India vs England test series: জাতীয় দলে কোহলির প্রত্যাবর্তন বিলম্বিত হতে পারে। রাজকোটে তৃতীয় টেস্টেও থাকছেন না তিনি। ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে রাজকোটে। তবে কোহলি নিজের সম্ভাব্যতা জানাননি টিম ম্যানেজমেন্টকে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এই মুহূর্তে ১-১ অবস্থায় রয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার নির্বাচক কমিটি আলোচনা করে বাকি তিন টেস্টের জন্য কোহলি-বিহীন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। কোহলিকে যখনই পাওয়া যাবে, তখনই স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে।
প্ৰথম দুই টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন কোহলি। জানা গিয়েছে, তারপর পরিবারের সঙ্গে ইংল্যান্ডে উড়ে গিয়েছেন। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, "বিরাট নিজেই ঠিক করবে, কখন ও জাতীয় দলে পুনরায় খেলতে পারবে। ও এখনও নিজের অবস্থা আমাদের জানায়নি। তবে ও যখনজ প্রস্তুত থাকবে, তখনই ওঁকে টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।"
আরও পড়ুন: ইংরেজ তারকার কুনজরে ধোনির স্ত্রী! ১১ বছরের পুরনো রসালো মন্তব্য ঝড় তুলল আবার
সিরিজ শুরু হওয়ার ঠিক তিন দিন আগে কোহলি বোর্ডকে জানিয়েছিলেন, তিনি ব্রেক চান। প্রেস বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছিল, "দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় অগ্রাধিকার। তবে ব্যক্তিগত কিছু সময় নিরবিচ্ছিন্ন মনোযোগের দাবি করে। বোর্ড কোহলির সিদ্ধান্তকে সম্মান জানায়। তারকা ব্যাটারের দিকে সর্বতভাবে সহায়তার হাত বাড়িয়ে দেবে বোর্ড।"
যে তারকা ক্রিকেটাররা তৃতীয় টেস্টের জন্য স্কোয়াডে থাকবেন, তাঁদের ফেব্রুয়ারির ১১ তারিখের মধ্যে রাজকোটে চলে আসতে বলা হয়েছে। কোয়াড্রিসেপস মাসলে সমস্যার জন্য দ্বিতীয় টেস্টে নামতে পারেননি রাহুল। তিনি তৃতীয় টেস্টে ফিরছেন। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন জাদেজাও। তিনিও দ্রুত ফিট হয়ে উঠছেন। টিম ম্যানেজমেন্ট তারকা অলরাউন্ডারকে তাঁর হোমগ্রাউন্ডে খেলানোর বিষয়ে আশাবাদী।
তবে জসপ্রীত বুমরার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নির্বাচকরা। টানা দুই টেস্ট খেলার পর তারকা পেসার রাজকোটে নামার আগে বহু প্রত্যাশিত লম্বা ১০ দিনের ব্রেক পেয়েছেন। জানা যাচ্ছে, দলের মেডিক্যাল টিম বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট জমা দেবে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তারকা পেসার কে খেলানো হবে নাকি বিশ্রামে পাঠানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বুমরার সঙ্গেও আলোচনা করা হবে।