/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Ind-vs-Eng-3rd-Test.jpg)
Sarfaraz Khan run out: দূর্ভাগ্যজনকভাবে রান আউট হন সরফরাজ খান (টুইটার)
India vs England, Rajkot Test, Sarfaraz Khan run out-fifty: অভিষেকেই নজরকাড়া হাফসেঞ্চুরি সরফরাজ খানের। বহু প্রতীক্ষার পর অভিষেক ঘটেছিল মুম্বইয়ের তারকা ব্যাটারের। টেস্ট ক্যাপ হাতে নিয়ে আবেগে ভেসে গিয়েছিলেন। বাবা কেঁদে ফেলেছিলেন। গ্যালারিতে সমর্থন জানাতে হাজির ছিলেন স্ত্রী। তবে আবেগের এই সমস্ত টুকরো টাকরা কোলাজ বাদ দিলে তাঁর ইনিংসে কোনও অপরিণত মনস্কতার ছাপ ছিল না।
Rohit Sharma is unhappy with Selfish Ravindra Jadeja who ran out #SarfarazKhan#INDvsENGTest#selfishpic.twitter.com/9L7L13pgkt
— Tushar (@PLAYGAM73923190) February 15, 2024
চেনা স্পিন সহায়ক পরিস্থিতিতে ইংল্যান্ড বোলারদের ওপর চড়াও হয়ে সরফরাজ অভিষেক টেস্ট ইনিংসেই হাফসেঞ্চুরি করলেন মাত্র ৪৮ করে। ভারতীয়দের মধ্যে এর আগে অভিষেকে দ্রুততম হাফসেঞ্চুরি করার নজির ছিল হার্দিক পান্ডিয়ার। সরফরাজ বৃহস্পতিবার ছুঁয়ে ফেললেন হার্দিককে। হার্দিক শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে ২০১৭-য় এই কীর্তি হাঁকান। জাইহকজ ফিফটি করার পথে সরফরাজ হাঁকালেন ৭ বাউন্ডারি, ১ ওভার বাউন্ডারি।
What a knock from Sarfaraz Khan which came to an unfortunate end as a quick single in trying to get Jadeja to his 100 costed him his wicket 👏🏽👏🏽👏🏽👏🏽.
62 Runs
66 Balls
9 Fours
1 Six
93.94 SR#INDvsENGTestpic.twitter.com/FRiKBgxCdH— Sharat Chandra Bhatt (@imsbhatt0707) February 15, 2024
তবে দুরন্ত অভিষেক ইনিংস সেঞ্চুরির পূর্ণতা পেল না রবীন্দ্র জাদেজার ভুলে রান আউট হয়ে যাওয়ায়। তৃতীয় সেশনে জাদেজা ৯৯ রানে সেই সময় ব্যাট করছিলেন। জাদেজা লেগে বল ঠেলে নিজের সিঙ্গলস নিয়ে শতরান করার চেষ্টায় ছিলেন। সরফরাজকে রানের জন্য কল-ও করেন।
2017 - Ravindra Jadeja involved in a runout with Hardik Pandya after he scored a 50 in CT 2017 final.
2021 - Jadeja involved in a run out with Rahane in BGT.
2024 - Ravindra Jadeja involved in a run-out with Sarfaraz Khan after he scored a 50. pic.twitter.com/iWZmVOOKOI— CRIC.HARI (@HKhurdra72916) February 15, 2024
তবে সরফরাজ ক্রিজের মাঝামাঝি যাওয়ার পরেই জাদেজা হঠাৎ তাঁকে ক্রিজে ফেরত যেতে বলেন। তা আর হয়নি। সরফরাজ ক্রিজে ফেরত যাওয়ার আগেই মার্ক উড ডিরেক্ট থ্রোয়ে রানআউট করে দেন অভিষেককারী তারকাকে।
আরও পড়ুন- দেশের লজ্জা বাঁচিয়ে দুরন্ত শতরান রোহিতের! ছক্কায় ছক্কায় চূর্ণ সৌরভ-ধোনির রেকর্ড
ভারত টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলেছিল। এরপরে চতুর্থ উইকেটে জাদেজা-রোহিত মিলে ২০৪ রানের পার্টনারশিপে ভারতের বিপদে ত্রাতা হয়ে দাঁড়ান।
আরও পড়ুন- শাস্ত্রীর মুখে ঝামা ঘষলেন জাদেজা, জবাব দিলেন দুর্ধর্ষ শতরানে
রোহিত শতরান পূর্ণ করে নিশ্চিত দেড়শ-র দিকে এগোচ্ছিলেন। তবে মার্ক উডের শর্ট বল পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে আউট হয়ে যান। আর রোহিত আউট হওয়ার পরই ক্রিজে আগমন ঘটে সরফরাজের।
আরও পড়ুন- কারোর বেয়াড়াপনা সহ্য করবে না BCCI! ঈশানকে প্রকাশ্যেই এবার ‘চাবুক মারলেন’ জয় শাহ
সরফরাজ যখন ক্রিজে নামেন, সেই সময় জাদেজা ৮৪ রানে ব্যাট করছিলেন। আর এরপরে জাদেজা-সরফরাজের পঞ্চম উইকেটের পার্টনারশিপে স্কোরবোর্ডে ওঠে ৭৭ রান। এর মধ্যে সরফরাজ আক্রমণাত্মক ভঙ্গিতে একাই করে যান ৬২।
ক্রিজে সরফরাজ নামার পরেই মার্ক উডের শর্ট বলের বৃষ্টির মুখে পড়তে হয় তাঁকে। সেই পরীক্ষায় পাস করার পর রেহান আহমেদ, টম হার্টলে, জো রুটদের স্পিন নিয়ে ছেলেখেলা করে যান তারকা। মনেই ধনি প্ৰথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন তিনি। একাধিকবার হার্টলে, জো রুটকে স্টেপ আউট করে লেগ অন অথবা সোজা ব্যাটে বাউন্ডারি হাঁকিয়েছেন।
৪৮ বলে ফিফটি পূরণ করার পর সরফরাজ ৬২ করেন ৬৬ বলে। রবীন্দ্র জাদেজার ভুল না হলে কে বলতে পারে আজই হয়ত তিন অঙ্কের রানে পৌঁছতে পারতেন তারকা ব্যাটার। আপাতত সরফরাজের প্ৰথম ইনিংস স্বপ্নের হয়েও আক্ষেপে মুড়ে থাকল।