India vs England Rajkot test: অভিষেক ম্যাচে সতীর্থ রবীন্দ্র জাদেজার ভুলে বৃহস্পতিবার বড় ইনিংস মিস করলেন ঘরোয়া ক্রিকেটের 'রান মেশিন' সরফরাজ। প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে সরফরাজকে ওভাবে আউট রান-আউট হতে দেখে আর মাথা ঠিক রাখতে পারলেন না ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বিরক্তিতে ড্রেসিংরুমে নিজের টুপি ছুড়ে মাটিতে ফেলে দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
আরও পড়ুন- সরফরাজকে রান আউটে ভিলেন জাদেজা! অভিষেকের স্বপ্নের ইনিংস ঢাকল চরমতম ভুল, দেখুন ভিডিও
রোহিত নিজে এই ইনিংসে শতরান করেছেন। ১৯৬ বলে করেছেন ১৩১ রান। তার মধ্যে আছে ১৪টা চার আর তিনটে ছয়। রবীন্দ্র জাদেজাও সেঞ্চুরি করেছেন। ২১২ বলে ১১০ রান করেছেন। তার মধ্যে আছে ৯টা চার ও দুটো ছয়। সেই তুলনায় সরফরাজের ব্যাট যেন বৃহস্পতিবার কথা বলছিল। ঘরোয়া ক্রিকেটে সরফরাজ ইতিমধ্যেই 'রান মেশিন' নামে পরিচিতি পেয়েছেন। বৃহস্পতিবার ছিল তাঁর অভিষেক টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটের মাটিতে এহেন সরফরাজ যে বড় ইনিংস গড়বেন, এমনটাই তাঁর কাছে অনুরাগীদের প্রত্যাশা ছিল।
আরও পড়ুন- শাস্ত্রীর মুখে ঝামা ঘষলেন জাদেজা, জবাব দিলেন দুর্ধর্ষ শতরানে
সেই স্বপ্নকে বৃহস্পতিবার ভারতীয় দলের এই মিডল অর্ডারের ব্যাটার এগিয়েও নিয়ে যাচ্ছিলেন। ৬৬ বলে তিনি ৬২ রান করেন। ব্যাট করছিলেন রীতিমতো একদিনের ক্রিকেটের মেজাজে। ইনিংসে আছে ৯টি চার ও ১টি ছয়। অর্থাৎ, তাঁর ৬২ রানের মধ্যে ৪০ রানই এসেছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে। সরফরাজের এই ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে পড়েছিলেন স্বয়ং টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও। বৃহস্পতিবার সরফরাজ তাঁর অভিষেক টেস্ট ম্যাচ এবং ইনিংসে হাফসেঞ্চুরি করলেন মাত্র ৪৮ বলে। ভারতীয়দের মধ্যে এর আগে অভিষেকে দ্রুততম হাফসেঞ্চুরি করার নজির ছিল হার্দিক পান্ডিয়ার। সরফরাজ বৃহস্পতিবার তাঁকে ছুঁয়ে ফেললেন। তারপরও চলছিল তাঁর ব্যাটিং তাণ্ডব।
আরও পড়ুন- দেশের লজ্জা বাঁচিয়ে দুরন্ত শতরান রোহিতের! ছক্কায় ছক্কায় চূর্ণ সৌরভ-ধোনির রেকর্ড
কিন্তু, তৃতীয় সেশনে জাদেজা যখন ৯৯ রানে ব্যাট করছিলেন, সেই সময় তিনি লেগে বল ঠেলে নিজের সিঙ্গলস নিয়ে শতরান করার চেষ্টায় ছিলেন। সরফরাজকে রানের জন্য কল-ও করেন। সরফরাজ ক্রিজের মাঝামাঝি যাওয়ার পরেই জাদেজা হঠাৎ তাঁকে ক্রিজে ফেরত যেতে বলেন। কিন্তু, সেটা আর সম্ভব হয়নি। সরফরাজ ক্রিজে ফেরত যাওয়ার আগেই মার্ক উড সরাসরি থ্রোয়ে রান আউট করে দেন অভিষেক হওয়া তারকাকে। আর, তারপরই মেজাজ হারান ভারতীয় দলের অধিনায়ক। তাঁকে ড্রেসিংরুমে নিজের টুপি মাথা থেকে খুলে বিরক্তির সঙ্গে মাটিতে ছুড়ে ফেলতে দেখা যায়।