Advertisment

Team India: রাহুল-জাদেজা নেই, দ্বিতীয় টেস্টেই জোড়া অভিষেক টিম ইন্ডিয়ায়! এবার বুঝবে ইংল্যান্ড

Sarfaraz Khan Sourabh Kumar Team India call up: ইংল্যান্ডের বিরুদ্ধে হঠাৎ করেই ভারতকে নিজেদের স্ট্র্যাটেজি ঢেলে সাজাতে হচ্ছে। তড়িঘড়ি টিম ম্যানেজমেন্টের তরফে স্কোয়াডে যোগ করা হয়েছে ঘরোয়া ক্রিকেটের রান মেশিন সরফরাজ খান, বাঁ হাতি স্পিনার সৌরভ কুমার এবং স্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, ind vs eng

Indian Cricket Team: টিম ইন্ডিয়া (টুইটার)

India vs England 2nd test: ঘরের মাঠে টেস্ট হার। ব্যাপক চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি (Virat Kohli) নেই দ্বিতীয় টেস্টেও। শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টের আগে ছিটকে গিয়েছেন কেএল রাহুল, রবীন্দ্র জাদেজাও।

Advertisment

বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, জাদেজা প্ৰথম টেস্টের চতুর্থ দিন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। কেএল রাহুলের আবার কোয়াড্রিসেপস মাসলে ব্যথা। এমন অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে হঠাৎ করেই ভারতকে নিজেদের স্ট্র্যাটেজি ঢেলে সাজাতে হচ্ছে। তড়িঘড়ি টিম ম্যানেজমেন্টের তরফে স্কোয়াডে যোগ করা হয়েছে ঘরোয়া ক্রিকেটের রান মেশিন সরফরাজ খান, বাঁ হাতি স্পিনার সৌরভ কুমার এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে।

আরও পড়ুন: আচমকাই থুতু দিয়েছিলেন কোহলি! বিরাটের বদনাম করে বিস্ফোরক অভিযোগ কিংবদন্তি তারকার

রাহুলের অনুপস্থিতিতে কেএল রাহুল ছিলেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের সবথেকে অভিজ্ঞ ব্যাটার। প্ৰথম টেস্টের প্ৰথম ইনিংসে ৮৭ করেছিলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ভারতের প্ৰথম ইনিংসে বড় রানের লিড নিশ্চিত হয়। ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে আবার কেএল রাহুল আউট হওয়ার পর ভারতের ইনিংস স্রেফ ঝরে যায়।

রজত পাতিদার টেস্ট স্কোয়াডে ইতিমধ্যেই রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল হয়েছেন। টেম্পারমেন্ট প্রশংসনীয়। সাধারণ অবস্থায় রজত পাতিদারের হয়ত প্ৰথম একাদশে সুযোগ পাওয়ার কথা। তবে হায়দরাবাদ টেস্ট ভারতীয় ব্যাটারদের স্পিন খেলার দক্ষতার ওপর প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে। সুইপ শট খেলার অনাগ্রহও নজর এড়িয়ে যায়নি।

এই জন্যই রজত পাতিদার নন, ভাইজ্যাগ টেস্টে সুযোগ পেতে পারেন সরফরাজ খান। বাউন্স এবং পেস সামলানোর সরফরাজের দক্ষতা প্রশ্নবিদ্ধ। তবে ভাইজ্যাগের পিচ স্পিন সহায়ক। এমন পিচে সরফরাজ দলের গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠতে পারেন।

আরও পড়ুন: ইংরেজ ক্রিকেটারকে ইচ্ছাকৃত ধাক্কা! টিম ইন্ডিয়ার সুপারস্টারকে আচ্ছা শাস্তি দিল ICC

জাদেজার পরিবর্ত হিসাবে চায়নাম্যান কুলদীপ যাদবের প্ৰথম একাদশে সুযোগ পাওয়া একপ্রকার পাকা। উত্তরপ্রদেশের স্পিনারের টেস্ট রেকর্ড দুর্দান্ত। বৈচিত্র্যের সম্ভারে ব্যাটারদের নাস্তানাবুদ করতে পারেন। তবে কুলদীপের অন্তর্ভুক্তিতে ভারতের ব্যাটিং গভীরতা সংকটে পড়বে।

তবে জাদেজার একদম ঠিকঠাক পরিবর্ত হতে পারেন সৌরভ কুমার। প্ৰথম শ্রেণির ক্রিকেটে যিনি ব্যাট-বল দুই বিভাগেই ধারাবাহিকভাবে নজর কেড়ে চলেছেন গত কয়েক বছর ধরে। তবে আন্তর্জাতিক পর্যায়ে তিনি এখন পরীক্ষিত নন। এমনিতেই ভারতের অবস্থা এই মুহূর্তে বেশ সঙ্গীন। এমন অবস্থায় অপরিক্ষিত সৌরভকে খেলানোর ঝুঁকি টিম ইন্ডিয়া, নেবে কিনা, সেটা দেখার। অক্ষর প্যাটেলের মত একজন বাঁ হাতি স্পিনার-অলরাউন্ডার স্কোয়াডে থাকায় সৌরভকে সম্ভবত রিজার্ভ বেঞ্চেই বসতে হতে পারে।

ওয়াশিংটন সুন্দর সীমিত ওভারের ক্রিকেটে পরীক্ষিত অলরাউন্ডার। চারটে টেস্টও খেলেছেন টিম ইন্ডিয়ার জার্সিতে। এই মধ্যে ব্যাট হাতে ৬৬.২৫ গড়ে তিনটে অর্ধশতরান-ও হাঁকিয়েছেন। তবে বল হাতে সেভাবে আশা জাগাতে পারেননি। ছয় উইকেট নিলেও বোলিং গড় ৫০-এর ওপর।

ভারত যদি নিজেদের স্পিন বিভাগ শক্তিশালী করার পথে হাঁটে, তাহলে কুলদীপের ভাগ্যেই শিকে ছেঁড়ার সম্ভাবনা বেশি। তবে সেক্ষেত্রে এক স্পেশ্যালিস্ট ব্যাটার কম খেলানোর ঝুঁকি নিতে হবে ভারতকে। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে সফল সরফরাজ নাকি সাম্প্রতিক সময়ে তুখোড় ফর্মে থাকা রজত পাতিদার, কার ভাগ্য অপেক্ষা করছে বড় মঞ্চে তা ঠিক হয়ে যাবে ভাইজ্যাগে। তবে ভারতের জার্সিতে যে নতুন তারকার অভিষেক ঘটতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Ravindra Jadeja KL Rahul Indian Cricket Team Indian Team
Advertisment