5 Records by Shubman Gill: শুভমানের ৫ রেকর্ডে 'পরাধীন' ইংরেজরা, ব্রিটিশ তল্লাটে উড়ল ভারতের পতাকা

IND vs ENG 2025 Edgbaston Test: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচ বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৩৩৬ রানে জয়লাভ করে।

IND vs ENG 2025 Edgbaston Test: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচ বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৩৩৬ রানে জয়লাভ করে।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gill Records

এজবাস্টন টেস্ট ম্য়াচে এই ৫ রেকর্ড গড়লেন শুভমান গিল

Shubman Gill: লিডস টেস্ট ম্য়াচে হারের পর টিম ইন্ডিয়া (Indian Cricket Team) বার্মিংহামে দুর্দান্ত কামব্যাক করল। বার্মিংহাম টেস্ট ম্য়াচের (IND vs ENG 2nd Test Match) প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৫৮৭ রান করেছে। জবাবে ইংল্যান্ড ৪০৭ রানেই অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ৬ উইকেট হারিয়ে ৪২৭ রান করে এবং ইনিংস ডিক্লেয়ার করে দেন। ফলস্বরূপ, ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৬০৮ রানের টার্গেট ছিল। জবাবে ইংরেজ ক্রিকেটাররা ২৭১ রানে অলআউট হয়ে গেল। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া ৩৩৬ রানে এই ম্য়াচে জয়লাভ করেছে।

Advertisment

ইতিহাস গড়লেন শুভমান গিল

বার্মিংহামে টিম ইন্ডিয়া এই প্রথমবার কোনও টেস্ট ম্য়াচে জয়লাভ করল। এমন একটি কৃতিত্ব যা আজ পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেট অধিনায়ক অর্জন করতে পারেননি। সেই অসাধ্যসাধনই করলেন ভারতীয় ক্রিকেট দলের এই নয়া অধিনায়ক। তবে শুধুমাত্র ভারতীয় অধিনায়ক বললে কম বলা হবে, গোটা এশিয়া মহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন শুভমান। অধিনায়কত্বের পাশাপাশি টিম ইন্ডিয়ার ব্যাটার হিসেবেও শুভমান গিল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। সেকারণে তিনি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতেও উঠে এসেছেন।

5 Indian Cricketers: এই ৫ ক্রিকেটারই এজবাস্টনে জেতাল ভারতকে, গর্বিত গোটা দেশ

Advertisment

এই ৫ রেকর্ডই কায়েম করলেন শুভমান গিল

  • প্রথম ভারতীয় ক্রিকেট অধিনায়ক হিসেবে বার্মিংহামে টেস্ট ম্য়াচ জয়।
  • একই টেস্ট ম্য়াচে তিনি প্রথম ব্যাটার হিসেবে ২০০ এবং ১৫০+ রান করেছেন।
  • প্রথম ভারতীয় ক্রিকেট অধিনায়ক হিসেবে সেনা দেশের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছেন।
  • শুভমান গিলই প্রথম ভারতীয় ব্যাটার যিনি একটি টেস্ট ম্য়াচে ৪০০+ রান করেছেন।
  • টিম ইন্ডিয়া এই শুভমান গিলের নেতৃত্বেই একটি টেস্ট ম্য়াচে ১০০০+ রান করলেন।

India Edgbaston Test Victory: ব্রিটিশ সূর্য অস্তমিত, বার্মিংহামে 'ইতিহাস' শুভমানদের

ইতিহাস রচনা করল টিম ইন্ডিয়া

বিদেশের মাটিতে রানের পরিসংখ্যানে টিম ইন্ডিয়া সর্বাধিক ব্যবধানে জয়লাভ করল। ইতিপূর্বে, ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট দল এই রেকর্ড কায়েম করেছিল। বিরাট কোহলির নেতৃত্বে ভারত ৩১৮ রানে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। আজ টিম ইন্ডিয়া বার্মিংহামে ৩৩৬ রানে জয়লাভ করেছে। ইংল্যান্ডের মাটিতে ইতিপূর্বে সর্বাধিক রানের ব্যবধানে জয় লিডসে এসেছিল। ১৯৮৬ সালে টিম ইন্ডিয়া ২৭৯ রানে জয়লাভ করে। এই জয়ের পাশাপাশি ভারত ৫ ম্য়াচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনল। সিরিজের তৃতীয় ম্য়াচটি আগামী ১০ জুলাই থেকে লর্ডসে খেলা হবে। টিম ইন্ডিয়া এই জয়ের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে চাইবে।

Indian Cricket Team Shubman Gill IND vs ENG 2nd Test Match