ওয়াশিংটন সুন্দর, সরফরাজ খান এবং সৌরভ কুমারকে ডেকে নেওয়া হল। ভারতীয়-এ দলের স্কোয়াডে ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসাবে জায়গা পেলেন সারাংশ জৈন। ইংল্যান্ড লায়ন্স-এর বিপক্ষে ভারতীয়-এ দল ফেব্রুয়ারির ১ তারিখে তৃতীয় এবং শেষ মাল্টি ডে ম্যাচে নামবে।
The Men's Selection Committee have added Sarfaraz Khan, Sourabh Kumar and Washington Sundar to India's squad.#INDvENGhttps://t.co/xgxI8NsxpV
— BCCI (@BCCI) January 29, 2024
এদিকে আবেশ খান আপাতত নিজের রঞ্জি ট্রফি দল মধ্যপ্রদেশের সঙ্গে থাকবেন। প্রয়োজন হলে জাতীয় দলের স্কোয়াডে যোগ দেবেন তিনি।
দ্বিতীয় টেস্টের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রজত পাতিদার, সরফরাজ খান, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ধ্রুব জুরেল, কেএস ভরত, কুলদীপ যাদব, আবেশ খান, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার, মুকেশ কুমার