Advertisment

Yashasvi Jaiswal girlfriend: এই বিদেশি তরুণী ম্যাডির প্রেমেই ম্যাড যশস্বী! তিন বছরের লুকোনো সম্পর্ক হঠাৎ ফাঁস

Who is Maddie Hamilton: এই সম্পর্ক নতুন নয়। এর আগে আইপিএলেও এভাবেই স্ট্যান্ডে যশস্বীর হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে ইংল্যান্ডের এই মেয়েটিকে। তারপরই সামনে আসে যে সম্পর্কটা তিন বছর ধরে চলছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yashasvi Jaiswal, Yashasvi Jaiswal girlfriend, Maddie Hamilton

Yashasvi Jaiswal-Maddie Hamilton: ম্যাডির প্রেমেই ম্যাড যশস্বী (টুইটার এবং ইনস্টাগ্রাম)

Yashasvi Jaiswal against England: চেনেন মেয়েটিকে? ম্যাডি হ্যামিলটন। ভাবছেন কে, তা-ই তো? ঠিক আছে, ম্যাডিকে না-হয় চেনেন না। যশস্বী জয়সওয়ালকে নিশ্চয়ই চেনেন। ভারতীয় ক্রিকেটের নতুন আইকন। ইংল্যান্ড সিরিজে পরপর দুটো টেস্ট ম্যাচে দ্বিশতরান। একের পর এক রেকর্ড ভেঙে খানখান করে দিয়েছেন। ম্যাডি বলে এই মেয়েটি সেই যশস্বীরই গার্লফ্রেন্ড।

Advertisment

বিদেশিনি! এই পরিচয়টা তাই ম্যাডির জন্য যথেষ্ট নয়। কারণ, তিন বছর। হ্যাঁ, অন্তত তিন বছর এই বিদেশি মেয়ের হৃদয়েই জমা আছে যশস্বীর ভালোবাসা। সেই সম্পর্কই আচমকা ফাঁস হয়েছে। হয়তো হত না। কিন্তু, ভাইজাগ আর রাজকোটে পরপর ম্যাচে দ্বিশতরান যশস্বীকে আলোচনার কেন্দ্রে টেনে এনেছে। আর, তাতেই ফাঁস হয়েছে যশস্বীর সঙ্গে বিদেশিনি সুন্দরীর লুকোনো মাখোমাখো সম্পর্ক।

হায়দরাবাদে গ্যালারিতেও বিদেশিনি সুন্দরীকে দেখা গিয়েছিল যশস্বীর হয়ে গলা ফাটাতে। তখনই অনেকের নজর টানে। ম্যাচ হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেখানে বিদেশিনি কেন যশস্বীর হয়ে গলা ফাটাচ্ছেন, সেই প্রশ্ন উঠেছিল বারবার। তারপরই একে একে ভাইজাগ আর রাজকোট। ইংরেজ মেয়েটি ভারতের জার্সি গায়ে যশস্বীর হয়ে সমানভাবে সোচ্চার থেকেছে।

ক্রিজে ছুটে আসা প্রতিটি বলে যেমন তিনি চোখ রেখেছিলেন, গ্যালারিতে তাঁকে নিয়ে ম্যাডির ম্যাডনেসও নিশ্চিতরূপে যশস্বীর নজর এড়ায়নি। দুই ম্যাচে একের পর এক রেকর্ডভাঙা বামহাতি ব্যাটার তাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন যুক্তরাজ্যের মেয়েটির সঙ্গে নিজের ঘনিষ্ঠ ছবি। সঙ্গে ক্যাপশন দিয়েছেন, 'পরিবার'। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, কে এই মেয়েটি? যাকে যশস্বী নিজের 'পরিবার' বলে দাবি করছে?

তখনই জানা যায়, এই সম্পর্ক নতুন না। এর আগে আইপিএলেও এভাবেই স্ট্যান্ডে যশস্বীর হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে ইংল্যান্ডের এই মেয়েটিকে। তারপরই সামনে আসে যে সম্পর্কটা তিন বছর ধরে চলছে। অবশ্য এই ব্যাপারে যশস্বী বা ম্যাডি কোনও কিছুই স্বীকার বা অস্বীকার করেননি। তারপরও, ম্যাডির সঙ্গে যশস্বীর ঘনিষ্ঠতা দেখে অনুরাগী মহল আশাবাদী, তরুণ ক্রিকেটার বিদেশি তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

আরও পড়ুন- বাবা নয়, বউই আপন! ম্যাচ সেরা হয়েই বুঝিয়ে দিলেন জাদেজা, আবারও ঝড়

যশস্বীর প্রথম দ্বিশতক আসে ৩ ফেব্রুয়ারি, শনিবার, বিশাখাপত্তনমের ওয়াইএস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে। সেদিন ছিল সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। ম্যাচে যশস্বী ২৯০ বলে ২০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যার সুবাদে ভারতের রান গিয়ে দাঁড়ায় ৩৯৬। তার আগে ম্যাচের প্রথমদিনই যশস্বী তুলেছিলেন অপরাজিত ১৭৯ রান। যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় দিনে শুরু করেছিলেন ঠিক সেখান থেকেই। পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের বোলার শোয়েব বশিরের ওভারে ছক্কা আর চার মেরে তাঁর দ্বিশতরান পূর্ণ করেন। সুনীল গাভাসকার এবং বিনোদ কাম্বলির পর যশস্বীই সবচেয়ে কমবয়সি ভারতীয় ব্যাটার হিসেবে দ্বিশতরান পূর্ণ করেন ওই দিন। কিন্তু, বছর ২২-এর ভারতীয় ব্যাটারের জীবনে সেটা যেন ছিল একটা শুরু। আর, তা স্পষ্ট করে দিয়েছে পরের ম্যাচ, রাজকোটে তাঁর অনবদ্য দ্বিশতরান।

England Cricket News Yashasvi Jaiswal
Advertisment