IND vs ENG Shubman Gill: এজবাস্টনে জিতেও খুশি নন শুভমান, এর পিছনে কারণটা জানেন?

Shubman Gill reaction Edgbaston Test: এজবাস্টন টেস্ট জিততে না জিততেই লর্ডসে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। এই প্রসঙ্গে কথাও বললেন তিনি।

Shubman Gill reaction Edgbaston Test: এজবাস্টন টেস্ট জিততে না জিততেই লর্ডসে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। এই প্রসঙ্গে কথাও বললেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill (1)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল

Shubman Gill: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিল বার্মিংহাম টেস্ট ম্য়াচ জিতে ইতিহাস রচনা করেছেন। এশিয়া মহাদেশের প্রথম ক্রিকেট অধিনায়ক হিসেবে টেস্ট ম্য়াচ জয় করেছেন। যদিও এই জয়ের পরও টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স নিয়ে খুব একটা খুশি নন ক্যাপ্টেন গিল। আপাতত তিনি তৃতীয় টেস্ট ম্য়াচের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। আর সেইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, লর্ডস টেস্ট ম্য়াচে এই উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামবেন না তিনি। ভারতীয় ক্রিকেট দলের প্লেয়িং ইলেভেনে যে পরিবর্তন হতে চলেছে, সেটা আগেভাগেই স্পষ্ট করে দেন শুভমান।

Advertisment

এই বোলারকে নিয়ে খুশিতে ডগমগ শুভমান

বার্মিংহাম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। এই ঐতিহাসিক জয়ের অধিনায়ক শুভমান গিল ম্য়াচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাংলা ক্রিকেট দলের পেস ব্যাটারি আকাশ দীপের ভূয়শী প্রশংসা করলেন। শুভমান বললেন, 'প্রথম ম্য়াচে পরাজয়ের পর আমরা যে যে কথাগুলো বলেছিলাম, সেগুলো প্রত্যেকটা কাজে করে দেখিয়েছি। আমাদের বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট নজরকাড়া ছিল। আমরা খুব ভাল করেই জানতাম, এই উইকেটে ৪০০-৫০০ রান করে ফেলব। সেটাই আমরা করতে পেরেছি। প্রত্যেকবার আমরা অতগুলো ক্যাচও হাতছাড়া করবল না। আকাশ দীপ একেবারে হৃদয় উজাড় করে ব্যাট করেছে। যে অঞ্চল এবং লেংথে বল করা দরকার ছিল, সেটাই করেছে। বলটা ২ দিকেই ঘোরাচ্ছি। এই ধরনের উইকেটে এমন কাজ করা সত্যিই খুব কঠিন।'

5 Records by Shubman Gill: শুভমানের ৫ রেকর্ডে 'পরাধীন' ইংরেজরা, ব্রিটিশ তল্লাটে উড়ল ভারতের পতাকা

Advertisment

প্রথম একাদশে পরিবর্তন করবেন শুভমান

সিরিজের তৃতীয় ম্য়াচটি আগামী ১০ জুলাই লর্ডসে আয়োজন করা হবে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে পরিবর্তন করা হবে বলে ইঙ্গিত দিলেন শুভমান গিল। তিনি বললেন, 'আমি নিজের খেলার ব্যাপারে অনেকটাই সহজ অনুভব করছি। যদি সিরিজ জেতানোর ব্যাপারে টিম ইন্ডিয়াকে সাহায্য করতে পারি, তাহলে আমার খুব ভাল লাগবে। আমি আগেও বলেছিলাম, এই সিরিজটা আমি একজন ব্যাটার হিসেবে খেলতে চাই। একজন ব্যাটার হিসেবে যাবতীয় চিন্তাভাবনা করতে চাই। বুমরাহ চোখ বন্ধ করে লর্ডস টেস্টে কামব্যাক করবে। আগামী টেস্ট ম্য়াচ খেলার জন্য ও মুখিয়ে রয়েছে। লর্ডসই সম্ভবত বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট স্টেডিয়াম। একজন ক্রিকেট শিক্ষার্থী হিসেবে প্রত্যেকে এই মাঠে খেলার স্বপ্ন দেখে।'

Indian Cricket Team Shubman Gill