Advertisment

IND vs ENG: ব্যাট করার আগেই ৫ রান পেয়ে গেল ইংল্যান্ড! বারবার একই ভুলে ICC-র চরম শাস্তি টিম ইন্ডিয়াকে

Team India received penalty rules : বড় ভুল করলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দুজনের ভুলের মাশুল গুনতে হবে ভারতকে ইংল্যান্ডকে পাঁচ রান অতিরিক্ত দিয়ে।

author-image
IE Bangla Sports Desk
New Update
ICC, ICC rules, India vs England, icc penalty runs

Ravichandran Ashwin with umpire joel wilson: অশ্বিনকে ওয়ার্নিং দিয়ে ৫ রান পেনাল্টির নির্দেশ আম্পায়ারের (টুইটার)

India vs England 3rd test at Rajkot: রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতেই নামেনি ইংল্যান্ড। তার আগেই ইংরেজদের স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল পাঁচ রান। অর্থাৎ ইংল্যান্ড নিজেদের ইনিংসে প্ৰথম বল যখন ফেস করবে, সেই সময় স্কোরবোর্ড থাকবে ৫/০-এ।

Advertisment

বড় ভুল করলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দুজনের ভুলের মাশুল গুনতে হবে ভারতকে ইংল্যান্ডকে পাঁচ রান অতিরিক্ত দিয়ে। কী ভুল করলেন দুই স্পিনার-অলরাউন্ডার?

১০২ তম ওভারের ঘটনা। সেই সময় রবিচন্দ্রন অশ্বিন পিচের মাঝখান দিয়ে সিঙ্গলস নেওয়ার জন্য দৌড়েছিলেন। সঙ্গেসঙ্গেই আম্পায়ার জোয়েল উইলসন অশ্বিনকে সতর্ক করে ভারতকে পেনাল্টি দেন। ইংল্যান্ডের খাতায় যুক্ত হয় মূল্যবান ৫ রান।

আরও পড়ুন- সরফরাজ আউট হতেই ফুঁসলেন রোহিত, ছুঁড়লেন টুপি! ভারতের ড্রেসিংরুমে চূড়ান্ত কলহ, দেখুন ভিডিও

আইসিসির নিয়ম কী বলছে?

আইসিসির নিয়ম অনুযায়ী রান নেওয়ার সময় ব্যাটার কখনই পপিং ক্রিজের মাঝ বরাবর ছুটতে পারেন না! ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এমন কাণ্ড ঘটালে ধরে নেওয়া হয় পিচের কন্ডিশন খারাপ করার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে। সেই কারণেই সংশ্লিষ্ট ব্যাটিং দলকে পেনাল্টি করা হয়।

অশ্বিন কি একাই এই দোষের ভাগিদার?

না। তৃতীয় টেস্টের প্ৰথম দিনে অশ্বিনের মতই কাণ্ড ঘটিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। একবার নয় দু-দুবার নিয়ম ভাঙায় আম্পায়ার ওয়ার্নিং দেন তারকা অলরাউন্ডারকে। নিয়ম অনুযায়ী, তৃতীয়বার এই একই ভুল হলে পেনাল্টি রান প্রযুক্ত হয়। পুরো ইনিংস জুড়েই এই ওয়ার্নিংয়ের সংখ্যা কার্যকর হয়। তাই জাদেজা আউট হয়ে গেলেও অশ্বিনের ভুলে নিয়ম ভঙ্গের সংখ্যা তৃতীয় বার ছুতেই ইংল্যান্ডের খাতায় অতিরিক্ত যোগ হয়ে যায় পাঁচ রান।

ভারত গতকাল জাদেজা-রোহিতের শতরান এবং সরফরাজের ওয়ানডের মেজাজে ৬২ রানের সুবাদে ৩২৬/৫-এ ফিনিশ করে। দ্বিতীয় দিনের ফার্স্ট সেশনেই কুলদীপ যাদব এবং জাদেজা আউট হয়ে যান। তারপর থেকে অষ্টম উইকেটে অশ্বিন-ধ্রুব জুরেল ভারতকে টানছেন।

Test cricket Ravichandran Ashwin Ravindra Jadeja Indian Team Indian Cricket Team ICC
Advertisment